"আমার বাংলা ব্লগ"// কবিতা // তুমি আছো 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে একটি কবিতা লিখেছি, এই কবিতার নাম তুমি আছো। আসলে ভালোবাসার প্রিয় মানুষটি আমাদের মনের মাঝে রয়েছে। তাকে নিয়ে যেন জীবনের পথ চলা সকল পরিকল্পনা এবং কল্পনা জাগে। তাইতো তুমি আছো বলেই পৃথিবী যেন বদলে যায়। পৃথিবীর শান্তি আমি খুঁজে পাই। সেই অনুভূতি নিয়ে লেখা আমার আজকের এই কবিতাটি। কবিতাটি আমি গত কাল রাতে নিরিবিলি বসে একা একা লিখে রেখেছিলাম। তাই আজকে আপনাদের মাঝে আমার লেখা এই কবিতাটি শেয়ার করলাম। আশা করছি আজকের লেখা এই কবিতাটি পড়ে আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা আর দেরি না করে চলুন আমার কবিতাটি পড়া শুরু করা যাক।
তুমি আছো, যখন আমি একা,
তুমি আছো, যখন পৃথিবী থেমে যায়।
তোমার হাসিতে যেন আলো জ্বলে সবুজে হয়ে,
তাই তো দেখি আমি তোমার চোখে,
এক অজানা মায়া।
তুমি আছো, যখন রাতেরা অন্ধকার,
তুমি আছো, যখন ভোর আসে নিঃশব্দ।
মন জুড়ানো তোমার ধ্বনি,
আমার সাথেই থাকে সারাক্ষণ,
শুধু তোমার স্মৃতি।
তুমি আছো, কখনো কোনো শব্দে,
আবার কখনো কোনো নিঃশব্দে,
তোমার উপস্থিতি, যেন আমার আশ্রয়,
তুমি আছো, তাই ভয় নেই এই দুনিয়ায় মাঝে ।
তুমি আছো, রোদে, বৃষ্টিতে, বাতাসে,
তুমি আছো, যখন মায়ার অশ্রু গলে পড়ে।
তোমার মাঝে খুঁজে পাই শান্তি,
তুমি আছো, তাই আমি যে আমি সত্যি।
তোমার পাশে আমার পথ চলা সহজ,
তোমার হাতে সব আশার দ্যুতি।
তুমি আছো, তাই পৃথিবীটা বদলে যায়,
একসাথে আমরা চলি,
অজানা পথে তোমার হাতে হাত রেখে।
https://x.com/rayhan111s/status/1905928604485394577?t=KxRBMrojuBZimvUPmzIlJg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রিয় মানুষকে কেন্দ্র করে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা গুলো মাঝে মধ্যেই পড়া হয়। বরাবরই খুব সুন্দর কবিতা লিখেন। বেশ ভালো লাগলো পুরো কবিতা টা পড়ে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ছন্দ সাজিয়ে কবিতা লিখে শেয়ার করার জন্য।