ঠিকই বলেছেন দিদি, আর্ট করতে অনেক সময় লাগে। তবে মেহেদী আর্ট গুলো করতে খুব বেশি সময় লাগে না।আমি এখন মাঝেমধ্যে মেহেদী আর্ট পোস্ট শেয়ার করে থাকে। এই প্লাটফর্মে অনেকেই মেহেদী আর্ট পোস্ট শেয়ার করেন তবে এভাবে হাত একে তার উপরে মেহেদী আর্ট করতে আমি কাউকে দেখিনি। এই প্রথমবার ব্যাপারটা দেখে খুব ইউনিক লাগল। হাত একে এভাবে মেহেদী আর্ট চমৎকার হয়েছে দিদি। এরকম সিম্পল আর্ট হাতে পড়লে সত্যি সুন্দর লাগে। অনেকদিন পর দারুণ একটি আর্ট শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
আমিও এখানেই এক সদস্য ঐশী আপুকে দেখেছিলাম এভাবে হাতের উপর ডিজাইন করতে। সেখান থেকেই মনে ছিলো। তাই ই চেষ্টা করলাম এভাবে।