সময়ের মূল্য অপরিসীম
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
সময় এবং নদীর স্রোত কারো জন্যই অপেক্ষা করে না। তাইতো সময়ের কাজ সময়ে করলে জীবনে সফলতা অর্জন করা যায়। জীবন কখনোই থেমে থাকে না। মানুষের বয়স যেমন থেমে থাকে না, তেমনি সময়ও কখনো থেমে থাকে না। হাজারো শক্তি, হাজারো ক্ষমতা দিয়ে কখনো নদীর স্রোত আর সময়কে ধরে রাখা যায় না। সময় তার নিজ গতিতেই চলাফেরা করে। সময় কোন বাধা মানে না, কোন সংঘর্ষ মানে না, কোন অর্থ মানে না। সময় তার নিজ গতিতে নিজের পথে চলাচল করে। আর এই সময় মত আমরা যদি আমাদের জীবনটাকে পরিচালনা করি, তাহলে আমরা সফলতা অর্জন করব, কিন্তু আমরা যদি হেসে খেলে সময়কে নষ্ট করে দেই,তাহলে জীবনে আমাদের অনেক পস্তাতে হবে। যার অর্থ আমরা কোনদিন দিতে পারব না। তাইতো সময়ের কাজ আমরা যখন সময় মত করব, তখনই আমরা সফলতা অর্জন করব। না হলে ব্যর্থতা দিয়ে আমাদের জীবন ভরে যাবে।
আমরা জীবনে অনেক সময় নষ্ট করি, আর হেসে খেলে আমরা সময় পার করে দেই। যার কারণে জীবনে আমরা সফলতা অর্জন করতে পারি না। আমাদের জীবনে নেমে আসে ব্যর্থতা, আর এই ব্যর্থতার ঘানি নিয়েই যেন আমাদের চলতে হয়। আসলে ব্যর্থতা উপলব্ধি করতে হলে অনেক কষ্ট লাগে, কারণ ব্যর্থ জীবন কেউই মেনে নিতে চায় না। সমাজ থেকে শুরু করে নিজের পরিবার নিজের আত্মীয়-স্বজন থেকে শুরু করে সকলেই এই ব্যর্থ মানুষকে ঘৃণা করে। কেউ কখনোই ব্যর্থ মানুষকে নিজের কাছে আগলে রাখবে না, হয়তো এই ব্যর্থ মানুষ তাই সমাজের বোঝা হয়ে থাকে,তার কর্মের কারণে। কারণ সে তার সময় মত নিজের জন্য কিছু করতে পারেনি। সময়ের সঠিক ব্যবহার না করার কারণে সে আজ ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থ জীবন নিয়ে এই সমাজে বেঁচে থাকা খুব কঠিন।
আসলে ব্যর্থতা আমাদের জীবনে হঠাৎ করে আসে না। ব্যর্থতা আসে আমাদের কর্মের কারণে, আমরা অনেক সময় নষ্ট করি। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করি না, যার কারণেই আমাদের জীবনে ব্যর্থতা নেমে আসে। যদি সময়ের সাথে সাথে নিজেকে আমরা তৈরি করি, নিজেকে আমরা সময়মতো গুছিয়ে নেই। তাহলে কখনোই ব্যর্থতা আমাদের জীবনে আসবে না। আমরা তখন সফলতার দিকে হাঁটতে থাকবো। আসলে সফলতা অর্জন করতে হলে খুব কঠিন পরিশ্রম করতে হয় না। শুধু সৎ সাহস রেখে সময়ের সঠিক ব্যবহার করে এগিয়ে চলতে হয়। তাহলেই সফলতা আমাদের জীবনে আসবেই, কারণ সময়ের সঠিক ব্যবহার যারা করেছে, তারাই এই সমাজে প্রতিষ্ঠিত। তারায় আজ উন্নত হয়েছে। যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করেছে, তারা কখনোই ব্যর্থ হয়নি। কারণ ব্যর্থতা তার জীবনে আসার আগেই সে পদক্ষেপ নিয়ে সময় মত কাজ করে, নিজের সফলতা অর্জন করেছে।
