অসুস্থতা।
আমি @rahimakhatun
from Bangladesh
১৫ই মার্চ ২০২৫
আমার ছেলেটারও অনেক জ্বর ছিলো।হঠাৎ করেই জ্বর।হালকা পাতলা সর্দি ছিলে তার থেকেই অনেক জ্বর।জ্বরের সময় সে যেন ভীর ভীর করে কি বলে, গত পরশো দিন তো আমার ঘুম হয়নি ওর জ্বরের জন্য একটু পর পর পানি চাচ্ছে। সর্দির কারনে মাথায় এত পানি দিতে পারছিলাম না।পরে কোন রকম প্যারাসিটামল খেয়ে একটু কমে। আর কমলেই শুরু হয়ে যায় তার দুষ্টামি এরপর আবার পাঁচঘন্টা যেতে না যেতেই চুপ করে শুয়ে থাকে আর বিরক্ত করতে থাকে এই জন্য ঐ জন্য।
যাই হোক এর কমার পর আবার শুরু হলো মেয়ের।আর মেয়ের হলো তো আমার আরো স্বস্তি নেই। সারাক্ষণ ঘ্যান ঘ্যান আর কোল থেকে নামে না।ওকে নাপা দেওয়া হচ্ছিলো আর সাথে সর্দির সিরাপ।সর্দির সিরাপ খাওয়ালে সর্দিটা ঘন হয়ে যায়।তারপর আবার নাকের ড্রপ দেওয়া লাগে।সেই ড্রপ দিতে গেলে তো এক রকম যুদ্ধ করতে হয়।একেবারে দিতেই চায় না।আজকে একটু জ্বর কম কিন্তু পুরো শরীরে হাম উঠেছে।আমরা তো প্রথমে ভেবেছিলাম হয়তো এলার্জি হয়েছে।
কিন্তু পরে দেখি পুরো পিঠে ঘামাচির মত।একে তো গরম তার উপরে এগুলো বেশ অস্বস্তি লাগে।আজকে রাতে অনেক কান্নাকাটি করেছে।সন্ধ্যা থেকেই অনেক জ্বালাতন।আসলে ছোট বাচ্চা অসুস্থ হলে মায়ের বেশ কষ্ট হয়।আমার ও সন্ধ্যার পর থেকে পেট খুব বেশি ভালো না।আসলে এইবার মা ছাড়া রমজান কাটাচ্ছে মনে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে।মায়ের ও শরীরটা কয়েকদিন বেশি খারাপ ছিলো। একেতো ওয়েদার এর তারতাম্য।তার উপর হোটেলে নাকি গরম পানির অপশন নেই। মা সব সময়ই গরম পানি দিয়ে গোসল করে আর ঠান্ডা পানি খেতে পারে না।
ঐখানে গরম পানি পায়নি, আবার সময়ের হেরফের। আবার খাওয়া নিয়েও বেশ সমস্যা নাকি।ঐখানের খাবার নাকি তেমন ভালো লাগে না।সব মিলিয়ে অসুস্থ। এখন একটু ভালো আছে।কারনে অকারনে খারাপ ব্যবহার করি এখন বুঝতে পারতাছি মা কি জিনিস।আসলে মা ছাড়া দুনিয়া অন্ধকার।আজকে আর নয় ,আবার আসবো অন্যকোন দিন অন্যকোন পোস্ট নিয়ে সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
গরমের সাথে রোজা রাখায় শরীরের উপর প্রভাব পড়ছে, বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এটি বেশ কষ্টকর। আল্লাহ আপনার পরিবারকে সুস্থ রাখুন। মা ছাড়া সময় কাটানো যে কত কঠিন, তা অনুভব করা যায়। সবাই ভালো থাকুন।
গরমের দিনে আসলে এই ধরনের অসুস্থতা গুলো খুব বাড়ে আপু। আপনার মেয়ের শরীর ভালো নেই শুনে বেশ খারাপ লাগলো। আশা করি ধীরে ধীরে সে একেবারে সুস্থ হয়ে উঠবে। আসলে আবহাওয়ার পরিবর্তন এইসবের জন্য দায়ী বলে মনে হয়। হঠাৎ করে যখন গরম পড়ে গেছে তা বাচ্চাদের জন্য খুব ক্ষতিকর হয়ে উঠেছে।