Utility কেনো প্রয়োজন?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

বর্তমানে PUSS কয়েনের ইউটিলিটি যেনো দিন দিন বাড়তেই রয়েছে। অর্থাৎ এটা অত্যন্ত দরকারি এটা যেমন আমরা সকলেই জানি। ঠিক একইভাবে একটি ক্রিপ্টোকারেন্সি জগতে ইউটিলিটির কি পরিমান প্রয়োজনীয়তা সেটাও আমরা অনেকে জানি, আবার অনেকেই জানিনা। খুব সহজ ভাষায় বলতে গেলে আসলে আমি যেটা বলতে চাই। সেটা হলো ক্রিপ্টোজগতে আমার নিজের বিশ্লেষণ থেকে যদি আমি কিছু বলি। তাহলে আমি যেটা দেখেছি। সেটা হলো, যতো বেশি আসলে কোনো ক্রিপ্টো ইউলিটি থাকে, সেই ক্রিপ্টোর ততো বেশি স্থায়িত্বকাল। কারণ এই জায়গাটায় এমন অন্যের জায়গার দিকে না তাকিয়ে আমি নিজে কতো বেশি স্বাবলম্বী হতে পারছি, আমার নিজের স্থায়িত্বকাল কতো বেশি হচ্ছে সেটার দিকে নজর দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তো আমার কাছে মনে হয় যে আমাদের কয়েন অর্থাৎ PUSS কয়েন এই ইউটিলি বর্তমানে অনেক বেশি। যেমন আমি যদি কয়েকটা উদাহরণ দেই। তাহলে puss2bux, steem-id,abb-curation। যেমন এবিবি কিউরেশন নিয়ে যদি বলি। তাহলে কিন্তু এটা PUSS বেস্ট একটি ইউটিলিটি বলা যায়। কারণ আপনি এখানে PUSS স্টেক করার মাধ্যমে কিংবা স্টিম ডেলিগেট করার মাধ্যমে একটা ভালো পরিমাণের ভোট পাবেন। যেটা অনেক বেশি দারুণ। কারণ এভাবে করে স্টেক করার মাধ্যমে এত বেশি পরিমাণে ভোট কিন্তু খুব একটা কোথাও পাওয়া যায় না। তার উপরে এটা আপনারা উইথড্র ও করতে পারবেন একটা টাইম লিমিটেশন এর মধ্যে, যেটা অনেক বেশি দারুণ।

সেই সাথে আপনারা puss এর একটি ইউটিলিটি হিসেবে স্টিম আইডিকে দেখতে পারেন। অর্থাৎ এটা PUSS ইউটিলিটি। এতে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের নিজেদের steam id খুলতে পারবেন। যেটা অনেক বেশি সহজ। কারণ আগে এই স্টিম আইডি খোলা অনেক বেশি কঠিন ছিলো। তো সব রকম ভাবেই বলতে গেলে আমাদের ইউটিলিটি গুলো এখন দারুন ভাবে সকলের সামনে আমরা উপস্থাপন করতে পারছি।

ABB.gif