মাছ ধরার গল্প।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ০৪ অক্টোবর, শনিবার , ২০২৫ খ্রিঃ।
কভার ফটো
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
ক্রিয়েটিভিটির পাশাপাশি বিভিন্ন ধরনের স্মৃতিচারণ গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করে নিতে বেশ ভালো লাগে। আজকে শেয়ার করব মাছ ধরার গল্প। কম বেশি আমরা সকলে মাছ ধরতে এবং খেতে পছন্দ করি। মাছ হলো বাঙালির অন্যরকম আবেগ। মাছে ভাতে বাঙালি। মাছ হলে বাঙালির যেন আর কিছুই লাগেনা। আজকে আমরা দুই ভাই বোনের মাছ ধরেছি।চলুন মাছ ধরার গল্পটা করেনি।
আমরা হলাম বাঙালি। বাঙালির মাছ ভাত সব থেকে প্রিয়। আমরা তো বলেই থাকি, মাছে ভাতে বাঙালি। বাঙালির মাছ ভাত হলে যেন আর কিছুই লাগেনা। আমি নিজেও মাছ ভাত অনেক পছন্দ করি। আমাদের দেশে কত রকমের মাছ পাওয়া যায়। সব ধরনের মাছ আলাদা আলাদা রকমের সুস্বাদু। এক একজন এক এক রকমের মাছ খেতে পছন্দ করে। আমি যদি ওর সব মাছ খায় না। তবে কিছু কিছু মাছ আমার খুবই পছন্দ।
আজকে দুপুর বেলায় কিছুই ভালো লাগছিলো না।কালকে আবার কুষ্টিয়াতে চলে যাব। কয়েকদিনের জন্য বাড়িতে এসে বেশ ভালই লাগলো। যাওয়ার কথা শুনলেই তো মনটা এমনিতেই খারাপ লাগে। দুপুরবেলা আমার ভাই বলল সময় আর কাটছে না। আমার ভাই নিজেই বলল মাছ ধরবে। বলতে বলতে একটি বড়শি বানিয়ে চলে গেল আমাদের পুকুরে। আমাদের একটি ছোট্ট পুকুর আছে। সেখানে প্রত্যেক বছর আমার বাবা বিভিন্ন মাছ চাষ করে থাকেন। এগুলো শুধু আমরা খাওয়ার জন্য চাষ করি। এখানে কোন প্রকার সার বা মাছের খাবার দেওয়া হয় না। প্রাকৃতিক খাবার খেয়েই মা ছাড়া বেড়ে ওঠে।
কোন প্রকার সার ওষুধ না দেওয়ার কারণে আমাদের পুকুরের মাছগুলো অনেক সুস্বাদু হয়। খেতে যেমন মজা তেমনি স্বাস্থ্যকর।তারপর আমার ভাই চলে গেল মাছ ধরতে।আমার বাড়ি গিয়েই একটা বড় মাছ পেল। মাছ পেয়ে তো অনেক খুশি। আমিও যখনই শুনলাম ও মাছ পেয়েছে তখনই দৌড়ে গেলাম। কারণ আমার মাছ ধরতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় আমি মাছ ধরতে পারিনা। আমার বড়শিতে মাছ পড়ে না। বিষয়টা আসলেই আমার কাছে খুবই দুঃখজনক।
তারপর দুজন মিলে বসলাম মাছ ধরতে। অনেকক্ষণ ধরে বসে থাকার পরেও কোন মাছ পেলাম না।তারপর একটু দুঃখ হচ্ছিল। তবে ভাই প্রথমে যে মাছটি পেয়েছিল সেটা অনেকটাই বড়। সেজন্য ওইটা পেয়েই আমরা খুশি ছিলাম। মাছ ধরতে ধরতে মনে পড়ে গিয়েছিল অতীতের মাছ ধরার কথা। ছোটবেলায় আমরা ছোটরা এবং বাড়ির বড়রা মিলে মাছ ধর। সেসব আজ স্মৃতির পাতায়।
আমি মনে করি আমার মতো প্রত্যেকেই মাছ ধরতে ভীষণ পছন্দ। বাঙালি মাছ খাওয়ার থেকে মাছ ধরতেই বেশি পছন্দ করে। অনেকদিন পরে দুই ভাইবোন মিলে মাছ ধরার মুহূর্তটা বেশ ভালো লেগেছে। এই ঘটনাটিও থেকে যাবে স্মৃতির পাতায়। আজ এই পর্যন্তই।
ছবির বিবরণ
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ০৪ই অক্টোবর ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14

