কয়েকটি ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ15 days ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ১৮ই মার্চ, মঙ্গলবার,২০২৫খ্রিঃ



কভার ফটো


1000032487.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। আমি বেশিরভাগ সময় আপনাদের সাথে ফুল এবং প্রাকৃতিক যেকোনো ফটোগ্রাফি শেয়ার করে থাকি। আজ আমি আপনাদের সাথে হাজির হয়েছি এক গুচ্ছ ফুলের ফটোগ্রাফি নিয়ে। ফুল আমরা সকলেই ভালবাসি। তাই আশা করছি, ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে ফটোগ্রাফি গুলো দেখে আসা যাক।



ফটোগ্রাফি নং-১


1000032488.jpg

ক্যাপশন: ক্রিসমাস ফুল।
ডিভাইস: গুগোল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে ক্রিসমাস ফুলের ফটোগ্রাফি। এই ফুলে নাম অবশ্য আমি জানতাম না। গুগল থেকে কিছুক্ষণ আগে এই ফুলের নামটি জানতে পেরেছি। এই ফুল এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। দক্ষিণাঞ্চলে ফুলের নাম ক্রিসমাস বলা হয়। আবার অনেকেই ফুলকে মে ফুল নামেও চিনে থাকেন। নামে কি আসে যায়। সৌন্দর্য টাই তো আসল। ফুলের সৌন্দর্যটা আসলেই মনমুগ্ধকর। চমৎকার ফুলের ফটোগ্রাফিটি ক্যাম্পাস থেকে ক্যাপচার করেছিলাম।

ফটোগ্রাফি নং-২


1000032489.jpg

ক্যাপশন: গাঁদা ফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া


আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুল সম্বন্ধে আমরা সকলেই জানি। গাঁদা ফুল দেখিনি এরকম মানুষ নেই বললেই চলে।গাঁদা ফুল আমাদের দেশে বিপুল পরিমাণে চাষাবাদ হয়। শুধু আমাদের দেশে না অনেক দেশেই গাঁদা ফুলের অনেক চাহিদা। গাঁদা ফুল চাষ করা খুবই সহজ। গ্রাম কিংবা শহরের প্রতিটি বাড়িতেই এই ফুলে চাষাবাদ দেখা যায়। শীতের সময় ফুলের চাষ বেশি হয়। গাঁদা ফুলের গন্ধে পুরো বাড়ি যেন ভোরে ওঠে।

ফটোগ্রাফি নং-৩


1000032490.jpg

ক্যাপশন: ডালিয়া ফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে ডালিয়া ফুলের ফটোগ্রাফি। ডালিয়া ফুল আমার কাছে খুব ভালো লাগে। ফুল গুলো দেখতে ভীষণ বড় বড় হয়। আমাদের ক্যাম্পাসে অনেক রকমের ডালিয়া ফুল রয়েছে। ক্যাম্পাসের এক সাইড জুড়ে ডালিয়া ফুলের বাগান হয়ে গেছে। কত যে অপূর্ব লাগে দেখতে, কি আর বলবো। সেখান থেকে বেশ কিছু ফটোগ্রাফি আমি ক্যাপচার করে রেখেছিলাম। আরো কিছু ডালিয়া ফুলের ফটোগ্রাফি আমার কাছে আছে। সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব।

ফটোগ্রাফি নং-৪


1000032491.jpg

ক্যাপশন: নাম না জানা ফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো।
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া


আমার এই ফটোগ্রাফিতে রয়েছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই ফোনে নাম আমি জানিনা। গুগলে সার্চ করেও জানতে পারিনি। আপনারা জানলে অবশ্যই জানিয়ে দিবেন। ফুলগুলো বেশিরভাগ সময় দেখি এরকমই থাকে। লজ্জাবতী টাইপের কোন ফুল হবে। ক্যাম্পাসের ফুলবাগানের মধ্যে এরকম গাছ অনেকগুলো রয়েছে। সেখান থেকে ক্যাপচার করে এনেছিলাম।


ফটোগ্রাফি নং-৫


1000032492.jpg

ক্যাপশন: সরিষা ফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে সরিষা ফুলের ফটোগ্রাফি। সরিষা ফুলের সৌন্দর্য এখন শেষ। অনেক আগে শীতের সময় কোন এক বিকেল বেলায় সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছিলাম। শীতের সৌন্দর্য সরিষা ফুল। শীতের সময়টা চলে গেলে যেন সরিষা ফুলের কথা বেশি করে মনে পড়ে। মাঠের পর মাঠ হলুদ ফুলের সাজে। কত অপূর্ব দৃশ্য তাই না!


