"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম। আসলে এই অনু কবিতা গুলো আমি লিখে রেখেছিলাম। আসলে উনি গতকাল রাতে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তো বন্ধুর বাড়িতে ছাদে বসে থেকে আমরা অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছিলাম। সেখান থেকেই মনের অনুভূতিগুলো যেন বের হচ্ছিল। তাই আমি রুমে এসে কিছু অনু কবিতা লিখে রেখেছিলাম। সেই অনু কবিতা গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আজকের ভালবাসার এই কবিতাগুলো দেখে আপনাদের ভালো লাগবে।
একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা
অনু কবিতা-১
জোসনা ভরা এই সুন্দর রাতে,
তোমার কথা খুবই মনে পড়ে।
জোসনার আলো দেখতে থাকি,
আমি একা তাই নীরবে।
তোমার কোলে মাথা রেখে,
জোছনার আলো উপভোগ করতে,
আমার খুবি ইচ্ছে করে।
তোমার কলে মাথা রেখে,
ভালোবাসার গল্প শুনবো আমি আনন্দের সাথে।
অনু কবিতা-২
স্বপ্নের ঠিকানায় হারিয়ে যাব,
আমি তোমার হাতটি ধরে।
ভালোবাসার গান বলবো,
আমি তোমার বুকে মাথা রেখে।
তুমি আমার স্বপ্নের রাণী,
স্বপ্নেই তিমি থাকো।
ভালোবাসার কথা বলে,
স্বপ্নে আমায় যে ডাকো।
অনু কবিতা-৩
বৃষ্টি ভেজা এই সুন্দর দিনে,
ভিজতে আমার খুবই ইচ্ছা করে।
ভালবাসার মানুষের হাত ধরে,
ভিজতে লাগে ভালো।
তাইতো বারে বারে,
আমার মন চাই,
তোমার সাথে সময় কাটাবো আমি আরো।
অনু কবিতা-৪
মন হারিয়ে যায় আমার,
দূর ওই নীল আকাশে।
ভালবেসে ডাকো তুমি,
তাইতো মন থাকে না আর ঘরেতে।
তোমার ডাকে সাড়া দিতে,
লাগে আমার ভালো।
তাইতো আমি ছুটে আসি,
তোমার ডাকে আরো।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
আপনার প্রত্যেকটি অণু কবিতার টপিক যেমন আলাদা এবং প্রত্যেকটি কোন কবিতা আমার হৃদয় ছুঁয়ে যাওয়ার মত। আসলে এত সুন্দর করে আপনি প্রত্যেকটি কবিতা লিখেছেন এতে করে মনে হচ্ছে যেন আপনি একজন প্রফেশনাল কবি। এত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
https://x.com/rayhan111s/status/1889373028523581737?t=qnpEewB3Yz-6KneeyoLe2g&s=19
আপনি আজকের এই অনু কবিতা গুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর অনুভূতিকে প্রকাশ করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনের অনুভূতি দিয়ে এরকম অনু কবিতা গুলো লিখলে খুবই সুন্দর হয়, আর পড়তে অনেক ভালো লাগে। আমার কাছে আপনার সব গুলো অনু কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে।
চমৎকার কয়েকটি অনু কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। প্রিয় মানুষকে নিয়ে আবেগ অনুভূতি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। প্রত্যেকটি কবিতা দারুন হয়েছে। প্রিয় মানুষকে ঘিরে আমাদের কত জল্পনা কল্পনা। প্রতিটি সুন্দর মুহূর্ত আমরা তার সাথে কাটাতে চাই। প্রিয় মানুষ জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রিয় মানুষকে নিয়ে লেখা কবিতাগুলো চমৎকার হয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ,বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে অনুকবিতা লিখেছেন জেনে ভালো লাগলো।অনুকবিতাগুলি দারুণ হয়েছে, আসলেই হঠাৎ করেই অনুভূতিগুলি মনে জাগে।ধন্যবাদ আপনাকে।
ভালো লাগলো আপনার শেয়ার করা অনঙ কবিতা গুলো পড়ে। আমিও প্রতি সপ্তাহে অনু কবিতা লিখি। তবে আপনার শেয়ার করা অনু কবিতা গুলো পড়ে অনেক ভালঝ লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।
আমি কবিতা লিখতে অসম্ভব ভালোবাসি। আর এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তেও অনেক পছন্দ করি। আপনার লেখা এরকম সুন্দর সুন্দর অনু কবিতা গুলো সব সময় পড়ার চেষ্টা করি। অনেক সুন্দর করে আপনি আজকের এই অনু কবিতা গুলো লিখেছেন। যেগুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সব গুলো অনু কবিতা লিখে সবার মাঝে ভাগ করে নিয়েছেন এজন্য ধন্যবাদ।