আমার করা কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ6 days ago

আমি @rahimakhatun
from Bangladesh

৪ ই অগ্রহায়ন ১৪৩১

২০নভেম্বর ২০২৪


এখন ষড়ঋতুর হেমন্তকাল ।

462557146_924077089213585_172178166868995022_n.jpg

আজকে বেশ ঘুমাতে ঘুমাতে পোস্ট লিখেছি।আসলে বাসায় মেহমান আসছিলো, আর মেহলমান আসলে কাজ একটু বেড়ে যায় যার এজন্য চোখে মনে রাজ্যর সব ঘুম।যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করবো।আসলে বৃক্ষ মেলা থেকে অনেক গুলো ছবি তুলে নিয়েছিলাম।আসলে এত এত গাছ আর এত সুন্দর সুন্দর ছবি না তোলে পারা যায় না।তবে যারা প্রফেশনাল ফটোগ্রাফার তারা বেশ সুন্দর সুন্দর ছবি তোলেছে।আমরা যেদিন যাই যে সময়ে যাই সেদিন কোন টিভির চ্যালেনে লাইফ হচ্ছেছিলো।যাই হোক চলুন তাহলে আমার করা কিছু ফটোগ্রাফি গুলো

462565973_3069143296577221_5511910896183816407_n.jpg

গোলাপটা বেশ সুন্দর। বৃষ্টির পানি পরাতে আরো বেশি ভালো লাগছে।আসলে গোলাপ পছন্দ করে না এমন মানুষ দুনিয়াতে কম আছে,আর যদি সুন্দর কালারের ফুটন্ত গোলাপ হয় তাহলে তো আর কথায় হয় না।অনেকটা দুই কালারের মিশ্রনে ফুলটা।ভালো লাগছে দেখতে

462565816_9165228650162550_8290276361184368246_n.jpg

এই হচ্ছে জবা ফুল।কালারটা মিষ্টি কালারের।আমার একটা লাল টকটকে জবাফুল গাছ ছিলো।ফুল গুলো ও বেশ বড় বড় ছিলো কিন্তু বানরের জন্য গাছটা মারা গেলো।বানর প্রতিদিন একবার করে এসে গাছ টান দিয়ে উঠিয়ে রেখে দিয়ে যায়।যাই হোক ফুলটার উপর বৃষ্টির পানিতে পরাতে দেখতে বেশ ভালো লাগছে।

462545981_888593746723566_5229589564749784405_n.jpg

আরো কিছু জবা ফুল।বিভিন্ন কালারের মিশ্রনে।দেখতে বেশ ভালো লাগছে।আমার এই রকমেরই গাঢ় লাল ছিলো। দেখতে বেশ ভালো লাগছে।

462558680_1834814037311879_2594544824901104194_n.jpg

এই গাছটা সম্পর্কে তেমন জানা নেই। বাসার সামনে লাগালে দেখতে বেশ ভালো লাগবে।

462574337_1128057772158446_4712128752321423337_n.jpg

এই হচ্ছে ক্যাকটাস গাছ।রং বেরঙের গাছ দেখতে বেশ ভালো লাগছে।আসলে এই গাছগুলো আমি অনেক বার কিনতে গিয়েছিলাম,কিন্তু দামের জন্য কোন ভাবেই কিনতে পারিনি।এতো ছোট গাছের এত দাম।একবার অন্যরকমের কিনে ছিলাম,কিন্তু সেটা বাসায় এনে দেখি গাছ এবং গাছের ফুলটা পিন দিয়ে লাগানো। আমি কি রকম ঠকায় সেইটাই ভাবছিলাম।

462579619_925027922420203_2245836918921035988_n.jpg

এই হচ্ছে লাকি ব্যাম্বু।একটা সময় আমি ভাবতাম এটা মনে ঘরে রাখলে লাক ভালো হয়।হা হা তাই হয়তো লাকি ব্যাম্বু বলে

462559776_1237939247459677_850244425702850701_n.jpg

462578170_577088808202323_3466604775494876917_n.jpg

আপনাদের কাছে ছবিগুলো কেমন লাগলো,তা জানাবেন।
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy plant
linklocation

আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 5 days ago 

আপনার তোলা সুন্দরময় এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে।

 5 days ago 

বৃক্ষ মেলা থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছিলেন আপু।আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো।চমৎকার বর্ননা তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 5 days ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর ভাবে করেছেন। রংবেরঙের ক্যাকটাস গাছের এবং জবা ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। গোলাপ ফুলটা দেখতে অনেক সুন্দর লাগছে। সব মিলিয়ে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দারুন ছিল।

 5 days ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে যেন আমি মুগ্ধ হয়ে গিয়েছি। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি এবং লাকি ব্যাম্বুর ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 5 days ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জবা ফুলের ফটোগ্রাফি। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 5 days ago 

এখন হতে নিয়মিতভাবে প্রতিদিন এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এবং কমেন্টে স্ক্রিনশট শেয়ার করতে হবে।

https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important

 5 days ago 

মিষ্টি কালারের এই জবা ফুলগুলো আগে কখনো দেখা হয়নি। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে। কালারফুল ক্যাকটাসের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। লাকি ব্যাম্বো গাছগুলো আমার বেশ পছন্দ। আপনার ফটোগ্রাফি পোস্টে দেখে ভালো লাগলো। বেশ দক্ষতার সাথে প্রতিটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপু।

 5 days ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ সুন্দর লেগেছে বিশেষ করে স্বচ্ছভাবে উপস্থাপন করায় ফটোগ্রাফি গুলি বেশি পছন্দ হয়েছে যাইহোক তুলে ধরার জন্য ধন্যবাদ আপু।

 5 days ago 

সব থেকে ভালো লাগলো ক্যাকটাস গাছটি। এমন সুন্দর গাছ আমি কখনো দেখিনি নিজের চোখে। এছাড়াও বিভিন্ন জবা ফুলের ছবিগুলি দারুন তুলেছেন। ব্যাম্বু ট্রি আমার কাছে ছিল। কিন্তু কিছুদিন আগে সে মারা যায়। আপনার ছবিগুলি দারুন হয়েছে।