ফটোগ্রাফি নং-৬


1000032493.jpg

ক্যাপশন:লঙ্কা ফুল।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া

আমার এই ফটোগ্রাফিতে রয়েছে লঙ্কা ফুলের ফটোগ্রাফি। লাল রঙের এই ফুলগুলো দেখতে অনেকটা লঙ্কার মত। তাই ফুলের নাম দিয়েছি লঙ্কা ফুল। এই ফুলের আসল নাম আমার জানা নেই। তবে ফুল গুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। ক্যাম্পাসের অনেকগুলো টবে এরকম লঙ্কা ফুলের গাছ রয়েছে। এই ফুলের কোন ঘ্রাণ নেই বললেই চলে। তবে সৌন্দর্য দিক দিয়ে অনন্য।


ফটোগ্রাফি নং-৭


1000032494.jpg

ক্যাপশন:চন্দ্রমল্লিকা ফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া

আমার সর্বশেষ ফটোগ্রাফি তে রয়েছে এক ধরনের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। এগুলো আসলে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি কিনা আমি জানিনা। তবে ফুল গুলো দেখতে অনেকটা চন্দ্রমল্লিকা ফুলেরই মত। চন্দ্রমল্লিকা ফুল তো অনেক প্রজাতি হয়ে থাকে। এটা হয়তো কোন এক প্রজাতি হবে। তবে এখানে অসংখ্য ফুল ফুটেছিল। একসাথে এতগুলো চন্দ্রমল্লিকা ফুল দেখতে চমৎকার লাগছিল। একগুচ্ছ চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিটিও ক্যাম্পাস থেকে ক্যাপচার করা।



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 15 days ago 

এরকম সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। এত সুন্দর করে আপনি ফটোগ্রাফি করেছেন দেখে তো জাস্ট দারুন লাগলো। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফির মধ্যে থেকে 3 এবং 7 নাম্বার ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে।

 15 days ago (edited)

ফুলের ফটোগ্রাফি মানেই মনমুগ্ধকর সৌন্দর্য। আজকে শেয়ার করে তোমার প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা সত্যি বলেছো ফুলের নামে কি আসে যায় ফুলের সৌন্দর্যটাই হচ্ছে আসল। প্রত্যেকটা ফটোগ্রাফি দারুন অ্যাঙ্গেলে ক্যাপচার করেছো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

 15 days ago 

বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে চমৎকার কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে সরিষা ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু আপনাকে

 15 days ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি উপহার দিয়েছেন।আপনার তোলা ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম আপু। সব গুলো ফটোগ্রাফি যেনো আমাকে মুগ্ধ করলো।ফটোগ্রাফি যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 15 days ago 

দারুন দারুন ফুলের ফটোগ্রাফি ধারণ করেছেন আপু। আপনার ধারণ করা সব কয়টি ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। খুবই সুন্দরভাবে প্রতিটি ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফির নিচে অনেক সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপু।

 15 days ago 

অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে এইসব ফুলের মধ্যে এই নাম না জানা ফুলটি আমাকে বেশি আকৃষ্ট করল। সব ফুল গুলোই অনেক বেশি সুন্দর তবে ওই ফুলটি পুরোই অন্যরকম। এমন ফুল আগে কখনো দেখিনি আপনার পোষ্টের মাধ্যমে দেখার সৌভাগ্য হয়ে গেল।

 15 days ago 
1000032537.png1000032539.png1000032538.png
 15 days ago 

আপু, আপনি আজকে যা ফটোগ্রাফি শেয়ার করেছেন তা এক কথায় অসাধারণ। প্রতিটি ফুলের ছবি যেন একেকটি জীবন্ত চিত্রকর্ম অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর। শুধু ফটোগ্রাফিই নয়, আপনার বর্ণনাও এতটা হৃদয়গ্রাহী যে, ছবিগুলোর সৌন্দর্য আরও বেশি অনুভব করতে পারলাম। আপনার কাজ সত্যিই প্রশংসার যোগ্য, ধন্যবাদ এমন সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 15 days ago 

প্রথম এই ফুলগুলোকে আমি এতদিন গজানিয়া ফুল বলে চিনতাম। আজকে নতুন দুইটা নাম শুনলাম। ফুল গুলো আসলেই খুব সুন্দর দেখতে। লাল রঙের এই নাম না জানা ফুলগুলো আগে কখনো দেখা হয়নি। ফুলগুলো চমৎকার লাগছে দেখতে। ডালিয়া ফুলের ফটোগ্রাফি টাও মনোমুগ্ধকর ছিলো। ফুলের ফটোগ্রাফি বরাবরই মুগ্ধ করে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ।