আজকে বিকেল বেলা ফল কিনতে এসে যেন অবাক হয়ে গেলাম
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
মাহে রমজান মাস বরকত ও রহমতের মাস। এই মাসে সকলের মন ভালো থাকে এবং মানুষের মধ্যে অন্যরকম একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। মানুষ মানুষের সাথে সব সময় ভালো ব্যবহার করে। যার কারণে এই মাসটি সকলের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবে এই মাসটিতে অনেক ফলে বিক্রি করতে দেখতে পাওয়া যায়। বিশেষ করে তরমুজ থেকে শুরু করে অন্যান্য ফলগুলো রাস্তার পাশে ভ্যানে করে বিক্রি করা হয়। আর এই ফলগুলোর দাম অন্যান্য মাসে তুলনায় এই মাসে কম হওয়ার কথা, কিন্তু এই মাসে আরো বেশি হয়ে থাকে। তারপরেও যদি ফলগুলো সঠিক মান ভালো থাকে তাহলেই তো ঠিক ছিল। কিন্তু মাহে রমজান মাসের কথা বলে ফল ব্যবসায়ীদের প্রতারণা দেখতে পেয়ে আজকে যেন আমি অবাক হয়ে গেলাম। বিকেল বেলা আমি ফলের দোকানে গিয়েছিলাম। আর সেই ফল কেনার মুহূর্তগুলো এতটা খারাপ লেগেছে, সেই মুহূর্তগুলোই আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম।
এখুন বাজারে তরমুজ ফুল বেশি বিক্রি করতে দেখতে পাওয়া যায়। আর সকলেই এই তরমুজ কেনার জন্য ভিড় জমায়। কারণ সারাদিন রোজা থেকে যখন ইফতারের সময় তরমুজ খাওয়া হয়। তখন যেন শরীরে ক্লান্ত দূর হয়ে যায়। আসলে তরমুজ ফুল আমাদের শরীরে ক্লান্তিকে দূর করে দেয়। আর এই তরমুজ খেলে শরীরের পানি শূন্যতা কমে যায়। যার কারণে সকলের কাছে তরমুজ ফুল অনেক প্রিয়। আর এই তরমুজ কেনার মুহূর্তে যেন আমাকে অবাক করেছে। বিশেষ করে বাজারে এসে দেখতে পেলাম অনেক তরমুজ ব্যবসায়ী তরমুজ নিয়ে বসে রয়েছে। আসলে বাজারে এখন তরমুজের অভাব নেই।
চাহিদা অনুযায়ী বাজারে তরমুজ ফুল অনেক রয়েছে। তবে এই তরমুজ ভালো হলেই যেন ক্রেতাদের মন ভালো থাকে এবং তরমুজ কেনার প্রতি আগ্রহ বাড়ে। আসলে তরমুজ এমন একটি ফল, এই তরমুজ কেনার জন্য সকলেই ভিড় জমায়। সব সময় তরমুস কেনার মুহূর্তটা যেন সকলে আনন্দের। বিশেষ করে প্রত্যেকদিন ইফতারের সময় তরমুজ খেলে আরো বেশি ভালো লাগে। যার কারণে আমি গত কিছুদিন আগে তরমুজ কিনেছিলাম। আজকেও তরমুজ কেনার জন্য এসেছি। আর তরমুজ কেনার অন্যরকম একটা ভালো লাগে, এই তরমুজ কেটে কেনার সময়। অনেক ভালো এবং লাল হলে তখন যেন মন ভালো হয়ে যায়, কিন্তু আজকে যখনই আমি তরমুজ কেনার জন্য এসেছি। দামাদামি করলাম। তরমুজের দাম অনেকটাই বেশি নিল। তারপরেও আমি বললাম কেঁটে দিতে সে আমাকে কেটে দেবে না। বলল যে এটা কাটতে হবে না, অনেক ভালো হবে একদম গ্যারান্টি আপনি কোন চিন্তাই করিয়েন না।
তারপরে আমি এই তরমুজটি বারবার কেঁটে দিতে বলতেছিলাম। কিন্তু সে কেটে দিল না। কারণ তার দোকানে অনেক ভিড় ছিল। আসলে আমি ইফতারের আগে গিয়েছিলাম। যার কারণে সেই সময় অনেকেই আমার সাথে তরমুজ কিনেছে। তবে এই তরমুজটি কিনে নিয়ে আমি যখন বাসায় আসলাম। আমি ইফতারের আগে তরমুজ কেটলাম এবং কেটে দেখতে পেলাম এই তরমুজটির ভিতরে একদম সাদা এবং এই তরমুজটি এত বাজে একটা তরমুজ দিয়েছে যা কানণে আমার খুবই কষ্ট লেগেছে। আমি ইফতার শেষে সেই তরমুজ বিক্রেতার কাছে গেলে তো পাবো না যার কারণে আমি পরের দিন সকালবেলা যাব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আমার আর ভালো লাগলো না। যে ইফতারের পরেও তাকে পাওয়া যাবে। কারণ তার তরমুজের দোকানে অনেক ভিড় ছিল এবং সেখানে তার দোকান রয়েছে। যার কারণে আমি সেই তরমুজটি নিয়ে দোকানে আসলাম। এসে দেখতে পেলাম আমার মত আরো পাঁচ ছয় জন এসেছে তার কাছে। এই তরমুজের অভিযোগ নিয়ে।
আসলে ব্যবসায়ীরা যদি এত নিম্নমানের তরমুজ নিয়ে আসে। তাহলে ক্রেতারা আর ভরসা পাবে না। সেই বিক্রেতাকে অনেকেই বকাবকি করল। কারণ তার তরমুজের বেশিরভাগই অনেক খারাপ ছিল সে নিম্নমানের তরমুজ কিনেছে। আর এই তরমুজ ব্যবসায়ীদের একটি কারণ হল তারা নাকি ইঞ্জেকশন দিয়ে তরমুজ পাকাচ্ছে। এটা কতটুকু সত্য তা আমি জানিনা। তবে অনেক রকমের ফলমালিন রয়েছে। যে ফরমালিন গুলো এখন সবজি থেকে শুরু করে প্রত্যেকটা ফলের মধ্যে তারা মিশিয়ে দিচ্ছে। এই ফল আমাদের শরীরের জন্য পুষ্টি উপাদান যোগাবে, কিন্তু এর ভিতরে যদি ফরমালিন দেওয়া হয় তাহলে এই ফল আমাদের শরীরের জন্য আরো ক্ষতি করবে। আমরা মানুষ হয়ে এই মাহে রমজান বরকতের মাসে কিভাবে মানুষের সাথে প্রতারণা করছি। এই বিষয়টি আমাকে অবাক করেছে।
আসলে সারাদিন রোজা রেখে যখন মানুষের কাছে প্রতারিত হওয়া হয়। তখন খুবই খারাপ লাগে। কারণ সকলে এই মাসে মানুষের সাথে ভালো ব্যবহার করে। তারা যদি এই ভালো ব্যবহারের সুযোগ নিয়ে অসৎ ব্যবসায় নেমে পড়ে। তাহলে এই মাহে রমজান মাসের আমরা তাহলে কি শিক্ষা নিলাম। তাই আমার কাছে খুবই খারাপ লেগেছে। অন্যান্য এবং ফল যারা রয়েছে আনারস থেকে শুরু কর আপেল আঙ্গুর বেদানা এবং কমলার মধ্যেও তারা এখন ফরমালিন দিয়েছে। এমনকি আমি কলা কিনেছি এই কলার ভিতরে আরো যেন বেশি ফরমালিন দেওয়া হয়। মানুষ কিভাবে একে অপরের সাথে এভাবে বিশ্বাসঘাতকতা এবং বিশ্বাস নিয়ে ব্যবসা করে যাচ্ছে আমাকে যেন অবাক করে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
তরমুজ বিক্রেতাদের এমন প্রতারণা সত্যিই দুঃখজনক, বিশেষত মাহে রমজানে। ব্যবসায়ীদের উচিত সৎভাবে ব্যবসা করা, যাতে ক্রেতারা প্রতারিত না হয়। নিম্নমানের ফল বিক্রি এবং কৃত্রিমভাবে পাকানোর প্রবণতা বন্ধ করা জরুরি। সচেতনতা বৃদ্ধি পেলে এমন প্রতারণা রোধ করা সম্ভব।
আজকের এই অভিজ্ঞতা সত্যিই হতাশাজনক। মাহে রমজান মাসটি যেখানে সবার মাঝে ভালোবাসা, সহযোগিতা এবং সৎ আচরণের প্রতীক হওয়া উচিত, সেখানে কিছু ব্যবসায়ী তাদের স্বার্থে মানুষের সাথে প্রতারণা করছেন। রোজার সময় ভালো মানের তরমুজ কিনে খাওয়ার আশা নিয়ে যখন প্রতারণার শিকার হলাম, তখন সত্যিই মন খারাপ হয়েছে। তবে, সৎ ব্যবসায়ীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই, যারা এই পবিত্র মাসে সঠিকভাবে ব্যবসা করছেন। আমরা আশা করি সবাই সৎ ও ন্যায্য ব্যবসা করবেন, যাতে সবাই একে অপরকে সম্মান এবং ভালোবাসা প্রদান করতে পারে। আপনার অভিজ্ঞতা সুন্দর ভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
রমজান মাসে তরমুজ কেনার অভিজ্ঞতা শেয়ার করেছেন ভাইয়া।আসলে আমাদের দেশের মানুষ প্রতিনিয়ত প্রতারিত হয়ে যাচ্ছে।তরমুজের দাম যেমন বেশী নেয়, এরপর এই ফলে কেন ফরমালিন মেশাতে হবে? রমজান মাসে ও এরা নিজেদের স্বভাব বদলাতে পারেনা।এই বিষয় গুলো আমাকে ও প্যারা দেয়।ব্যবসায়ীরা লাভের জন্য এই ফল নিজেদের সন্তানদের কেও খাওয়াতে পারে।এদের মধ্যে থেকে বিবেক,মানবিকতা লোপ পেয়েছে।
ভাইয়া রমজানের সময় কিছু কিছু ব্যবসায়ী আছে আরো বড় বেশি প্রতারণা করে। আর আপনি তরমুজ কিনতে গিয়ে প্রতারণা হয়েছেন। এরকম অনেক মানুষই আছে রমজানের সময় কিনতে গিয়ে প্রতারণা হয়। আর আপনি ঠিক বলেছেন সবকিছুর মধ্যে এখন মেডিসিন ব্যবহার করে। তবে আমাদের এদিকে জমির তাজা তরমুজ পাওয়া যায়। তবে রমজান মাসে যদি ব্যবসায়ীরা ভালো হতো তাহলে রোজাদার লোকদের জন্য ভালো হতো। সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।
ভাই যতই ভিড় থাকুক না কেনো, আপনার উচিত ছিলো তরমুজ কেটে আনা। আমি রমজান মাসে অনেকগুলো তরমুজ ইতিমধ্যেই কিনেছি। কিন্তু প্রতিটি তরমুজ কেটে নিয়েছি এবং সবগুলো তরমুজ লাল হয়েছে। যাইহোক তরমুজ কিনতে গিয়ে একেবারে বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তাহলে। ব্যবসায়ীদের উচিত অন্ততপক্ষে রমজান মাসে প্রতারণা না করা। সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।