"আমার বাংলা ব্লগ"// কবিতা // স্বপ্নের ঘরে 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা একটি কবিতা নিয়ে হাজির হলাম মআর প্রিয় মানুষকে কেন্দ্র করে মনের ঘরে এই কবিতাটি লিখেছি। আসলে মনের মাঝে সুন্দর একটি ঘর আমাদের তৈরি করার ইচ্ছা থাকে। সেই ঘরেতে শুধু ভালোবাসায় পরিপূর্ণতা পাবে। আর সেই ঘরেতে ভালোবাসার প্রিয় মানুষকে নিয়েই বসবাস করার ইচ্ছা জাগে। তাইতো মনের ঘরের অনুভূতি নিয়েই লেখা আমার আজকের এই কবিতাটি। ভালোবাসার প্রিয় মানুষের প্রতি মনের আবেগ এবং অনুভূতি থেকেই লিখেছি এই কবিতা।
মনের মাঝে তোমার জন্য,
স্বপ্নের ঘর তৈরি করেছি,
ভালবাসায় ভরিয়ে দিও,
মনের এই ঘরটি তুমি।
তোমায় নিয়ে থাকবো আমি,
সেই ঘরেতে।
ভালোবাসায় ভরে উঠবে,
মনের এই ঘরটি জুড়ে।
তাইতো তোমায় নিয়ে মনের ঘরে,
থাকবো আমি মহা সুখে।
ভালোবাসার আদরে তুমি,
আলোকিত হবে তোমার ভালোবাসা পেয়ে।
তুমি আমার জীবন সাথী,
থাকবে জীবন মাঝে।
তোমায় নিয়ে ঘর সাজিয়েছি,
ভালোবাসা দিয়ে।
তাইতো আমার মনের মাঝে,
সুন্দর এই ঘরটি তৈরি করেছি।
তোমার ভালোবাসায় ভরে উঠবে,
ঘরের প্রতিটি কোণে।
তুমি আমার ভালোবাসার মানুষ,
থাকো ভালোবাসার ঘরে।
তাইতো তোমার জন্য ঘর সাজিয়েছি,
আমার স্বপ্নের ঘরে।
মনের ঘরে প্রিয় মানুষটাকে খুব যত্ন করে রাখবেন সেই রকমই কবিতা লিখেছেন। সবার একজন প্রিয় মানুষ থাকেই। আর সবাই তার প্রিয় মানুষটাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখে। আপনার লেখা কবিতাটি পড়ে আজকে ভীষণ ভালো লাগলো। এরকম সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
ভালোবাসার প্রিয় মানুষটাকে নিয়ে সবার মনেই অনেক সুন্দর অনুভূতি থাকে। আর এরকম সুন্দর অনুভূতি গুলো নিয়ে কবিতা লিখলে পড়তে খুব ভালো লাগে। আপনার আজকের লেখা কবিতাটা পড়ে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনার লেখা কবিতা সব সময় অনেক বেশি সুন্দর হয়।
কবিতা আপনি প্রতিনিয়ত লিখে যাচ্ছেন। ভালো লাগে আপনার লেখা কবিতা গুলো পড়তে। বিশেষ করে আপনি প্রিয় মানুষকে কেন্দ্র করে খুব সুন্দরভাবে কবিতা লিখেন। স্বপ্নের ঘরে কবিতাটি অসাধারণ হয়েছে। খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
https://x.com/rayhan111s/status/1901208353159917587?t=SaMxw3rAQMhYZh23bQSqzA&s=19
প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। বেশ ভালো লাগলো আপনার লেখা কবিতার লাইনগুলো পড়ে। খুব চমৎকার লিখেছেন আপনি। রোমান্টিক এই কবিতা গুলো পড়তে ভালোই লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
কবিতাটিতে ভালোবাসার আবেগ অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। কবি মনের মধ্যে একটি স্বপ্নের ঘর তৈরি করেছেন, যেখানে প্রিয়জনকে নিয়ে সুখে থাকার ইচ্ছা প্রকাশ পেয়েছে। এই ধারণাটি খুবই মর্মস্পর্শী এবং পাঠককে আবেগের সাথে সংযুক্ত করে।ভাষার এই সরলতা কবিতাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
একটি ফাঁকা ঘরে একা শুয়ে আপনার এত সুন্দর একটি কবিতা পড়ার মধ্য দিয়ে নিজের ভালোবাসার মানুষকে আরও বেশি মিস করছি। অনেক সুন্দর লাগলো আপনার এই কবিতাটি পুরো মন ছুয়ে গেল। এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।স্বপ্নের ঘরে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে প্রত্যেক মানুষের মনে মনের ঘর থাকে। আর ওই ঘরে প্রিয় মানুষকে নিয়ে হাজার কল্পনাও থাকে। তবে সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের কবিতা গুলো বারবার পড়তে মন চাই।