আমাদের সমাজে অনেক বন্ধু বান্ধব রয়েছে। যারা আজ সফল ব্যবসায়ী, যারা আজ সমাজে প্রতিষ্ঠিত। যারা আজ সম্মানের সাথে জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই মানুষগুলোর জীবনী বা এই মানুষগুলোর কর্মদক্ষতা জানতে গেলেই আমরা দেখতে পাই তারা সময়কে কখনোই অবহেলা করেনি। তারা সময়কে হেসে খেলে পার করেনি। সময়ের সঠিক ব্যবহার করেছে এবং সময়মতো সঠিক পদক্ষেপ নিয়ে জীবনে পরিচালনা করেছে। যার কারণে তারা সফল হয়েছে। আসলে প্রত্যেকটা মানুষই যখন নিজের সফলতা অর্জন করে, তার পেছনে হাত থাকে সময়ের সঠিক ব্যবহারের। সময় মত পদক্ষেপ নিয়ে জীবনের সফলতার পথ বেছে নেওয়া হলে সেই মানুষটা সফলতা অর্জন করবে এবং জীবনে ভালো একটা পর্যায়ে পৌঁছাতে পারবে।
আমরা অনেক সময় হতাশার মধ্যে দিয়ে জীবন পরিচালনা করি। আমাদের অনেক বন্ধু-বান্ধব রয়েছে যারা এখনো হতাশয় মধ্যে রয়েছে। জীবনে কি করবে সেই লক্ষ্য তার স্থির করতে পারেনি। আসলে এই মানুষগুলোই সময়ে মত সঠিক ব্যবহার করেনি, কারণ সময়কে তারা হেসে খেলে পার করেছে। কখনোই গুরুত্ব দেয়নি, ভেবেছে জীবনে এক পর্যায়ে গিয়ে সে প্রতিষ্ঠিত হবে। তার কোন লক্ষ্য ছিল না, তার কোন উদ্দেশ্য ছিল না। সময়মতো সে সঠিক পদক্ষেপ না নেওয়ার কারণে এখন পর্যন্ত সে তার জীবনটাকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। জীবনে কি করবে কিভাবে জীবনটাকে গোছাবে এই ডিসিশনই সে নিতে পারেনি। যার কারণে তার জীবনে হতাশা আরও যেন বৃদ্ধি পাচ্ছে। যত সময় যাচ্ছে তার জীবনে হতাশা যেন আরো ঘিরে ধরছে। এই মানুষগুলোই চিন্তার মধ্যে দিয়ে জীবন পরিচালনা করতে করতে একদম শেষ হয়ে যায়।
গতকাল রাস্তার পাশে দাঁড়িয়ে আমার বন্ধু সুজনকে দেখতে পেলাম, সে নীরবে দাঁড়িয়ে রয়েছে আসলে দূর থেকে দেখে আমার চেনা চেনা লাগতেছিল। যার কারণে ওর কাছে আসলাম, এসে জিজ্ঞেস করলাম এভাবে দাঁড়িয়ে রয়েছিস কেন। ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ও খুবই চিন্তার মধ্যে রয়েছে। জীবনে কি করবে ও যেন কিছুই ভেবে চিন্তে পারছে না। আসলে ওর বাবা একজন সফল ব্যবসায়ী ছিল,ওর চাচাদের সাথে। কিন্তু ওর বাবা হঠাৎ মারা যাওয়ার কারণে ওর চাচারা ব্যবসা যার যার মত ভাগ করে নিয়েছে। ও পড়াশোনাও শেষ করেনি। জীবনে কখনো কর্ম দক্ষতায়ও যায়নি,ও ভেবেছিল ওর বাবার তো আছেই একসময় না একসময় ও ভালো পজিশনে যাবে। কিন্তু বাবার মৃত্যুর পরে চাচারা যখন ব্যবসা ভাগ করে নিয়েছে,সুজন তখন বুঝতে পেরেছে ওর জীবনের অবস্থানটা কোথায়। ও এখন কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। যার কারণে ও হতাশার মধ্যে দিয়ে দিন পার করছে। আর এই চিন্তা চেতনা ওকে এখন ঘিরে ধরেছে,ও সঠিক সময় যদি বাবার সাথে ব্যবসায় অংশ গ্রহণ করত তাহলে আজ এত চিন্তার মধ্যে পড়তে হতো না।
https://x.com/rayhan111s/status/1891813106982043668?t=XjSqbLEYTMJ1RxSMU3-iJg&s=19
দারুন একটি কথা লিখেছেন ভাইয়া ব্যর্থতার সত্যি আমাদের কর্মের জন্যই আসে। আমরা যদি সঠিক সময়ে সঠিক কাজ না করি তাহলে আমাদের পস্তাতে হয়। কিন্তু তখন আর আফসোস করে কোন লাভ হয় না। যখনই আমরা সময়ের মূল্য দিতে শিখবো তখনই আমরা সব কাজে সব সময় সফল হতে পারব। খুবই সুন্দর লিখেছেন ভাইয়া খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
আজকে আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছেন। সময়ের মূল্য সবার কাছে কিন্তু অপরিসীম। আসলে সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তবে এটি একদম ঠিক বলেছেন ব্যর্থতা আমাদের জীবনে একদিন আসে না। আমাদের কর্মের কারণে ব্যর্থতা আমাদের জীবনে আসে। তবে আমরা অনেক মানুষ আছি হেসে খেলে আমাদের সময় নষ্ট করি। আর আমরা যদি আমাদের সময়কে মূল্যায়ন করি তাহলে আমরা সব কাজে সফল হবো। সুন্দর করে চমৎকার বাসা দিয়ে পোস্টটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আসলে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামী জিনিস হচ্ছে সময়। কারণ টাকা দিয়ে কখনো সময় কেনা যায় না। তাই প্রতিটি মানুষের উচিত সময়ের সদ্ব্যবহার করা। তাহলে জীবনে সফলতা অর্জন করা যায়। কিন্তু কিছু কিছু মানুষ হেলাফেলায় সময় নষ্ট করে ফেলে। তারা পরবর্তীতে এটার জন্য আফসোস করে। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জীবনে প্রতিটা সেকেন্ডের মূল্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা সেকেন্ডও জীবনের অনেক কিছু বদলে দিতে পারে। তবে সময়ের গুরুত্ব যদি দেয়া না হয় তাহলে জীবনে সফলতা অর্জন করা সম্ভব নয়। সঠিক সময়ে সঠিক কাজ করা হলে জীবনের সফলতা অর্জন সম্ভব হয়। যদি আমরা এই সময় অবহেলা করি তাহলে কখনোই আমরা জীবনে সফলতা অর্জন করতে পারব না। আপনি খুব সুন্দর কিছু কথা লিখেছেন ভাইয়া, পড়ে ভালো লাগলো।
সময় খুব দামি জিনিস। সময়ের মূল্য অপরিসীম। সময় লাখ কেন কোটি টাকার বিনিময়ে কিনতে পারবো নাহ। ঠিক বলেছেন আপনি সময়কে কাজে লাগিয়ে লক্ষ্যস্থীর করলে জীবনে সফলতা সম্ভব। কথাগুলো মনে গেঁথে গেল।শিক্ষনীয় কথা বলেছেন আপনি।
খুব সুন্দর উদাহরণের মাধ্যমে বিষয়টি শেয়ার করলেন। প্রতিটি মানুষের কাছে সময়ের মূল্য অনেক বেশি। তবে কেও সময়ের মূল্য দিতে জানে। আবার কেউ সময়ের অপ ব্যবহার করে থাকেন। তবে জীবনে সফল হতে হলে সময়ের প্রতি অনেক বেশি সচেতন হতে হবে। অনেক ভালো লাগলো আপনার লেখা গুলো পড়ে।
আসলে আমাদের জীবনে সময়ের মূল্য কতটুকু গুরুত্বপূর্ণ তা আমরা বুঝি নাই। সময়ের মূল্য অপরিসীম। যেকোনো কাজ করতে হলে প্রথমে সঠিক পরিকল্পনা অনুযায়ী সময় মতো এগিয়ে যেতে হবে। তাহলে সফলতা আসবে। ধন্যবাদ আপনাকে ভাই।
আমাদের সকলেরই উচিত সময়কে সঠিকভাবে মূল্যায়ন করা। আমরা যদি সঠিকভাবে সময়কে ব্যবহার করতে পারি তাহলে আমাদের জীবনে ব্যর্থতার পরিমাণ কমে যাবে। কিন্তু আমরা যদি অবহেলায় সময়কে অতিবাহিত করে ফেলি তাহলে আমাদের সকলের জীবনে ব্যর্থতায় ভরে যাবে।