মানুষ কেন এত হিংস্র হচ্ছে
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষ কেন এত হিংস্র হচ্ছে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে বর্তমান সময়ে আমরা একটা জিনিস সবসময় খেয়াল করে দেখছি যে মানুষের মধ্যে সেই আগেরকার মতো আর ভালবাসা নেই। কেননা মানুষ এখনো অনেকটা স্বার্থপর ধরনের হয়ে যাচ্ছে এবং মানুষের সঙ্গে মানুষের হিংস্রতার সম্পর্ক সৃষ্টি হচ্ছে। আসলে মানুষের সাথে যদি মানুষের এই ধরনের হিংস্র মনোভাব নিয়ে চলার চেষ্টা করে তাহলে কিন্তু কেউ আমরা কখনো উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো না। কেননা আমাদের উন্নতির দিকে এগিয়ে যেতে হলে আমাদের শুধুমাত্র একাদের পক্ষে কোন কিছু সম্ভব নয়। আসলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সমাজে যদি একজন জীবনে উন্নতি লাভ করে তাহলে সেই সমাজ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আর সমাজের সবাই যদি একসঙ্গে চেষ্টা করে তাহলে হয়তোবা সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে।
আসলে এই ধরনের আচরণ গুলো মানুষের মধ্যে এখন কোথা থেকে এলো সেটা কিন্তু আমরা সঠিকভাবে বুঝতে পারছি না। মাঝে মাঝে মনে হয় যে মানুষের মধ্যে লোভের কারণের জন্য মানুষ এতটা অসভ্য হয়ে যাচ্ছে এবং মানুষ মানুষকে আর কখনো কোন ধরনের সাহায্য করছে না। কিন্তু এই ধরনের আচরণ আগেরকার মানুষদের মধ্যে কখনোই ছিল না। কেননা তারা সব সময় মনে করতে যে সমাজের প্রতিটা লোক মিলে তার একটা পরিবার এবং এই পরিবারের যদি কোন ধরনের অসুবিধা হয় তাহলে সবাই মিলে তাদের সেই সমস্যার সমাধান করত। কিন্তু সমাজের সেই লোকগুলো সব সময় চেষ্টা করত যাতে করে সমাজের সবাই সামনের দিকে এগিয়ে যায়। এছাড়াও আগেরকার লোকেদের মধ্যে তেমন কোন হিংসা ছিল না। বরং তারা একে অপরকে সবথেকে বেশি ভালোবাসতো।
আর এখন একজন মানুষ যদি জীবনে বড় হতে চায় তাহলে অন্য আরেকজন মানুষ তাদেরকে সব সময় নিচের দিকে টেনে রাখে। কেননা তারাও নিজেরা যেহেতু জীবনে উন্নতি লাভ করতে চায়না এবং অন্যরা যাতে করে জীবনে উন্নতি লাভ করতে চায় তাই তারা সেটি হতে দেয় না। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু আমাদের সমাজ সব সময় নিচের দিকে পড়ে থাকে এবং অন্যান্য সমাজ আমাদের থেকে অনেকে এগিয়ে থাকে। এছাড়াও কিছু কিছু কুসংস্কারের কারণে কিন্তু মানুষ এখনো উন্নত জীবনের চিন্তাধারা থেকে অনেকটা পিছিয়ে থাকে। কিন্তু এই বর্তমান যুগে অর্থাৎ আধুনিক যুগে মানুষের এই ধরনের কুসংস্কারের মত নিচু চিন্তা ধারণা ভাবা যায় না। আসলে এভাবে যদি আমরা একটা বিষয়ে লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং মানুষকে ভালবাসতে পারি তাহলে এই হিংস্রতা আমাদের মধ্যে থেকে দূর হয়ে যাবে।
আর আমরা আমাদের এই হিংস্র মনোভাব থেকে বের হয়ে এসে যদি একটা সুন্দর সমাজ গঠন করতে পারি যেখানে সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করবো তাহলে কিন্তু আমরা সবাই অনেক বেশি সুখে শান্তিতে বসবাস করতে পারবো। আসলে একটা সুন্দর সমাজ গ্রহণ করতে হলে ভালো মনের অধিকারী মানুষ হওয়া দরকার। যেগুলো কিন্তু এখন বর্তমান সময়ে মানুষের মধ্য থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এভাবে চলতে থাকি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দেখে তারাও কিন্তু তাদের মনের হিংস্র চরিত্রকে ফুটিয়ে তুলবে এবং এভাবে একসময় সমাজ ধ্বংস হয়ে যাবে এবং আস্তে আস্তে করে দেশও কিন্তু ধ্বংস হয়ে যাবে। আসলে এইসব বিষয়ে মাথায় রেখে আমাদের সব সময় কাজ করতে হবে এবং মানুষকে ভালবাসতে হবে। কেননা মানুষকে ভালোবাসার মতো এমন মহৎ গুণ সবার মধ্যে থাকে না।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
আপনার কথা গুলোর সাথে আমার কথার মিল খুজে পাই। আমিও আপনার মতো ভাবি এসব।সত্যি মানুষের ভীতরে আর মনুষ্যত্ব নেই।মানুষ আজকাল হিংস্র হয়ে গেছে যা আগেকার দিনের মানুষের মাঝে ছিলো না।ধন্যবাদ আপনাকে সুন্দর বাস্তব কথা গুলো আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
এখনকার কিছু কিছু মানুষ সত্যিই হিংস্র হয়ে যাচ্ছে। তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য মানুষ পর্যন্ত খুন করতে পারে। এককথায় বলতে গেলে আমাদের চারিদিকে মানুষরূপী অমানুষ গুলো ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মানুষ হিসেবে সবার উচিত মানুষকে ভালোবাসা। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।