ছন্দে ছন্দে বিভিন্ন বিষয় নিয়ে কয়েকটি অনু কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। সত্যি, আজকাল উপকারের কোন দাম নেই।সবাই শুধু বড়লোক হতে চায় । যে বড়লোক সে তার থেকে আরও বড়লোক হতে চাই। মানুষের চাহিদার কোন শেষ নেই। কিসের এত অহংকার মানুষের একদিন তো সবকিছু ছেড়ে চলে যেতেই হবে। আপনার কবিতার কয়েকটি কথা খুবই বাস্তবমুখী। ভালো লাগলো ভাইয়া আপনার কবিতা পড়ে।