এমন এক জায়গায় শেষ করলেন কেন,বেশ আগ্রহ নিয়ে পড়ছিলাম।বন্ধু গুলো মনে হয় এমনি হয়,এত বছরের সম্পর্ক তাও এতটুকুও ভালোবাসা কমেনি,দেরি করে আসার জন্য বোকা দিবে তো দূরের কথা উল্টো বন্ধু কে দেখে মায়ায় ডুবে গিয়েছে। ভালো লিখেছেন। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ
অমন জায়গায় শেষ না করলে কি পরের পর্ব পড়তে আসবেন? একটু চালাক না হলে দুনিয়ায় টেকা মুশকিল।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।আশা করি পরের পর্ব খুব শীঘ্রই দিতে পারব।