ইলাস্ট্রেটর দিয়ে ফুল আঁকা।
আমি @rahimakhatun
from Bangladesh
১১ ই জানুয়ারি ২০২৫
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে ইলেস্ট্রটর দিয়ে একটি ফুল একেঁ দেখাবো।মাঝে মাঝে সময় থাকলে ল্যাপটপ নিয়ে বসে পরি।বাবুর জন্য যদিও তেমন একটা পারি না।কাজ করতে গেলে ল্যাপটপের উপর এসে বসে।কালকে ঘুমিয়ে ছিলো সেই ফাঁকে কাজ করে নিলাম।আসলে ইলেস্ট্রটর কাজ করতে নিলে কাজ করতে ভালোই লাগে।একটা সময় অনেক সময় নিয়ে অনেক কাজ করতাম এখন কেমন জানি অলস হয়ে গিয়েছি।যাই হোক চলুন তাহলে আপনাদের দেখাই।
প্রয়োজনীয় উপকরণ |
---|
কম্পিউটার
প্রথেমে সফটওয়্যার অন করে পাথ টুলস নিয়ে কার্ভ করে নিবো পাতার মত।
তারপর কপি করে নিয়ে উল্টিয়ে নিব।
তারপর ব্লেন্ড করে নিব ,এভাবে কপি করে আরো কয়েকটি করে পাতা করে নিব।
আস্তে আস্তে করে সবগুলো পাতা একসাথে করে নিব।
পুরোপুরি একে নিলাম।
একই ভাবে আরেকটি একে নিলাম।
হয়ে গেলো আমার ইলাস্ট্রেটর দিয়ে ফুল আঁকা।
আজ আর নয়,,আবার আসবো অন্যকোন দিন অন্যকোন পোস্ট নিয়ে।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | Galaxy A13 |
---|---|
Location | Dhaka |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আসলে ভালো প্রতিভা হলে প্রশংসা পাবে এটাই স্বাভাবিক। আজ আপনার ইলাস্ট্রেটর অ্যাপ দিয়ে দারুন ফুল আঁকলেন। যা সত্যি প্রশংসা না করে পারছি না। আপনার এই দক্ষতার কাজগুলো দিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য।
চেষ্টা করি ভালো কিছু করার যদিও তেমন একটা হয় না,তবে এক সময় হবে আশাবাদী।ধন্যবাদ
শুধু দক্ষতা আর দক্ষতা। আপনার এমন দক্ষতা দেখে তো রীতিমত অবাক হয়েই গেলাম। বেশ সুন্দর ফুল তো বানিয়ে ফেলেছেন। সব মিলিয়ে আপনার এমন দারুন দক্ষতা আমায় কিন্তু মুগ্ধ করেছে। ধন্যবাদ আপনাকে।
আপনার কাছে আমি ডাল ভাত আপু
অ্যাপের মাধ্যমে তো দারুন ফুল রেখেছেন আপু, এই ধরনের ইলাস্ট্রেশনের কাজ কিন্তু দারুন লাগে দেখতে বিশেষ করে ভেতরে যে লাইনগুলো সেইগুলো চমৎকার ইলিউশন তৈরি করেছে একটু বেশিক্ষণ ধরে দেখলেই চোখে একটা কানা দেয় প্রভাব ফেলেছে ফলে বলা যায় ফুলটি আকার সার্থকতা রয়েছে।
হা হা,চোখ কানা হওয়ার দরকার নেই।
ইলাস্ট্রেটর দিয়ে খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন৷ আসলে ইলাস্ট্রেটর দিয়ে অনেক কিছু তৈরি করা যায়৷ তবে আমি এখন ইলাস্ট্রেটর এ তেমন একটা সময় দিতে পারি না৷ তাই কোন কিছু এখন আর তৈরি করা হয় না। আজকে আপনার কাছ থেকে এত সুন্দর একটি ফুল দেখে খুব ভালোই লাগলো৷ তবে আপনি শেষের দিকে আপনার ডিভাইসের নামের ভিতর আপনার মোবাইলের নাম দিয়ে দিয়েছেন৷ আশা করি সেটি ঠিক করে নিবেন৷