শুভ বিজয়া।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৫ খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
ক্রিয়েটিভিটির পাশাপাশি বিভিন্ন ধরনের আনন্দ অনুষ্ঠানের মুহূর্তগুলোও আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করি। আজ শুভ বিজয়া দশমী। বিজয় দশমীকে কেন্দ্র করে একটি পোস্ট শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আমার পোস্ট পড়ে নেওয়া যাক।
প্রথমেই সবাইকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। আবার শুরু হল একটি অপেক্ষা। এ এক দীর্ঘ অপেক্ষা। আবার একটি বছর। ভাবলেই মনে হয় কত দেরি। প্রতি বছর এই দিন থেকে শুরু হয় নতুন করে দিন গোনা। দীর্ঘ অপেক্ষা পাড়ি দিয়ে দুর্গা মা আসেন আমাদের মাঝে। দুগ্গা আসে বাপের বাড়ি। অপেক্ষার পর যখন এই পাঁচটি দিন আসে তখন যেন খুশির অন্ত থাকে না।
বাংলার প্রতিটি ঘর অপেক্ষায় থাকে কবে আসবে এই পাঁচটি দিন। কবে আসবে আমাদের মা। প্রতিবছর ষষ্ঠীতে মা আসেন পৃথিবীতে। দুগ্গা মা কি ঘিরে কত আয়োজন। পাঁচটা দিন কাটে খুবই মজা করে। কিভাবে যে পাঁচটি দিন চলে যায় বোঝা যায় না। এক একদিন এক এক ধরনের আয়োজনে মেতে থাকে।সকল আয়োজনে বিষাদ নেমে আসে এই দশমীর দিনে। খুব ইচ্ছে করে মা যদি আর কটা দিন থেকে যেত। দশমীর দিনে মা আমাদেরকে ছেড়ে আবার কৈলাসে গমন করেন। এদিনটাতে ভারী মন খারাপ হয়। তবুও মাকে বিদায় জানাতে হয়।
পুজো আসবে পূজো আসবে এটা ঘিরে কত অপেক্ষা। দীর্ঘ অপেক্ষার পর পাঁচটি দিন দেখতে দেখতেই কেটে যায়। দশমীতে সিঁদুর খেলার জন্য আজ চলে গিয়েছিলাম মায়ের কাছে। এ বছরে পুজোটা খুব একটা ভালো কাটেনি। কিভাবে ভালো আর কাটবে এবার পুজোতে তেমনভাবে প্রতিমা দেখতে বের হওয়া হয়নি।তবুও যেমনি কাটুক না কেন তাও ভালো। মা যে কটা দিন আমাদের মাঝে ছিল এটাই অনেক বেশি। আজকে মাকে বিদায় জানাতে গিয়েছিলাম। আমাদের এদিকে যে হতো পূজো নেই সেহেতু অনেকটা রাস্তা পাড়ি দিয়ে যেতে হয় মায়ের দর্শনে।
সেখানে গিয়ে যখন মাকে দর্শন করলাম। তখন ইচ্ছে করছিল মাকে বলি আর কটা দিন সে আমাদের সঙ্গে থেকে যাক। হাসি মজা আনন্দে ভরিয়ে রাখি।চাইলেও তো আর থাকবে না। আবার একটি বছর পর মা আসবে। মায়ের কাছে একটাই চাওয়ার সে যেন সবাইকে ভালো রাখে। মা তুমি আমাদের সবাইকে আশীর্বাদ করো। বিজয়া বিষাদের হলেও সেটা বরণ করে নিতে হয়। বিজয়ার দিনে সবাই মিষ্টিমুখ করে মাকে বিদায় জানাই।
ছবির বিবরণ
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14

