RE: দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ১০ (ক্রিপ্টো কারেন্সী)
১.সাতাশি নাকামোটো।২০০৮ এ বিটকয়েনের শ্বেতপত্র প্রকাশ করা হয় আর সোর্স কোড উন্মুক্ত করা হয় ২০০৯ এ।শুরুতে বিটকয়েনের মূল্য ছিল $0.003 .
২.Ned Scott .স্টিমিট প্রতিষ্ঠিত হয় ২০১৬সালে।একদম শুরুতে স্টিমের এভারেজ দাম ছিল ০.১৮ ইউএসডি।
৩.স্টিমে ঘন্টায় ১২০০ ব্লক,বিটকয়েনে ৬টি,ট্রনে ১৮০০টি
৪.স্কেলেবিলিটি বা কর্মপরিধির স্বল্পতা।
৫.ইথারিয়ামের জন্মদাতা ভিটালিক বুটেরিয়ান।ইথেরিয়াম প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে।এর গড় দাম ছিল ০.৩১ইউএসডি।
৬.লাইটনিং নেটওয়ার্ক হল বিটকয়েনের দ্বিতীয় স্তরের পেমেন্ট ব্যবস্থা। যা দ্রুত লেনদেনে সহায়তা করে।
৭.আইসবার্গ ফিচারের কাজ হল বড় অর্ডার কে ছোট ছোট ভাগ করে কেনাবেচা করা যাতে বাজারে প্যানিক সৃষ্টি না হয়।
৮.জাস্টিন সান।ট্রনের প্রতিষ্ঠা হয় ২০১৭ সালে।প্রথমে ট্রনের অ্যাভারেজ দাম ছিল ০.০০২ইউএসডি
৯.বিটকয়েন মাইনিং এর রিওয়ার্ড অর্ধেক করে দেওয়াকে বিটকয়েন হালভিঙ বলে।প্রতি চার বছর পর পর হালভিঙ হয়।
১০.এস বিডি হল স্টিমের স্টেবল কয়েন।যা ডলারের সাথে স্টিমের দামের সামঞ্জস্য বজায় রাখে।ভিটালিক বুটেরিয়ান।ইথেরিয়াম প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে।এর গড় দাম ছিল ০.৩১ইউএসডি।