বোনদের সাথে বসন্ত মেলায় একদিন।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২২শে মার্চ, শনিবার, ২০২৫ খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আজ আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট শেয়ার করতে চলেছি। বসন্ত আসতে না আসতে আমাদের মধ্যে বসন্তের আমেজ চলে আসে। বসন্ত আসলেই চারিপাশ রেঙে উঠে রংয়ের স্পর্শে। বেশ কিছুদিন আগেই বসন্ত উপলক্ষে বেশ অনেক জায়গায় বসন্ত মেলায় এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। আমি বেশ কয়েক জায়গা মেলা উপলক্ষে ঘুরতে গিয়েছিলাম। আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিছু কিছু। আজ আমি শিল্পকলায় বসন্ত মেলা উপলক্ষে ঘোরাঘুরির মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বসন্ত মেলা। বসন্ত মানে রঙিন উৎসব। বসন্ত মেলা নাম শুনলেই যেন মনে হয় সম্পূর্ণ রূপে ভরপুর এক মেলা। হ্যাঁ আসলেই এটা ভরপুর মেলায় ছিল। বসন্তের প্রথমেই শিল্পকলায় প্রতিবছর মেলা লেগে যায়। এবারেও তার ব্যতিক্রম নয়। তবে এবার একটু বেশি তাড়াতাড়ি মেলা অনুষ্ঠিত হয়েছিলো।বসন্ত আসার আগেই মেলা শুরু হয়ে গিয়েছিল। কুষ্টিয়ার শিল্পকলায় মেলা হচ্ছে আর কুষ্টিয়াতে থেকে যাবো না সেটা হয়। আসলে যাওয়ার মত সেরকম মানুষ পারছিলাম না জন্য প্রথম কয়দিন যাওয়া হয়েছিল না। পরে বোনদের সাথে একদিন গিয়েছিলাম।
সকাল বেলায় রেডি হয়ে পিসিমণির বাসায় গিয়েছিলাম। আমার নিজ থেকে ২০ মিনিটের রাস্তা আমার পিসিমণির বাসা। সেখানে গিয়ে ভেবেছিলাম ভাইকে সাথে নিয়ে যাবো বসন্ত মেলায়। যে দেখি ভাই পড়তে গেছে। তাই ভাবলাম আর মেলায় যাব না মেসে চলে যাই। কিন্তু তখনই শুনলাম আমার বোন বড়মা তারা মেলায় যাবে। আসলে আমার বোনরা শিল্পকলাতে গান শেখে। মেলা উপলক্ষে শিল্পকালাতে অনুষ্ঠিত হয়েছিল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানেই তারা অংশগ্রহণ করেছিল গানের মাধ্যমে। তাই তাদের যাওয়া।
এদিকে দেখে বোনেরা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছে। তারপর আমি ওদের সাথে যোগ দিলাম। আমি বড়মা এবং আমার বোন মিলে একটা রিক্সা নিয়ে শিল্পকলাতে চলে আসলাম। সেখানে এসে আমার আরেক বোনের সাথে দেখা হল। তারপর আমরা তিনজন মিলে মেলায় ঘুরতে শুরু করলাম। এবারের মেলা অনুষ্ঠিত হয়েছিল বেশ জাঁকজমকপূর্ণভাবে। প্রথমে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম চুড়ি মালার দোকানে। সেখানে গিয়ে বিভিন্ন ধরনের জিনিস দেখলাম। তারপর সেখান থেকে আমার বোন একটা চুড়ি কিনে নিল। আমরা তিনজন মিলে বেশ ভালোই ঘোরাঘুরি করছিলাম।
তিনজন মিলে ঘোরাঘুরি করার সময় বোনদের ডাক এলো গানের রেয়ারসেলের জন্য। তারপর তারা সেখানে চলে গেলেন। তখন আমি একা একাই ঘুরতে থাকলাম। সবগুলো দোকান ভালো করে ঘুরে ঘুরে দেখলাম। সেদিন ছিল আমার একাদশীর উপবাস সেজন্য অনেক রকম খাবার দেখলেও কিছুই খেতে পারলাম না। সেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল। একটি দোকানে গিয়ে সবথেকে ভালো লেগেছিল বিভিন্ন ধরনের শোপিস। তবে দোকানটা খুব ভিড় ছিল। সেখানে আর বেশিক্ষণ টিকতে পারলাম না।
সেখান থেকে বেরিয়ে এসে দেখলাম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। সেখানে বিভিন্ন ধরনের গান এবং নাচ পরিবেশন করা হচ্ছিল। অনেকে ধৈর্য ধরে সেগুলো দেখছিল। আমিও তাদের মধ্যে গিয়ে বসলাম। একটা সুন্দর গান হলো সেটা শুনলাম। যেহেতু একা একা ছিলাম কিছুই ভালো লাগছে না। তারপর সেখান থেকে উঠে এলাম। সেখান থেকে উঠে এসে আবার ঘুরাঘুরি করতে শুরু করলাম। চারিদিক থেকে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি ক্যাপচার করতে থাকলাম। আমার ফটোগ্রাফি করতে দারুন লাগে।
তারপর বেশ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করে আমি সেখান থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলাম। যেহেতু রাত হয়ে যাচ্ছে আমি যেহেতু মেসে একা ফিরবো সেজন্য তাড়াতাড়ি বেরোতে হবে। বোনেরা ততক্ষণেও এসে পৌঁছায়নি। তাই আর তাদের জন্য আমি অপেক্ষা করলাম না। তারপর বেরিয়ে আসতেই তিনটি আপুর সাথে দেখা হল। তারপর তাদের সাথে আবার এক চক্কর দিয়ে আসলাম। তখন বেশ ভালো লাগছিল। তাদের সাথে ঘোরাঘুরি শেষ করে তারপর আমি বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলাম।
আমার সাথে সাথে আপনারাও বেরিয়ে আসলেন। আপুদের বাসা অন্যদিকে । তারপর আপুর একটা রিক্সায় করে চলে গেলেন এবং আমি একটি রিকশা নিয়ে মেসের সামনে চলে আসলাম। প্রথমে বসন্ত মেলায় গিয়ে ভালো না লাগলেও পরে আপুদের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছিল। সবাই মিলে বেশ মজা করে সময়টা কাটিয়েছিলাম।
আজ এই পর্যন্তই।
ছবির বিবরণ
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


https://x.com/PurnimaBis34652/status/1903492019588391349?t=USWOmSCgUe1v3ENIFXZt0A&s=19
https://x.com/PurnimaBis34652/status/1903487580316058074?t=Sxw6BrjxTVkHc7GFsp4MCQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1903488232249250181?t=2rhCm8otTq8fyo-lYxPQCg&s=19
বসন্ত মেলায় গিয়ে খুব ভালো সময় কাটিয়েছিলেন দেখছি। আপনার কাটানো পুরো সময়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। মেলায় গিয়ে ঘুরাঘুরি করতে আমি তো অনেক বেশি পছন্দ করি। বেশ কিছু সুন্দর ফটোগ্রাফিও করেছেন দেখে ভালো লাগলো। প্রথমে ভালো না লাগলেও সবার সাথে দেখা হওয়ার পর ভালো লেগেছিল দেখছি।