কবিতা : "জন্ম-মৃত্যু"

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ০৮ মে, বৃহস্পতিবার, ২০২৫ খ্রিঃ



কভার ফটো


1000046103.jpg

Source: Pixabay



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আজ আমি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। ছোটবেলা থেকেই কবিতা লিখতে আমার বেশ ভালই লাগে।

আমরা প্রত্যেকেই ছোট্ট শিশু রুপে এই সুন্দর পৃথিবীতে জন্মগ্রহণ করি। আবার প্রত্যেকে মহাকালের নিয়ম ধরে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। এটাই নিয়ম। অনন্ত যুগ ধরে এই নিয়ম চলে আসছে। জন্ম মৃত্যু একই সুরের গান এই বিষয় নিয়েই আজকের কবিতাটি। আমার লেখা সেই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করবো।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।



জন্ম-মৃত্যু

জন্ম হলো প্রশ্ন এক মহাকালের,
নতুন ভোরের আলো, মাটির গন্ধ।
বাবা-মায়ের কোলে ফুটফুটে আনন্দ,
পথ চলা শুরু হয় নির্ভুল ছন্দে।

চোখে স্বপ্ন, বুকে উত্তাপ,
বাবা-মায়ের চোখের মনি।
নিরাপত্তার নীড়ে গড়ে উঠে,
অজানা গন্তব্যে পা ফেলে মন।

কত আশা, কত আকাঙ্ক্ষার বীজ,
সময়কে সঙ্গী করে এগিয়ে চলে প্রাণ।
সময়ের গাথাই ভেসে চলে মন,
হাসির মাঝে লুকিয়ে থাকে কান্না, কত আয়োজন।

যায় দিন, যায় রাত,
স্মৃতির বহর জমে।
ভালোবাসার গাঁথা ফুরায়,
বেজে ওঠে বিদায়ের গান।

শরীর অনেক ভারী হয়,
ক্লান্তি জমে হৃদয়ে।
উত্তাপভরা শরীরখানি,
নেতিয়ে পড়ে গভীর ঘুমে।

স্মৃতির ভিতর আটকে থাকে মায়া ভরা মন,
বিদায় ঘণ্টা বাজার কালে, শুরু হয় আয়োজন।
মায়ার ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়,
তবুও মহাকালের নিয়মে চলে যেতেই হয়।

ক্লান্ত নদী একদিন থেমে যায়,
শুধু রয়ে যায় স্মৃতির দাগ।
এই চক্রে ঘুরে ফেরে প্রাণ,
জন্ম-মৃত্যু একই সুরে বাজে গান।



কবির অনূভুতি

একটা শিশু জন্মগ্রহণ কালে যেমন বেজে ওঠে খুশির সুর তেমনি বিদায় কালে বেজে ওঠে বেদনার সুর।প্রতিটি মানুষ জন্মগ্রহণ করার পরে একটা নিরাপদ আশ্রয় বেড়ে ওঠে। কত স্বপ্ন, আশা নিয়ে সে বেড়ে ওঠে। সময়ের সাথে সাথে স্মৃতি জমে যায় অনেক। হাসি কান্না নিয়েই এ জীবন চলে যায়। এভাবেই চলতে চলতে কখন যে মৃত্যুর পথ সামনে এসে দাঁড়ায় আমরা বুঝতেই পারি না। এভাবেই স্মৃতির বহর নিয়ে মানুষ বিদায় নেয়।মহাকালের নিয়ম ধরে এভাবেই চলে আসছে। জন্ম নিলে মৃত্যুকে বরণ করতে হবে এই কঠিন সত্য আমাদের সবাইকে মেনে নিয়ে এ জীবন অতিবাহিত করতে হবে।



পোস্টের বিবরণ

পোস্ট ধরন: কবিতা
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
লোকেশন: কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif





Sort:  
 2 months ago 

অনেক সুন্দর একটি টপিক নিয়ে আজকে আপনি কবিতাটি রচনা করেছেন। জন্ম যেমন সত্য মৃত্যুও তেমন নিশ্চিত। বাস্তবতা নিয়ে আপনি অনেক সুন্দর একটি কবিতা রচনা করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ।

 2 months ago 

জন্ম-মৃত্যু চিরন্তন সত্য। আর এই সত্যকে যত তাড়াতাড়ি উপলব্ধি করা যাবে তত কল্যাণকর হবে। জন্ম মৃত্যু নিয়ে অনেক চমৎকার একটি কবিতা লিখেছ পড়ে খুবই ভালো লাগলো। প্রত্যেকটা লাইন হৃদয়ে গেঁথে গেছে। যেখানে জন্ম সেখানেই মৃত্যু শুধু স্মৃতির পাতায় লেখা কিছু কথা। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

জন্ম মৃত্যু নিয়ে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক সুন্দর করে জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত মানুষের যে আশা আকাঙ্ক্ষা থাকে তাও অনেক সুন্দর করে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আজকে আপনি খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা জন্ম মৃত্যু কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। তবে প্রত্যেক মানুষ মায়ের কোলে শিশু হয়ে জন্মগ্রহণ করে। আর জন্ম গ্রহন করলে প্রত্যেক মানুষ এবং প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে আপনি বাস্তবিক কথা এবং সুন্দর ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।