রঙ মিস্ত্রির জীবন অনেকটা বেশি ঝুঁকিপূর্ণ||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।

IMG20240116161503.jpg

আজকে আপনাদের মাঝে যেই বিষয়টি নিয়ে লিখতে চলেছি এতক্ষণে নিশ্চয়ই বিষয়টি সম্পর্কে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন বন্ধুরা পোস্টের টাইটেল দেখে।আমাদের সমাজে বিভিন্ন পেশার মানুষের বসবাস রয়েছে।ছোট থেকেই আমাদের একটা কথা শিখানো হয়েছে যেকোনো পেশার মানুষকেই সম্মান করা উচিত।কারণ প্রতিটা পেশায় নিয়োজিত মানুষ সমাজের জন্য সর্বক্ষেত্রে উপকারী।আমরা একটি ঘরে বাস করি আর সেই ঘরটি তৈরি করে থাকেন একজন রাজমিস্ত্রি।যদি তিনি না থাকতেন তাহলে আমাদের নিজেদের ঘর নিজেদেরকেই তৈরি করতে হতো।পেশা যেটাই হোক সব পেশাকেই সমান মর্যাদা দেওয়া উচিত।

তো চলুন বন্ধুরা ,আমার আজকের লেখার মূল আলোচনায় যাওয়া যাক।আমাদের সমাজে যত শ্রেণীর পেশা রয়েছে আমার মতে,সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন রঙ মিস্ত্রি গণ।রাজমিস্ত্রিদের পেশাও অনেকটা ঝুঁকিপূর্ণ তবে তাদের কাজে একটু নিরাপত্তা রয়েছে যেটা আমার মনে হয়।কেননা অনেক বাঁশ বেঁধে তারা বহুতল বিশিষ্ট ভবনগুলোর কাজ করে থাকেন।কিন্তু যারা রঙ মিস্ত্রি তাদের ব্যাপারটা বেশি ঝুঁকিপূর্ণ ।আমি যেই ছবি শেয়ার করেছি যেটা দেখতেই পারছেন কতোটা ঝুঁকিপূর্ণ।অনেকটা জান হাতে নিয়ে তারা ভবনের রঙের কাজ করছেন। একটু কোনরকম হাত ফসকে গেলেই পড়ে যেতে পারেন তারা।আর পড়ে গেলেই মৃত্যু নিশ্চিত।ছবিটি আমার বাসার বেলকনি থেকে নিয়েছিলাম।


ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশনসুলতানপুর

❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-26 thJanuary,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 2 years ago 

আসলে আপু আমাদের সবারই জীবন অনিশ্চিত। তবে কিছু কিছু কাজের বেশি রিস্ক থাকে। সত্যি রঙ মিস্ত্রিদের একটু বেশিই থাকে। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু,ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

ঠিক বলেছেন আপু রং মিস্ত্রীদের কাজ ভীষণ ঝুকিপূর্ণ। বিশেষ করে যখন বহুতল ভবন গুলোতে কাজ করে তখন তাদের জীবন ভীষণ ঝুকিপূর্ণ থাকে। জীবিকার তাগিদে তারা এই ঝুকিপূর্ণ কাজ করে থাকেন। অনেকই এই ঝুকিপূর্ণ কাজ করতে গিয়ে পঙ্গু হয়ে যান কেউ বা জীবন হারান।ধন্যবাদ পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যা কোনরকম এদিক সেদিক হলেই মারাত্মক দুর্ঘটনা ঘটে।ধন্যবাদ আপনাকে আপু।