$PUSS ও স্বপ্ন

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

PUSS_-2.png

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

এই একটি টপিক নিয়ে আমার আইডিতে আপনি আরো পোস্ট দেখে থাকতে পারেন। কারণ এই $PUSS কয়েন আমার বাংলা ব্লগের। তাই একজন আমার বাংলা ব্লগের সদস্য হয়ে আমি মনে করি এই $PUSS কয়েনকে এগিয়ে নিয়ে যাওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আর এই $PUSS কে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে যে কাজটি আমাদের সকলকে করতে হবে কিংবা যেই কাজটি আমরা অন্তত করতে পারি। সেটা হলো, এই কয়েন এর প্রোমোশন। যেটা আমরা অনেকটাই করছি না।

করছি না বলাতে কেউ মাইন্ড করবেন না কিন্তু। কিংবা কেউ কিছু মনে করবেন না। কিন্তু এটাই সত্যি কথা। কারণ আপনি অন্যান্য কয়েন এর দিকে যদি দেখেন। তাহলে দেখবেন যে তাদের প্রতিটি সদস্য অসম্ভব ভাবে ওই কয়েন এর প্রচারণা করছে এবং এতো প্রমোশন করছে যেটা আসলে একেবারে চোখে লাগার মতোন।অর্থাৎ আপনি যেদিকেই যান যে কেনো,যে সোশ্যাল মিডিয়াতেই ঢুকুন না কেনো। সেই কয়েন এর প্রমোশন নজরে আসবে আপনার।

কিন্তু যেহেতু এই কয়েন নিয়ে আমরা এতো বেশি চিন্তা করছি না। আর আমরা প্রমোশন ও করছি না। সেখানেই আসলে আমাদের ব্যর্থতা। সেখানেই আসলে আমাদের স্বপ্নের শেষ। কিন্তু এই $PUSS coin কে ঘিরে আমাদের অনেক স্বপ্ন রয়েছে এবং এটা আমি বিশ্বাস করি। তাই এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের উঠে পরে লাগতে হবে এবং এই স্বপ্নগুলোকে একটা একটা করে সত্যি করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আর সেই কাজটি হলো, এই কয়েন সম্পর্কে আমাদের প্রচারণা করতে হবে। সকলকে জানাতে হবে, সকলের সামনে আমাদের এই কয়েন কে তুলে ধরতে হবে।

এই কয়েন ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু আমি মনে করি আরো বেশি জনপ্রিয়তা এই কয়েন ডিসার্ভ করে। কারণ এই কয়েন এর পিছনে রয়েছে আমার বাংলা ব্লগ এর মতোন একটি স্ট্রং এবং স্বাধীন কমিউনিটি। যে কমিউনিটি অন্য কারো সাপোর্টে চলে না। যেই কমিউনিটি তার নিজের সাপোর্টে চলে। তাই আমি মনে করি এই কমিউনিটির জন্য এই প্ল্যাটফর্মের জন্য এবং সর্বোপরি এই কয়েন এর জন্য আমাদের অনেক অনেক কাজ করতে হবে। কারণ ওই যে বললাম, আমাদের স্বপ্নকে আমাদের বাস্তবে রূপ দিতে হবে এবং তার জন্য আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তা না হলে, সফলতা আসবেনা। আমার এটাই আশা যে,এই $PUSS কয়েন একদিন অনেক অনেক উন্নতির শিখরে পৌঁছাবে। শুধু তাই নয় এই কয়েনের ভবিষ্যৎ ও অনেক উজ্জ্বল এবং আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের কাজের মাধ্যমে।

ABB.gif

Sort:  
 2 months ago 

আমরা সকলে আমাদের প্রিয় $puss কয়েন নিয়ে অনেক বেশি আশাবাদী। আশা করব ভবিষ্যতে ভালো একটি পর্যায়ে অবস্থান করবে এই কয়েন। আমার বাংলা ব্লগ কমিউনিটির একমাত্র কয়েন এটা। তাই স্ট্রং হবে আমাদের দাদা এবং কমিউনিটির সকল সদস্যরা এর পেছনে রয়েছেন। আমিও আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও শুভ কামনা করি প্রিয় কয়েন এর জন্য।

 2 months ago 

$PUSS কয়েন নিয়ে আপনার লেখাগুলো পড়ে সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক বেশি অনুপ্রেরণা পেয়েছি আমি। আসলে আমাদের সকলেরই একটাই কামনা $PUSS কয়েন একদিন অনেক বেশি উচ্চতর শিখরে আরোহন করবে। কারণ বর্তমান সময়ে $PUSS কয়েন যে অবস্থানে আছে সেখান থেকে নিশ্চিত ভাবে বলা যায় যে এই কয়েনের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল।