রঙিন কাগজ দিয়ে দুটি প্রজাপতি তৈরি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১৮ই জানুয়ারি, শনিবার , ২০২৫খ্রিঃ।
কভার ফটো
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার।আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমার বাংলা ব্লগের সবাই নিজের সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি প্রকাশ করে এটা দেখতে ভীষণ ভালো লাগে। আমার কাছে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। আমি কয়েকদিন আগে রঙিন কাগজ দিয়ে দুটি ছোট ছোট প্রজাপতি তৈরি করেছিলাম। আমি সেই প্রজাপতি তৈরি করার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক।
উপকরণ সমূহ
▪️ রঙিন কাগজ
▪️ কলম
▪️ কাঁচি
▪️ আঠা
ধাপ-১
প্রথমে একটি নীল এবং হলুদ রংয়ের রঙিন কাগজ থেকে লম্বালম্বি ভাবে দুই টুকরো কাগজ কেটে নিয়েছি।
ধাপ-২
কাগজগুলোকে চার ভাগে ভাঁজ করে নিয়েছি। দুটি কাগজ আলাদা ভাবে ভাঁজ করেছি। এবার কাগজ দুটির উপর কলমের সাহায্যে প্রজাপতি এঁকে নিয়েছি।
ধাপ-৩
কলমের দাগের উপর দিয়ে প্রজাপতির অংশ কেটে নিয়েছি।কেটে নিয়ে ভাঁজ ছাড়িয়ে নিলে দেখতে একেবারে প্রজাপতির মত লাগছে।
ধাপ-৪
একইভাবে হলুদ রঙের পেপারটি কেটে ভাঁজ ছাড়িয়ে নিয়েছি।
ধাপ-৫
তারপর পেপার কেটে প্রজাপতির দুটি পাট বের করে নিয়েছি। একপাটের মাথার অংশ কেটে নিয়েছি। একটির উপর অন্যটি আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি। মাথা কাটা অংশটি উপরে দিয়েছি।
ধাপ-৬
তারপর একইভাবে হলুদ প্রজাপতি তৈরি করে নিয়েছি। উপরের অংশ একটু ভাঁজ করে উপরে তুলে নিয়েছি।
শেষ-ধাপ
এভাবেই তৈরি করে নিয়েছি চমৎকার দুটি প্রজাপতি। এটাই ফাইনাল আউটপুট।
ছবির বিবরণ
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১২জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14
Daily task
রঙিন কাগজ দিয়ে যাই বানানো হোক না কেন আমার কাছে বেশ ভালো লাগে। যদিও কিছুটা সময় লাগে কিন্তু মন দিয়ে কোন কিছু বানিয়ে সম্পূর্ণ হলে সেটা নিজের কাছেও দেখতে অনেক ভালো লাগে। আজ আপনার রঙিন কাগজের প্রজাপতি দুটো দারুন হয়েছে। প্রতিটা ধাপ খুবই সুন্দর করে আমাদের সাথে শেয়ার করেছেন।
কাগজ কেটে সুন্দর প্রজাপতিগুলো তৈরি করেছেন এবং যা দেখতে খুবই ভালো লাগছে। বাড়ির যে কোন দেওয়ালে এই ধরনের অনেকগুলো প্রজাপতি একসাথে চিটিয়ে দিলে খুবই ভালো লাগবে দেখতে।
আপু আপনি সিম্পলের মধ্যে খুব সুন্দর দুটি প্রজাপতি বানিয়েছেন। তবে চেষ্টা করবেন আরও ইউনিক কিছু শেয়ার করার। যাই হোক আপনার এই ডাই আমার কাছে খুব ভালো লেগেছে। তাছাড়া রঙিন কাগজের জিনিস গুলো দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
শুনে অনেক ভালো লাগলো রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আপনার অনেক ভালো লাগে ।আপনি দেখছি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর দুইটা প্রজাপতি তৈরি করেছেন । যেটি দেখতে আসলেঊ অনেক চমৎকার হয়েছে ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর দুইটি প্রজাপতি তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে দিদি। প্রজাপতির সামনের অংশের এন্টিনা দুইটা যেন সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। ভিন্ন রঙে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরীর ধাপ গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে তৈরি প্রজাপতি দেখে বেশ ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি দুইটা তৈরি করেছেন। প্রজাপতি তৈরি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে আলোচনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেয়ার জন্য।
রঙ্গিন কাগজ দিয়ে দুটি চমৎকার প্রজাপতি তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার ডাই পোস্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে তৈরি করেছেন এবং সেটা ধাপে ধাপে উপস্থাপন করেছেন সব মিলিয়ে দারুন হয়েছে আপু।
রঙিন কাগজ দিয়ে দুটি প্রজাপতি তৈরি দেখে মুগ্ধ হলাম আপু। প্রজাপতি দুইটি দেখতে অসাধারণ হয়েছে। আপনি সম্পূর্ণ প্রজাপতির তৈরির ধাপ সমূহ সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা করলেন। এত সুন্দর প্রজাপতি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।