কয়েকটি ফুলের ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২৩ শে মার্চ,রবিবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। ফুল এবং প্রকৃতির ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। যেকোনো ধরনের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। সপ্তাহে দু তিনটি করে ফটোগ্রাফি পোস্ট করার চেষ্টা করি। আজ আমি আপনাদের সাথে একগুচ্ছ ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। ফুল হলো সৌন্দর্যের প্রতীক। ফুলকে আমরা সবাই ভালোবাসি। আশা করছি, ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি নং-১
ডিভাইস: গুগোল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে ডালিয়া ফুলের ফটোগ্রাফি। ডালিয়া ফুল অনেক রঙের হয়ে থাকে। এর আগের দিন ডালিয়া ফুলের আরেকটি রংয়ের ফুলের ফটোগ্রাফি করেছিলাম। ক্যাম্পাসে বিভিন্ন রঙের ফুল গুলোর মধ্যে এই কালারটা অন্যতম। হালকা সাদা এবং মিষ্টি একটি রং এর ফুল এটি। গোটা গোটা ডালিয়া ফুল দেখতে চমৎকার লাগে। আমাদের দেশে অনেক ধরনের ডালিয়া ফুল রয়েছে।
ফটোগ্রাফি নং-২
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে হলুদ ফুলের ফটোগ্রাফি। এই ফুলটি নাম আমার জানা নেই তাই নাম দিয়েছি হলুদ ফুল। ছোট ছোট গাছে ছোট ছোট ফুল গুলো বেশ চমৎকার। ক্যাম্পাসে হরেক রকমের ফুল গাছগুলোর মধ্যে এ ফুলগুলো অন্যতম । হলুদ রঙের এই ছোট ছোট ফুল গুলো দেখতে বেশ অপূর্ব লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাবেন। আর হ্যাঁ, জানা থাকলে ফুলের নামটি অবশ্যই বলে যাবেন।
ফটোগ্রাফি নং-৩
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। বিভিন্ন রঙের দাগ কাটা পিটুনিয়া ফুল। পিটুনিয়া ফুলে নাম আমরা সকলেই শুনেছি। এই ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। প্রত্যেকটি রঙের মধ্যে আলাদা সৌন্দর্য বিদ্যমান। ক্যাপ আছে বিভিন্ন রঙের পিটুনিয়া ফুল রয়েছে। সৌন্দর্যের দিক দিয়ে পিটুনিয়া ফুল অনন্য।
ফটোগ্রাফি নং-৪
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো।
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে টাইম ফুলের ফটোগ্রাফি। আমরা তো এই ফুলগুলোকে টাইম ফুল বলি। এক এক অঞ্চলে ফুলটির নাম এক এক রকম। কেউ বলে ঘাস ফুল, কেউ বলে টাইম ফুল, আবার কেউ বা ভিন্ন ভিন্ন নামে চিনে থাকে। এই ফুলগুলো চাষ করা খুবই সহজ। যেকোনো জায়গায় কোন মত ফেলে রাখলে ফুলের গাছ থেকে ফুল ধরতে শুরু করে। সাদা গোলাপি হলুদ আরো অনেক রঙের হয়ে থাকে। প্রত্যেকটি রং ভীষণ সুন্দর।
ফটোগ্রাফি নং-৫
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে লাল ঋষি ফুল। এই ফুলগুলো রক্ত জবার মতোই লাল। মাঝখানে রক্ত জবার মতোই থাকে। তবে ফুলগুলো কখনোই ছড়িয়ে যায় না সব সময় এরকম গোছানোই থাকে। এই ফুল গুলোর নাম অনেকে লজ্জাবতী বলে থাকে। এই ফলে নিজস্ব কোন গন্ধ নেই। তবে সৌন্দর্য দিক দিয়ে এক অনন্য। আমার কাছে ফুল গুলো বেশ ভালই লাগে।
ফটোগ্রাফি নং-৬
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে অচেনা এক ধরনের ফুলের ফটোগ্রাফি। এই ফুল গুলোর নাম আমি জানিনা। এটা ঠিক ফুল নয়। দেখতেই ফুলের মত কিন্তু ফুলের মত নরম নয়। কেমন যেন শক্ত প্রজাতির একটি উদ্ভিদ। এগুলো কি কাজে লাগে সেগুলো আমার জানা নেই। তবে ছোট্ট গাছ ভর্তি অনেকগুলো এই ফুল দেখতে ভীষণ চমৎকার লাগছিলো।ক্যাম্পাস এরকম ফুল একটি গাছেই রয়েছে।
ফটোগ্রাফি নং-৭
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
আমার সর্বশেষ ফটোগ্রাফি তে রয়েছে অপরাজিতা ফুলের ফটোগ্রাফি। অপরিচিত ফুল বেশ পরিচিত একটা ফুল। এই ফুল যেমন সৌন্দর্য দিক থেকে এগিয়ে তেমনি এর উপকারিতা ও রয়েছে। অপরিচিতা ফুল শরীরের জন্য নাকি বেশ উপকার। এই ফুলের রস চুলের জন্য বেশ উপকার। আবার যেতে ফুলের চা আমার কাছে বেশ ভালো লাগে। এই ফুলের আরো নানান দিক রয়েছে।
আজ এই পর্যন্তই।
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


৬ নং ফটোগ্রাফিতে লাল রঙের এই ফুলগুলো আমি আগে কখনো দেখিনি। ফুলগুলো দেখতে সত্যিই অসাধারণ। ডালিয়া ফুল আমার বেশ পছন্দের একটা ফুল। মনোমুগ্ধকর ছিল আপনার ক্যাপচার করা প্রত্যেকটা ফটোগ্রাফি। ফুলের ফটোগ্রাফি দেখলে আসলেই ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
https://x.com/PurnimaBis34652/status/1903819187476463967?t=JulHxCQ-TaOhYqdM4_ZkIQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1903819544659108230?t=l2bkoLErnH79j7nD6MW0Ow&s=19
https://x.com/PurnimaBis34652/status/1903822693230845976?t=aEIrnY1I6YGxBXjoS2d_1w&s=19
https://x.com/PurnimaBis34652/status/1903835871050403882?t=aETWwLknYlLc14s_K08rQw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1903839349890011523?t=j0gdTEg815x5cyfZNUUk7A&s=19
https://x.com/PurnimaBis34652/status/1903841276333867249?t=3yTocqAASes5x7A1S1Z05A&s=19
https://x.com/PurnimaBis34652/status/1903842122408861874?t=pWr3iGCD9AsSTATVxz_Bzw&s=19
বাহ চমৎকার আপু। খুবই সুন্দর লাগছে। দারুণ করেছেন আপনি ফটোগ্রাফি গুলো। বিশেষ করে সাদা টাইম ফুলের ফটোগ্রাফি টা বেশি সুন্দর লাগছে আমার কাছে। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ফুলের ফটোগ্রাফি সব সময় আমি অনেক বেশি পছন্দ করি। তোমার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। ডালিয়া ফুলের ফটোগ্রাফিটা জাস্ট ওয়াও হয়েছে। অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
ফুলের ফটোগ্রাফি আপনি পছন্দ করেন জেনে ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।