ছোটবেলার ছুটি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২৫ শে মার্চ,মঙ্গলবার, ২০২৫ খ্রিঃ।
কভার ফটো
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।আমি বিভিন্ন বিষয়ক পোস্ট আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজ একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ লিখবো শৈশব নিয়ে কিছু কথা।
শৈশব আমাদের সকলের কাছে এক মধুর স্মৃতি। শৈশব আমাদের জীবনের সব থেকে মধুময় সময়।আমরা প্রত্যেকেই শৈশব জীবনে ফিরে যেতে চাই। শৈশবে কাটানো প্রতিটি মুহূর্ত রঙিন। প্রতিটি মুহূর্তের মতোই শৈশবের ছুটিও ছিল রঙিন। শৈশবে ছুটি মানে একেবারে ছুটি। ছুটির কথা শুনতে আমাদের কত আনন্দ। প্রত্যেক ছুটিতে মামার বাড়ি যেতে হবে সে যেন আরেক মজার কথা।এখন বড় হয়েছি। হারানো ছোটবেলার কথা খুব মনে পড়ে। ছেলেবেলায় কাটানো সেই মুহূর্তগুলো খুব করে ফিরে পেতে ইচ্ছে করে। কত আনন্দেই না কাটিয়েছে দিনগুলো। এখনকার দিনগুলো বড্ড বেরঙিন। প্রচন্ড রকম এলোমেলো। এখন আর ইচ্ছে করলেই মামার বাড়ি যাওয়া হয়ে ওঠেনা। বিভিন্ন উপলক্ষে অনেক বড় বড় ছুটি পেতাম সে সময়। ছুটির আগেই ঠিক করে রাখতাম কোন আত্মীয়র বাড়িতে কয়দিন থাকবো।
পরীক্ষা দিয়ে কলেজ ছুটি হয়েছে। এখন ছুটি মানে মেস থেকে বাড়ি ফেরার তোরজোর।আগের রমজান মাসে সেই প্রথম রোজা থেকে ছুটি পেতাম ঈদের সাত দিন পর্যন্ত। এখন মোট ছুটি পাই সাত থেকে দশ দিন। সাত দিন কোথায় যাবে আর কি করবো? এখন আগের মতো আর কোথাও যেতে ইচ্ছে করে না।দেখতে দেখতে সাত দিন ছুটি কেটে যায়। এ সময় বড্ড মনে পড়ে ছোটবেলায় ছুটিতে কাটানো মুহূর্তগুলো। ছুটি হলেই চলে যেতাম আমার বাড়ি। এখন আর মামার বাড়ি নেই। মামার বাড়িটা কে অনেক বেশি মিস করি। প্রায় দু বছর হয়ে গেল মামারা ভারত চলে গেছেন। এখন আর চাইলেও মামার বাড়িতে যেতে পারি না। আজ কেন জানিনা মামার বাড়ির কথা খুব মনে পড়ছিল। এ রমজান মাসে প্রত্যেক সন্ধ্যায় মামা ইফতারি নিয়ে আসতো। যতদিন মামার বাড়ি থাকতাম। প্রতিটি দিন আনন্দে ভরিয়ে রাখতাম। তখন ছোট ছিলাম। কথায় কথায় মামার সাথে মারামারি করতাম। মামা কিছু বললে কান্না করতে থাকতাম। এখন আর মামার সাথেও সেরকম বন্ডিং নেই।
এই রমজান মাসে বাড়িতে থাকলেও ছোটবেলায় বেশ মজা হতো। এখন আর সেরকম মজা হয় না। প্রায় প্রতিদিন বিকেল বেলায় মা বাড়িতে ইফতার তৈরি করতেন। বেশ খানিকটা রাত হলে রাতের খাবার হিসেবে ইফতার খাওয়া হতো।পাশের বাড়ির আন্টিদের বাড়ি ঘুরতে যেতাম বিকাল বেলায়। আন্টিরা রান্না করতেন আমি বসে গল্প করতাম। এজন্য কত বকা শুনেছি মায়ের কাছে। এখন আর কারোর বাড়ি যায় না। মানুষ বড় হয়ে গেলে একা থাকতেই বেশি পছন্দ করে। ছোটবেলার ওই লম্বা ছুটি গুলো কে অনেক বেশি মিস করি। ছুটি মানে একেবারেই ছুটি। পড়াশোনা নেই, বাড়তি কোন কাজ নেই। শুধু আনন্দ আর আনন্দ। এখন ছুটি হলেও হাজারটা টেনশন। ছুটির পরেই পরীক্ষা। ছুটি যেন ছুটি মনে হয় না।
ইস আবার যদি ফিরে পেতাম সেই সময়টা। হারিয়ে যাওয়ার সময় কখনই ফিরে আসে না। বড্ড মিস করি সেই সময়টাকে।
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


https://x.com/PurnimaBis34652/status/1904580676671988013?t=MPKAYui6nFKDZ6pHpEGiMA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1904582867289858357?t=kuULBzt4-T5N5xPnOm5z0Q&s=19
https://x.com/PurnimaBis34652/status/1904585957695017466?t=7ALoSn4vh92w4swYp1ieLQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1904588799050723399?t=pWKQPMg5eq_CH7EdQNi6eA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1904590829840458074?t=9KUdhEWPFaOWWOXjm2ppdw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1904592876790833418?t=xUURYEujZENNXhhQ9gQjAQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1904594749874745719?t=sU5wLgDCi1G9rdMTHLXkmg&s=19