"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা কিছু ভালোবাসার অনু কবিতা নিয়ে হাজির হলাম। আসলে অনু কবিতা লিখতে এবং পড়তে আমার খুবই ভালো লাগে। তাই তো সময় পেলে আমি কবিতা লিখে রাখি। আজকে তাই আপনাদের মাঝে আমার লেখা চারটি ভালোবাসার অনু কবিতা নিয়ে হাজির হলাম। আসলে ভালোবাসার প্রিয় মানুষের প্রতি মনের অনুভূতির যেন শেষ নেই। এই অনুভূতিগুলো হৃদয় থেকে যেন তৈরি হতে থাকে। তাই তো ভালোবাসার এই অনুভূতিগুলো নিয়ে কবিতা লিখে রেখেছিলাম। যে কবিতাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১

মনে পড়ে যায় সেই,
পুরনো দিনের কথা।
যখন তুমি এসেছিলে,
আমার জীবন মাঝে।

ভালোবাসা ডুবে ছিলাম,
আমি তোমায় নিয়ে।
এসেছিলে নতুন স্বপ্নের ভালোবাসা নিয়ে,
হাত দুটি তুমি দিয়েছিলে,
আমার দিকে বাড়িয়ে।

অনু কবিতা-২

তোমার সাথে হাজারো স্মৃতি,
জমা হয়ে রয়েছে।
তাইতো আমি স্মৃতিগুলো মনে করে,
বাঁচে আছি এই পৃথিবীতে।

ইচ্ছা করে ফিরে যেতে পুরনো সেই দিনে।
ভালোবাসার গল্প শুনতাম,
তোমার কোলে মাথা রেখে।

অনু কবিতা-৩

তুমি আমার জীবন সাথী,
রয়েছো জীবন মাঝে।
তোমায় নিয়ে জীবনটাকে,
সাজাবো রঙিন করে।

ভালোবাসার শক্তি দিয়ে,
রাখবো বুকের মাঝে।
তোমায় নিয়ে থাকবো,
আমি মহা যে সুখে।

অনু কবিতা-৪

ভালোবাসার স্বপ্ন দেখেছি,
শুধু তোমায় নিয়ে।
স্বপ্নের ঘরে তাইতো আমি,
বাসর সাজিয়েছি রঙিন করে।

তুমি আমার জীবন সাথী,
হয়ে এসেছ জীবন মাঝে।
তোমায় নিয়ে রঙিন স্বপ্ন,
তৈরি করবো আমি ভালোবেসে।

fox-ga73d03b37_1920.png

source

কল্পনার সাগরে আমরা প্রিয় মানুষকে নিয়ে যেন ভেসে বেড়াই। এই কল্পনারাতে অনেক কিছুই আমরা স্বপ্ন দেখি প্রিয় মানুষকে কেন্দ্র করে। সেই স্বপ্নগুলো ভালোবাসার স্বপ্ন। এই স্বপ্নগুলো যেন দেখতেও আমাদের ভালো লাগে। তাই তো প্রিয় মানুষকে কেন্দ্র করে লেখা আমার এই অনু কবিতাগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। আশা করছি এই কবিতা গুলো পড়ে ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভালোবাসার এই কবিতা গুলো শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। 💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 days ago 

আপনার একগুচ্ছ অনু কবিতা গুলো দেখে অনেক ভালো লাগলো। কোন কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে সবসময়। আজকে আপনার প্রত্যেকটি অন কবিতা আমি পড়েছিলাম। সবগুলোর লাইন অনেক সুন্দর করে সাজিয়ে দেখেছেন। সবসময় এভাবে সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

এই ধরনের কবিতা গুলো আমি একটু বেশি পছন্দ করি লিখতে এবং পড়তে দুটোই। বিশেষ করে ভালোবাসার মানুষটাকে নিয়ে যত চিন্তাভাবনা থাকে এবং যত স্মৃতি থাকে, সেগুলো নিয়ে কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। আপনি স্মৃতির পাতা জুড়ে থাকা সেগুলোকে নিয়ে এই অনু কবিতা গুলো লিখেছেন দেখে ভালো লেগেছে। খুব দারুণ হয়েছে অনু কবিতা গুলোর প্রত্যেকটা লাইন।

 2 days ago (edited)

ভালোবাসা কেন্দ্রিক আনু কবিতাগুলো বেশ চমৎকার হয়েছে। এ ধরনের কবিতা গুলো আমার কাছে বেশ ভালো লাগে। ভালোবাসার অনুভূতিগুলো কবিতার মাধ্যমে দারুন ভাবে প্রকাশ করেছেন। দারুন দারুন অনু কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 2 days ago 

আপনার একগুচ্ছ অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। বেশ দারুণ লিখেছেন প্রত্যেকটি কবিতা হৃদয় ছুঁয়ে গেল। ধন্যবাদ ভাই দারুন কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago 

ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে আমাদের সবার মনের মধ্যে অনেক অনুভূতি কাজ করে। আর সেই অনুভূতিগুলো নিয়ে কবিতা লিখলে খুব সুন্দর হয়। আপনি আজকে অনেক সুন্দর অনুভূতি নিয়ে অনু কবিতা লিখেছেন। সবগুলো অনু কবিতার মধ্যে ফুটে উঠেছে আলাদা কিছু অনুভূতি। এক কথায় চমৎকার ছিল আপনার লেখা প্রতিটা অনু কবিতা।

 2 days ago 

ভালোবাসাকে কেন্দ্র করে দারুন কবিতা লিখেছেন। আপনার লেখা চারটি কবিতা আমার কাছে ভীষণ ভালো লাগলো। এ ধরনের ছোট ছোট অনু কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে। খুবই সুন্দরভাবে প্রতিটি লাইন লিখেছেন। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 2 days ago 

ভাইয়া আপনার লেখা বরাবরই অনু কবিতা গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।আসলে এইরকম ভালোবাসার মানুষকে কেন্দ্র করে দারুণ দারুণ কবিতা গুলো পড়তে সত্যি অসাধারণ লাগে ভাই। আপনার লেখা ২ নাম্বার অনু কবিতা টি দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 days ago 

আপনি দেখছি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। তবে আপনার ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতাগুলো লিখা পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। এবং প্রিয় মানুষকে কল্পনা করে বা সুন্দর অনুভূতি দিয়ে অনু কবিতা লিখলে পড়তে হবে চমৎকার লাগে। ধন্যবাদ ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।