অতিরিক্ত বিশ্বাস।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অতিরিক্ত বিশ্বাস সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীটা সম্পূর্ণ বিশ্বাসের উপর টিকে আছে। অর্থাৎ আমরা যদি মানুষ হিসেবে অন্য মানুষকে কখনো বিশ্বাস না করতাম তাহলে কিন্তু আমরা কখনো এক জায়গায় একত্রে বসবাস করতে পারতাম না এবং একে অন্যের সাহায্যে কখনো এগিয়ে আসতাম না। আসলে মানুষের প্রতি বিশ্বাস রয়েছে বলে কিন্তু আমরা এত সুন্দর একটা পৃথিবীতে বসবাস করতে পারছি এবং এই পৃথিবীর সবকিছু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। কিন্তু একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি অবশ্যই মানুষকে বিশ্বাস করবেন কিন্তু সেই বিশ্বাসটা কখনো অতিরিক্ত করবেন না। কেননা আপনি যদি কোন খারাপ মানুষের প্রতি অতিরিক্ত বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনি তো জীবনে কখনো সুখী হতে পারবেন না।
আসলে আমরা আমাদের পরিবারের প্রত্যেকটা লোককে কিন্তু খুব বিশ্বাস করি। আসলে আমাদের পরিবারের লোকের প্রতি আমাদের বিশ্বাস জাগাত প্রধান কারণ হলো আমরা তাদেরকে খুব ভালো করে চিনি এবং কে কোন ধরনের মানুষ সেটা কিন্তু আমরা খুব ছোটবেলা থেকে দেখে আসছি। আসলে মানুষ হিসেবে যদি আমরা একটা বাইরের মানুষকে প্রথমে তাকে না বুঝে বিশ্বাস করে ফেলি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এটি ভুল হয়। কেননা আমরা সেই বাইরের মানুষটিকে কখনো ভালোভাবে চিনি না এবং তার মন মানসিকতা কেমন সেটা কিন্তু আমরা কখনো পর্যবেক্ষণ করে দেখিনি। অর্থাৎ সেই মানুষগুলো কিন্তু ভালো হতে পারে আবার খারাপও হতে পারে। কিন্তু একটা মানুষকে না জেনে শুনে তাকে বিশ্বাস করা মোটেও উচিত হবে না।
আর এই জন্য আমরা একটা মানুষকে যখন বিশ্বাস করতে যাব তখন তাকে প্রথমে আমরা বিভিন্ন দিক থেকে চিনে নেওয়ার চেষ্টা করব। প্রথমত আমরা যদি সেই মানুষটির সাথে বিভিন্ন ধরনের সম্পর্কের জড়িয়ে পড়ি এবং আস্তে আস্তে সেই মানুষটিকে চেনার চেষ্টা করি তাহলে কিন্তু সেই মানুষটির আসল পরিচয় আমরা জানতে পারবো। অর্থাৎ একটা মানুষকে যখন আপনি প্রথম দেখবেন তখন কিন্তু তার সম্পর্কে আপনার তেমন কোন ধারণা মোটেও জন্ম নেবে না। আর আপনি সেই মানুষটির সঙ্গে যদি বহু সময় কাটিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সেই মানুষটিকে সম্পূর্ণরূপে চিনতে পারবেন এবং তাকে বিশ্বাস করবেন, কি করবেন না সেটি কিন্তু আপনি সম্পূর্ণরূপে বুঝতে পারবেন। আসলে এই ধরনের জ্ঞান কিন্তু সবার মধ্যে থাকা উচিত।
কেননা এখনকার পৃথিবীতে প্রায় ১০০ ভাগ লোকের মধ্যে ৯০ ভাগ লোক কিন্তু খারাপ। অর্থাৎ আপনি যদি ভুল করে কোন খারাপ মানুষের প্রতি অতিরিক্ত বিশ্বাস জন্ম নিয়ে তার সাথে সময় কাটান তাহলে কিন্তু এতে আপনার জীবনের ক্ষতি অবশ্যই হতে পারে। এজন্য আমরা একটা মানুষকে যখন সম্পূর্ণরূপে চিনতে পারব তখন কিন্তু তার প্রতি আমরা বিশ্বাস রাখতে পারব। কিন্তু একটা জিনিস আপনাকে সব সময় চোখ কান খুলে বুঝতে হবে যে আপনি কারো প্রতি কখনো অন্ধ বিশ্বাস হবেন না। অর্থাৎ সেই মানুষটিকে স্যার আপনি কখনো চলতে পারবেন না এটি কখনো আপনি ভাববেন না। কেননা এই অন্ধবিশ্বাস একটা মানুষকে একদম শেষ করে দিতে পারে। তাইতো অতিরিক্ত বিশ্বাস করা এক ক্ষেত্রে ভালো কিন্তু বাকি ক্ষেত্রে সব সময় খারাপ।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Hello @raintears!
This is a thought-provoking post about the importance of trust and the dangers of excessive belief. I found your advice on getting to know someone before trusting them to be particularly insightful. The image you chose effectively illustrates the theme of trust.
Your message is clear and relatable, especially for the "আমার বাংলা ব্লগ" community. The balance you strike between the necessity of trust in society and the need for discernment is well-articulated.
I encourage everyone to share their thoughts on trust and how they navigate building relationships. What are your personal experiences with trust, both positive and negative?