DIY-এসো নিজে করি- ত্রিমাত্রিক চিত্রাঙ্কন
শুভ রজনী
"আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম-আসসালামু আলাকুম। আশা করে সবাই মহান আল্লাহর তা'য়ালার রহমতে ইনশাল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি "ত্রিমাত্রিক" চিত্রাঙ্কন করবো। আজকে এই ত্রিমাত্রিক চিত্রাঙ্কনের শেষ ধাপ। আগামীকাল ইনশাল্লাহ একটি চমক আসবে। যাই হোক, চলুন শুরু করা যাক।
ত্রিমাত্রিক চিত্রাঙ্কন
উপকরণ
. সাদা পেজ ১ টি
. পেন্সিল
. পেন্সিল কাটার
. রাবার এবং
. স্কেল।
ধাপ-১
প্রথমেই যে চিত্রটি আঁকবো সেই চিত্রটির শেপ কিছু টা এঁকে নিতে হবে।
ধাপ-২
এবার পুরো চিত্রটিকে ত্রিমাত্রিক এঙ্গেল করে এঁকে নিতে হবে
ধাপ-৩
এবার চিত্রটির পাশে চিত্রের পুরুত্বের দাগ দিয়ে নিতে হবে,মানে চিত্রটি বাস্তবে কতটা মোটা(পুরু) হবে।
#ধাপ-৪
এবার চিত্রটির পাশে কোনো কোন জায়গায় স্যাডো(ছায়া) পড়লে বাস্তব মনে হবে সেইসব জায়গা নির্বাচন করে নিতে হবে এবং আমি কিছুটা জায়গা একেই নিলাম।
ধাপ-৫
এবার চিত্রটির বাকী অংশ আর্ট করে নিতে হবে এবং পেন্সিলের মাধ্যমে স্যাডো দিয়ে দিতে হবে। স্যাড খুবই সাবধানে ভেবে ভেবে দিতে হবে, তাছাড়া চিত্রটির ত্রিমাত্রিক ভাব আসবে না।
ধাপ-৬
সবশেষে চিত্রটির বাকী অংশ আর্ট করে নিয়ে স্যাডো দিয়ে দিতে হবে এবং স্যাডোর জায়গাগুলোতে আঙ্গুল দিয়ে ঘসে ঘসে স্মুথ করে দিতে হবে। এইভাবেই হয়ে গেলো একটি ত্রামত্রিক চিত্র।
আমি আমার দিক থেকে যথাসম্ভব চেষ্টা করেছি, ত্রিমাত্রিক চিত্রগুলো কেমন লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন একটি ত্রিমাত্রিক বা থ্রিডি ইমেজ এর দৃশ্য। আপনার অভিজ্ঞতা দেখে আমার খুব ভালো লাগছে। এত সুন্দর করে প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন তা সত্যিই প্রশংসনীয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারো জানাই।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার ত্রিমাত্রিক থ্রিডি অংকন অসম্ভব সুন্দর হয়েছে। আমি আগে কখনো এই ধরনের চিত্র অংকন করিনি।এই বিষয়ের উপর অনেক ধারণা আছে। আপনার জন্য শুভকামনা রইল ভাই।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
ভাই আপনি খুবই সুন্দর থ্রিডি আর্ট করতে পারেন । আপনার গত পোস্ট গুলোও দেখেছি আমি। খুব দক্ষ ভাবে আঁকতে পারেন আপনি ভাই। এভাবেই আরও সুন্দর সুন্দর থ্রিডি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করবেন আগামি তে এই আশাই রইল। শুভেচ্ছা অবিরাম ভাই।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য।
আপনার থ্রিডি আর্টটি দারুন সুন্দর হয়েছে।প্রতিটি ধাপের বর্ণনা ছিল অসাধারণ।আমার কাছে আপনার আর্ট টি খুবই ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ভাইয়া আজকের তুলনায় আমার কাছে আগের গুলো আরো বেশি ভালো মনে হয়েছিলো। সবসময় যে একরকম হবে তেমনতো কথা নেই। তবে আজকের টির ভালোই হয়েছে। আশা করি সামনের দিনের সকল কাজ আপনি খুব সুন্দর ভাবে করবেন এবং আমাদের সামনে উপস্থাপন করবেন।
আসলে আপু আমি এই তিন দিনে তিনটা শব্দ লিখলাম এই তিন শব্দে একজনের নাম হয় , তার নামেই আগামীকাল পোষ্ট হবে তাই আসলে এক টানা তিনটা করলাম। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
অসম্ভব সুন্দর হয়েছে আপনার এই অক্ষর আর।
শুভকামনা রইলো।
আপনার থ্রিডি খুব ভালো হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন। এভাবে চেষ্ট করে যান সামনে আরো ভালো কিছু আর্ট দেখতে পারব ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।
বাহ আপনর থ্রিডি অঙ্কন গুলো দেখে তো আমি সত্যিই অনেক বেশি উচ্ছাসিত।অনেক সুন্দর করে আকেন আপনি।এর আগেও আপনর থ্রিডি আর্ট দেখেছি সেগুলোও খুবই সুন্দর হয়েছিল।এভাবেই চালিয়ে জান।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া অসম্ভব সুন্দর হয়েছে আপনার আঁকা ত্রিমাত্রিক চিত্রাংকন। এভাবেই সুন্দর সুন্দর কাজগুলো নিয়ে সামনে এগিয়ে যান। অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।