দেশের আইন কানুনের পরিকাঠামো।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দেশের আইন কানুন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে প্রত্যেকটা দেশ তাদের নিজেদের আইন-কানুন নিয়ে পরিচালনা করার চেষ্টা করে। আইন কানুন ভালো না থাকে তাহলে সেই দেশ কখনো সঠিকভাবে পরিচালিত হতে পারে না অর্থাৎ সেই দেশ কখনো উন্নতির দিকে এগিয়ে যেতে পারে না। কেননা প্রত্যেকটা ক্ষেত্রে দেশের আইন কানুনের অবশ্যই প্রয়োজন রয়েছে। আমরা একটা জিনিস সব সময় দেখতে পাই যে দেশগুলোর আইন-কানুনের পরিকাঠামো ভেঙে পড়ে সেই দেশগুলো সব সময় অন্যান্য দেশ অপেক্ষা পিছিয়ে থাকে এবং সেই দেশের মধ্যে বিভিন্ন ধরনের অরাজকতার সৃষ্টি হয়। একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে দেশের আইন কানুন রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। অর্থাৎ যারা আইন কানুন ভঙ্গ করে তাদেরকে আইনের উপকারী দিক সম্পর্কে বোঝাতে হবে।
কেননা আমাদের এই দেশের মধ্যে বিভিন্ন শ্রেণীর লোক বসবাস করে। এসব মানুষদের মধ্যে একদিকে যেমন ভালো মানুষ হয়েছে তেমনি অন্যদিকে বিভিন্ন ধরনের খারাপ মানুষ রয়েছে। আসলে আমরা যদি এই খারাপ মানুষদেরকে আইনের আওতায় নিয়ে আসতে না পারি তাহলে কিন্তু আমাদের দেশটা কখনো আমরা চেষ্টা করেও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। অর্থাৎ এই আইন কানুন রয়েছে বলেই কিন্তু আমাদের দেশটা সুন্দরভাবে পরিচালিত হয়। আসলে মানুষ প্রাচীনকাল থেকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল এবং এই সমস্যার সমাধানের জন্য তারা বিভিন্ন ধরনের আইন কানুনের সৃষ্টি করেছিল। অর্থাৎ আপনি মনে করলেন যে দেশের আইন-কানুন মোটেও গ্রহণযোগ্য নয় তাহলে এটি আপনার ভুল ধারণা।
অর্থাৎ মানুষ কিন্তু সবগুলো নিজেদের জীবনে উপলব্ধি করে এক একটা নতুন জিনিসের প্রচলন করেছে। আর আমরা দেশের আইন কোনগুলো সব সময় সঠিকভাবে পালন করার চেষ্টা করব এবং আমাদের দ্বারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদেরকে আমরা আইন কানুনের সঠিক দিক সম্পর্কে বোঝাতে চেষ্টা করব। আসলে দেশের আইন কানুন যদি কঠোর থাকে তাহলে কিন্তু দেশে অরাজকতার সৃষ্টি কম হয়। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে দেশের আইন কানুনের পরিকাঠামো যদি নড়বড়ে হয়ে যায় তাহলে সেই দেশটা সব সময় বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকে এবং তারা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আর এজন্য আমাদের দেশের আইন কানুন সম্মান করা অবশ্যই প্রয়োজন।
আর আমরা এভাবে যদি দেশের আইন কানুন সঠিকভাবে পালন করতে পারি এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমরা অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারব এবং নিজেদের দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। আসলে এই জ্ঞানটা শুধুমাত্র অল্প কয়েকজন ব্যক্তিদের মধ্যে থাকলে কখনোই দেশ সামনের দিকে এগিয়ে যাবে না। বরং দেশের সবাইকেই আইন কানুন সঠিকভাবে পালন করে সব সময় উন্নতি করার জন্য চেষ্টা করতে হবে। আর এভাবে যদি আমরা সবাই মিলে চলাচল করতে পারি তাহলে আমরা অন্যান্য দেশ থেকে সবসময় এগিয়ে থাকব এবং নিজেদের দেশকে একটা ভালো জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো। আর তখন আমরা দেশকে নিয়ে সবাই গর্বিত হতে পারব।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
This article is well-written and helps everyone understand the law in a more accessible way, which is very meaningful.