দুই ভাই মিলে কক্সবাজার সমুদ্র সৈকতের পারে আনন্দময় মুহূর্তের ফটোগ্রাফি//পর্ব-১
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
কক্সবাজার সমুদ্র সৈকতের দৃশ্য আমার অনেক বেশি ভালো লাগে। আর এই সমুদ্র সৈকতের পারে আসলে মন ভালো হয়ে যায়। তাইতো ছুটি যখন পায় তখনই কক্সবাজারে ছুটে যেতে খুবই ইচ্ছা করে। কিছুদিন আগে আমি আমার পরিবারের সাথেও আমার ছোট ভাই মোহাম্মদকে সাথে নিয়ে গিয়েছিলাম।@mohamad786 আমার খালাতো ভাই, ও ঢাকাতেই থাকে, যার কারণে ওকে সাথে নিয়ে আমি কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে ভ্রমণ করতে গিয়েছিলাম। আর এই সমুদ্রের পারে অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করেছি।সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার মুহূর্তগুলো অনেক আনন্দদায়ক ছিল। সেই দৃশ্যের কথা মনে করতে পেরেই এখন ভালো লাগছে। তো আজকে আপনাদের মাঝে সমুদ্রে পারে কাটানো কিছু মুহূর্তের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম।
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগান্ধা পয়েন্টের পাশেই আমাদের হোটেল ছিল। এখান থেকেই সমুদ্রের দৃশ্য গুলো খুবই ভালোভাবে উপভোগ করা যায়। হেঁটে যেতে একদম কম সময় লাগে। একদিন সকালবেলা আমি এবং মুহাম্মদ সমুদ্রের পাড়ে আসলাম এসে দেখতে পেলাম হাজার হাজার মানুষ সমুদ্রের পাড়ে এসে, এই দৃশ্য উপভোগ করছে। তাদের সাথে সমুদ্রের এই দৃশ্য দেখতে পেয়ে যেন ভালো লাগলো।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
সমুদ্রের পাড়ে বালুচরের পাশে দেখতে পেলাম অনেক দোকানপাট বসেছে এবং ঘোড়াও দেখতে পেলাম। এই সৌন্দর্যময় দৃশ্য দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। তারপরে মোহাম্মদ বলল যে একটি ক্যামেরাম্যানকে আমরা ঠিক করি, কিছু ফটোগ্রাফি করার জন্য, স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য। আসলে আমরা দুজন একসাথে তো নিজেদের ফোন দিয়ে ছবি উঠতে পারবো না, যার কারণে একটি ক্যামেরাম্যান ঠিক করার জন্য আমরা ক্যামেরাম্যানদের সাথে কথা বলতে লাগলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
সমুদ্রের পাড়ে অনেক ক্যামেরাম্যান রয়েছে, আমাদের দেখেই তারা এগিয়ে আসলো। তাদের সাথে কথা বললাম তারা প্রতিটা ছবির জন্য ৪ টাকা করে চাইলেও তো আমরা কথা বলে মোটামুটি তিন চার টাকা করে ম্যানেজ করলাম। ওদের বলেছিলাম 100 ছবির বেশি উঠানো যাবে না, তারা বলল ঠিক আছে আপনি ছবি আপনার পছন্দ মত যে কয়টা নেন নিতে পারবেন.
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
কক্সবাজার সমুদ্র সৈকতের এই ঢের দৃশ্য দেখতে খুবই ভালো লাগতেছিল। আসলে আমরা সকালবেলা এসেছিলাম যার কারণে হাজার হাজার মানুষ এই সমুদ্রে পানিতে গোসল করছে, তাদের এই গোসল করার দৃশ্য দেখে আমারও সমুদ্রের পানিতে নেমে পড়লাম গোসল করার জন্য এবং ক্যামেরাম্যান এর কাছে আমাদের ফোনগুলো দিয়ে দিলাম। বললাম হেফাজতে রাখুন এবং আপনি সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করতে থাকুন।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তারপর মুহাম্মদকে বললাম আগেই গোসল করার জন্য না নেমে আমরা সমুদ্রের উপর থেকেই কিছু ফটোগ্রাফি করে নেই। তারপরে গোসলের নামবো, তারপরে আমরা কিছু ফটোগ্রাফি করে নিলাম এবং মোটর বাইক স্পিড ছিল সেখানে এসে ফটোগ্রাফি করলাম এবং এটিও ভাড়া করার জন্য কথা বলতে লাগলাম। আসলে এই সমুদ্রের পাড়ের দৃশ্যগুলো এত ভালো লাগতেছিল যা বলার মত নয়।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi Note 6 Pro |
---|---|
ধরণ | ফটোগ্রাফি। |
ক্যামেরা.মডেল | Note 6 Pro |
ক্যাপচার | @rayhan111 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
https://x.com/rayhan111s/status/1897938084169470105?t=e9fQpZ4oS8BJozVPN-rq8Q&s=19
দুই ভাই মিলে ভালই সময় অতিবাহিত করেছেন। তবে মজার বিষয় হচ্ছে যখন ক্যামেরা ম্যানরা আমাদের ফটো উঠাতে বলে তখন আমরা বলতাম যে আমরা নিজেরাই ক্যামেরামেনা আর নিজেরাই উঠাতে পারবো। তখন তারা চলে যেত।আসলে তাদের দিয়ে উঠালে অনেক সময় ঝামেলায় পড়তে হয় তাই উঠাতাম না। যাই হোক ভালো লাগলো আপনার অনুভূতি পড়ে ধন্যবাদ।
কক্সবাজার যে চরম বিখ্যাত পর্যটন কেন্দ্র তা আপনার ছবি দেখেই বোঝা যাচ্ছে। কত মানুষের সমাগম। আপনারা দুই ভাই মিলে যে দারুণ উপভোগ করেছেন তা আপনাদের হাসি হাসি মুখের ছবি দেখে স্পষ্ট। খুব ভালো লাগল, যেন আমিও সুগন্ধা পয়েন্টে চলে গেলাম ভিড়ের মধ্যে।
এবার যখন তোমার সাথে কক্সবাজার গিয়েছিলাম আমরা দুজনে মিলে অনেক মজা করেছি। আজকে তোমার পোস্ট দেখে সেদিনের কথা মনে পড়ে গেল।হুটহাট পরিকল্পনায় মাঝেমধ্যে আমরা কক্সবাজার ঘুরতে যাব ইনশাল্লাহ। কেননা সমুদ্র সৈকতের ধারে সুন্দর একটি সময় কাটালে মানসিক প্রশান্তি পাওয়া যায়।আমাদের কক্সবাজার ভ্রমণের পর্বগুলো দেখার অপেক্ষায় রইলাম।
ভাই আপনি দেখছি খালাতো ভাইকে নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে ভালই ফটোগ্রাফি করেছেন। আসলে এসব জায়গা গুলোতে ঘুরতে গেলে এমনিতে ভালো লাগে। আর আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে ভালোই সময় কাটিয়েছে খালাতো ভাইকে নিয়ে। ধন্যবাদ সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে চমৎকার ফটোগ্রাফি প্রথম পর্ব আমাদের মাঝে শেয়ার করা যায়।
সমুদ্র সৈকতে দেখছি অসংখ্য মানুষের ভীড়। তবে ফটোগ্রাফি গুলো দারুণ করেছেন ভাই। কক্সবাজার সমুদ্র সৈকতের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর লাগল দেখে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।