আসলে ভাইয়া ঠিক কথা বলেছেন। লেবু এখন মাল্টার দামে। আমি তো সারা বছরই লেবু খাই। মাঝে মাঝে কিনতে ভুলে যাই সেজন্য খাওয়া হয় না। কিছুদিন আগে বাজারে গিয়ে ২০ টাকা হালিতে ভালো লেবু কিনে এনেছিলাম। আর গত পরশুদিন বাজারে গিয়ে লেবু কিনতে গিয়ে দেখি ৪০ টাকা হালিতে লেবু বিক্রি হচ্ছে। তাও আবার সবচেয়ে কমা লেবুটার দাম ৩৫ টাকা হালি ছিলো।আর একটা লেবু ছিল যেটা ৬০ টাকা হালিতে বিক্রি হচ্ছিল। আমি শেষমেষ চল্লিশ টাকা হালি লেবু নিয়ে এসেছি। আসলে এখন রমজানের সময় লেবুর চাহিদা বেশি থাকার কারণে দামের এই পরিবর্তন। যেটা চাহিদা যত বেশি সেটার দাম তত বেশি।
বাংলাদেশে যেটার চাহিদা যতবেশি সেটার দামও ততবেশি। তবে লাগামহীনভাবে দাম বাড়ায় সিন্ডিকেটরা