যেখানে ভূতের ভয় সেখানে রাত হয়

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে যেখানে ভূতের ভয় সেখানে রাত হয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-4800810_1280.jpg



লিংক


মানুষ হিসেবে আমরা একটা জিনিস সবসময় খেয়াল করে দেখেছি যে যেখানেই আমাদের বিপদ হবে সেখানেই আমরা কেমন যেন চলে যাই। অর্থাৎ যেখানে ভূতের ভয় সেখানে রাত হয়। আসলে মানুষ যদি বিপদে পড়ার ভয়ে কোন কাজ না করে তাহলে সেই মানুষগুলো জীবনে কোনদিনও সামনে এগিয়ে যেতে পারবে না। আসলে কিছু কিছু মানুষ আছে যারা প্রথম কর্মজীবনে এসে সবকিছু সঠিকভাবে করার চেষ্টা করতে চায়। কিন্তু একটা জিনিস তাদের আমরা কখনো বোঝাতে পারিনা যে সব মানুষ কিন্তু সকল কাজ কখনো একবারে বুঝতে পারেনা। আর এক এক জন মানুষের কোন কাজের প্রতি দক্ষতা অর্জন করতে হলে তাদেরকে অনেকটা সময় লেগে যেতে পারে। তাই বলে যে আমরা আর কখনো সামনের দিকে এগোবো না এমন তো কোন কথা নেই।


কেননা আমরা একটা জিনিসের সাথে পরিচিত হয়ে গেছি যে যেখানে যত বেশি কঠিন কাজ সেখানেই কিন্তু হেরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আসলে কঠিন কাজ সবার দ্বারা সঠিকভাবে সম্পন্ন হয় না। আর যদি সবার দ্বারা সব কাজ খুব দ্রুত সম্পন্ন হতো তাহলে মানুষ আর কখনো মানুষ থাকত না। মানুষে মানুষে পার্থক্য এই পৃথিবী থেকে উঠে যেত। এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ভয় যেখানে আছে সেখানে আমাদের যেতে হবে এবং সেই ভয়কে জয় করার দায়িত্ব কিন্তু আমাদের। আর আমরা যদি ভয়ের জন্য কোন কাজ না করি এবং সব সময় চুপচাপ করে ঘরের ভিতরে অলস জীবন যাপন করিস তাহলে আমরা কখনো জীবনে বড় হতে পারব না এবং এই সমাজের মাঝে নিজেদেরকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে কখনোই পারবোনা।


এজন্য আমাদের এইসব জিনিস সম্পর্কে অবশ্যই অবগত থাকতে হবে। আসলে আপনি যদি সহজ পথ দিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে জীবনটা আপনার কাছে অনেক বেশি কঠিন মনে হবে। কেননা শর্টকাট রাস্তা দিয়ে এগিয়ে গেলে জীবনে তেমন একটা বেশি সফলতা কখনোই অর্জন করা যায় না। এজন্য আমাদের মনটাকে এমনভাবে দৃঢ় করতে হবে যে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক ধরনের বিপদ আপদ আসতে পারে। কিন্তু এই বিপদ-আপদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার মতো মনোবল বাড়াতে হবে এবং মনোবল বাড়িয়ে সব সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর সমাজে যারা দুর্বল মানুষ তাদেরকেও সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং তাদের ভয় একবার চলে গেলে তারাও সামনে এগিয়ে যেতে প্রস্তুত থাকবে।


এজন্য আমাদের সবাইকে কঠোর পরিশ্রমী হতে হবে এবং এই জিনিসটা মনে করতে হবে যে যেখানে ভূতের ভয় হয় সেখানেই কিন্তু রাত হয়। আর এজন্য আমরা সব সময় আমাদের মনবলকে দৃঢ় করে সব সময় কাজে মনোযোগী হব এবং কখনো অসৎ কোন ধরনের কোন কাজ কখনোই করা যাবে না। কেননা আমরা যদি অসৎ কাজের মাধ্যমে জীবনে বড় হওয়ার চেষ্টা করি তাহলে আমরা কিন্তু বেশিদিন এই পৃথিবীতে বড় হয়ে থাকতে পারবো না। কেননা এই পৃথিবীতে মানুষ নিজেদেরকে যতটা বড় বলে মনে করে ততটা বড় কিন্তু তাদের কাজকর্মে আমরা কখনো প্রকাশ পাই না। আর যারা বেশি কঠোর পরিশ্রম করে তারা কিন্তু সবসময় কম কথা বলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। এজন্য জীবনের কঠিন পথ গুলোর কথা চিন্তাভাবনা করে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 yesterday 

আমরা বলি যেখানেই বাঘের ভয় সেখানেই রাত্রি হয়।আসলে ভুত বাঘ দু'টো ভয়ংকরী। ভুল আছে কিনা জানা নেই তবে প্রচলিত আছে ভুতের কথা।সফলতা কঠিন কাজ ছারা আসে না।সফল হতে হলে কঠিন বাঘ ও ভুত যুক্ত পথ পাড় করতে হয় এটাই সফলতার ধাপ।কঠিন পরিশ্রম ছারা সফলতা সম্ভব নয় এবং বাঁধা বিঘ্ন ছারাও সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।