আপনার ছেলের এত ভালো লেগেছে যে নিজের নাম মোমো রেখে দিয়েছে বিষয়টা শুনে হাসি পেল। ঘরোয়া ভাবে মোমো তৈরি করার দারুণ রেসিপি শেয়ার করলেন। মোমো খেতে আমার কাছেও দারুন লাগে। সব সময় বাইরে খাওয়া হয়েছে কখনো বাড়িতে তৈরি করে মোমো খাওয়া হয়নি। আপনার থেকে মোমো তৈরি করার রেসিপিটি শিখে নিলাম আপু। কোন এক সময় খেতে ইচ্ছে করলে তৈরি করে খেয়ে দেখবো।