RE: একটি মজার প্রতিযোগিতা : "ভুল গল্পের ভুল খুঁজে বের করুন" ০১
(১)অনামা পাড়াগেঁয়ে স্টেশন আবার হয় নাকি ?
(২) অমাবস্যার রাত হলে ঠিক সন্ধ্যের মুখে নামবে কি করে ?
(৩)কিছুটা বেলা অবশিষ্ট হবে কেমন করে রাত হলে ?
(৪)অস্তগামী সূর্য আর অমাবস্যার রাত মিল নেই
(৫)শ্রাবণ মাসে ধুলো ওড়া রাস্তা হয় না।
(৬)বৃষ্টি হলে জুতো তার লাল ধুলোয় ছেয়ে যাবে কেন
(৭)অমাবস্যার রাতে আকাশে বড় গোলগাল চাঁদ উঠে নাকি
(৮)প্রথমে ছিল শ্রাবন মাস হলে জৈষ্ঠ্য মাস হয় কেমনে
(৯)ছোট্ট নদীতে জল নেই,তাহলে জলে পরিষ্কার কেমনে দেখবে
(১০)দীর্ঘ পঞ্চাশ ফিট হয় যদি হাত মাঝবরাবর তাহলে নদী ছোট হয় কেমন করে।
(১১)আর বড় নদী হলে কাঠের পুল হয় কেমন করে।
(১২)বর্ষায় নদীর জল শোকায় না।
(১৩)ছোট নদী হলে প্রকান্ড প্রকান্ড মাছ আসে কেমন করে।
(১৪)অমাবস্যার রাত হলে হলে সে দেখবে কেমন করে লোকটির দীর্ঘ পঞ্চাশ ফিট হাত।
(১৫)সিজনের প্রথম দার্জিলিঙের লেবু হয় নাকি।
(১৬)তাই পুরো থলে ভর্তি করেই এনেছে । বাড়িতে তার ছোটো ভাইটি কমলালেবু খেতে ভালোবাসে যাচ্ছে তো শুশুর বাড়ি।
(১৭)শ্যামল মেঘের ছায়ায় ছায়ায় হবে কেমন করে।
(১৮)মাথার চুল কি আলপিনের মতো খাড়া হয়।
Hi, I am new here. Please visit my profile and give me a good vote