একটু বৃষ্টির পর প্রকৃতির স্নিগ্ধতার ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২৯ শে মার্চ,শনিবার,২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি ফটোগ্রাফি করতে খুব পছন্দ করি। আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করে থাকি। আজকেও হাজির হয়েছে এক গুচ্ছ ফটোগ্রাফি নিয়ে। বৃষ্টির পড়ে পরিষ্কার আকাশ দেখতে আসলেই অসম্ভব সুন্দর লাগে।অনেকদিন পর সেদিন বৃষ্টি হয়েছিলো।আকাশটা দেখতে খুব সুন্দর লাগছিল। দুপুরে রোদের তীব্রতার শেষে সামান্য একটু বৃষ্টিতে প্রকৃতি যেন প্রাণ ফিরে পেয়েছিলো।সেদিন ছাদে গিয়ে কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম। সেগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করবো।
ফটোগ্রাফি নং-১
ডিভাইস: গুগোল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
তারিখ: ২১শে মার্চ ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে সুনীল আকাশের ফটোগ্রাফি। চৈত্র মাসের প্রখর রোদে প্রকৃতি যখন অতৃষ্ট হয়ে যায় তখন এক পলসা বৃষ্টি যেন প্রকৃতিতে প্রাণ ফিরিয়ে দেয়। বৃষ্টির পরে শনির আকাশটাও অদ্ভুত রকমের সুন্দর লাগে। হঠাৎ করে ছাদে গিয়ে আকাশের ফটোগ্রাফিটি করেছিলেন। বৃষ্টির শেষে খানিকটা রোদ উঠেছিলো। আকাশে অন্যরকম সৌন্দর্যে ভর করছিল। গাঢ়ো নীল রঙে ভেঙে উঠেছিল আকাশ।
ফটোগ্রাফি নং-২
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ:২১শে মার্চ ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে একটি বেলি ফুলের গাছ। গাছে প্রায় পাতা নেই বলেই চলে। এরকম গাছ ছাদে অনেকগুলো রয়েছে। শীতকালে ছাদের চারপাশ যেন ফুলে ফুলে ভরে ওঠে। এখনো চারিপাশে নয়ন তারা ফুল আরো অনেক ধরনের ফুল রয়েছে। সকল ফুল গুলোর মধ্যে বেলি ফুল অন্যতম। বৃষ্টির শেষে ফুলের গাছটিও যেন প্রাণ ফিরে পেয়েছিল। খুব বেশি বৃষ্টি হয়েছিল না। তারপরেও প্রকৃতিতে শান্তি ফিরে এসেছিল। প্রকৃতি দেখতে খুবই সুন্দর লাগছিলো।নীল আকাশ এবং গাছের ফটোগ্রাফিটি আমার কাছে দারুন লেগেছে।
ফটোগ্রাফি নং-৩
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২১শে মার্চ ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে একটি তাল গাছের ফটোগ্রাফি। এই তাল গাছটি ছোটবেলায় যখন দেখতাম প্রচন্ড ভয় পেতাম। ভাবতাম এই তাল গাছে ভূত থাকে। ভূতের ভয়ে রুমে কখনো একা থাকতে পারতাম না। তালের সময় অনেক তাল হয় গাছটিতে। যাইহোক সেদিন বৃষ্টির পড়ে ছাদে গিয়ে তাল গাছের দিকে নজর পড়লো। গাছটি দেখে খুব জীবন্ত লাগছিলো।সবুজে ঘেরা পাতা গুলো আরো সজীব সতেজ দেখাচ্ছিলো।
ফটোগ্রাফি নং-৪
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো।
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২১শে মার্চ ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে একটি নারিকেল গাছ এবং সবুজ প্রকৃতি। সঙ্গে রয়েছে সুনীল আকাশের ছোঁয়া। কি ভারী অপূর্ব দৃশ্য তাই না। শহরের বুকে এক টুকরো প্রকৃতি যেন অনেক পাওয়া। বাসা চারপাশে বিভিন্ন ধরনের প্রকৃতির ছোঁয়ায় ভরপুর। দেখতে ভারী সুন্দর লাগে। বিকেলে ছাদে গেলেও যেন প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায়। নারিকেল গাছ এবং সবুজ প্রকৃত একসঙ্গে দারুন লাগছে। বৃষ্টির ফোঁটা পেয়ে সবকিছু যেন সতেজতায় ভরে উঠেছে।
ফটোগ্রাফি নং-৫
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
তারিখ: ২১শে মার্চ ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে ছোট্ট একটি নিম গাছ এবং তার সঙ্গে দেখা যাচ্ছে সূর্য মামাকে। সূর্যমামার আর কিছুক্ষণ পরে অস্ত্রে চলে যাবে। দুপুরের হালকা বৃষ্টি পড়ে আকাশে এমন দৃশ্য খুব কম দেখা যায়। মাঝে মাঝে এরকম দৃশ্য খুব ভালো লাগে। প্রকৃতির এই সাজ অদ্ভুত সৌন্দর্যে ভরে ওঠে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আকাশ এবং প্রকৃতির সজীব সবকিছুর ফটোগ্রাফি করছিলাম। সবগুলো ফটোগ্রাফি করতে খুব ভালো লাগছিল। আজকাল ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। সবগুলো ফটোগ্রাফির মধ্যে এটিও আমার বেশ পছন্দের।
ফটোগ্রাফি নং-৬
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২১শে মার্চ ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
এই ফটোগ্রাফিতে প্রধান প্রকাশ হলো সূর্য পাটে যাওয়ার দৃশ্য। আমি যখন ফটোগ্রাফি গুলো করছিলাম তখন প্রায় পাঁচটা বাজে। আর কিছুক্ষণ পর সূর্যি মামা অস্ত্রে যাওয়ার কথা। দুপুরে প্রখর রোদে পরে যখন এক পলসা বৃষ্টি প্রকৃতিতে আনন্দ ছড়িয়ে দেয় তারপরেই এরকম হঠাৎ করে সূর্যি মামার দেখা যেন এক টুকরো শান্তি। সেদিন প্রকৃতিতে অদ্ভুত সৌন্দর্য এবং প্রাণ বিরাজ করছিল। হাওয়া এত স্নিগ্ধ ছিল যে মন মেতে উঠছিলো।শহরের নির্মাণের বিভিন্ন ফাঁক দিয়ে সূর্যমামার দৃশ্য গুলো আমি ধীরে ধীরে ক্যামেরাবন্দি করছিলাম। অসম্ভব সুন্দর লাগছিলো।
ফটোগ্রাফি নং-৭
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ:২১শে মার্চ ড২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার সর্বশেষ ফটোগ্রাফি তে রয়েছে লেবু পাতার ডগায় সূর্যের ফটোগ্রাফি। সেদিন আকাশের সূর্যটা এতটাই চমৎকার লাগছিল যে সবগুলো ফটোগ্রাফি সূর্যকেন্দ্রিক হয়ে গিয়েছে। ছাদের অন্যান্য গাছগুলোর মধ্যে এই লেবু গাছে রয়েছে কয়েকটি। ছাদের চারিপাশ সবুজ গাছ এবং ফুলগাছে ঘেরা। বিভিন্ন ধরনের ফুলে ফলে ভরপুর পরিবেশটা চমৎকার লাগে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সূর্যের ফটোগ্রাফি করার সময় এই ফটোগ্রাফিটি করেছিলাম। পরিষ্কার আকাশ কতটা স্নিগ্ধ লাগছে তাইনা!মুহূর্তটা উপভোগ করতে পারলে আরো বেশি চমৎকার লাগতো।
আজ এই পর্যন্তই।
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


যত সময় যাচ্ছে ততই তুমি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করছো এটা দেখে ভীষণ ভালো লাগছে। প্রত্যেকটা ফটোগ্রাফি দারুন ভাবে ক্যাপচার করেছে যা প্রশংসনীয়। ছোটবেলায় আমিও ভাবতাম তাল গাছে ভূত থাকে আসলেও কি তাই! অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্টে আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
আমার মনে হয় সবাই ছোটবেলায় ভূতের ভয় পেত হা হা।আমি তো এখনো পাই। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এত প্রশংসনীয় মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
এরকম স্বচ্ছ নীল আকাশ দেখতে আসলেই ভালো লাগে। খুব সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করেছেন। বেশ দারুন ছিল ফটোগ্রাফি গুলো। দক্ষতার সাথে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
বৃষ্টির পর পরিষ্কার নীল আকাশ সত্যি অপূর্ব সুন্দর। আমার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
https://x.com/PurnimaBis34652/status/1906024980975927485?t=5N72L4bpG95rjYmxmPUezw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1906027684938809710?t=h0Qutna_TgDMwUQT0JVXhA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1906028862292595094?t=F2LusEJJCjb6ukF73Mll6A&s=19
https://x.com/PurnimaBis34652/status/1906029921505276085?t=vpWxJH4Domv9VdGUMVG-Hg&s=19
https://x.com/PurnimaBis34652/status/1906030901810905332?t=cPxISL8XzqOrvVpkCUkNGg&s=19
https://x.com/PurnimaBis34652/status/1906035143430799393?t=hT05RmH3xyBLkEiAKghzAQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1906038225795477738?t=29QaRKo-2_yLX_VfTozglA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1906039279501099194?t=7lhfQU9qLReWNut9ZlOTmw&s=19