স্বরচিত কবিতা: "হারিয়ে যাওয়া বন্ধু"
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২৯ শে নভেম্বর , শুক্রবার, ২০২৪ খ্রিঃ।
কভার ফটো
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আজ আমি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। ছোটবেলা থেকেই কবিতা লিখতে আমার বেশ ভালই লাগে। আমাদের এই জীবনে সব থেকে সুন্দরতম সময় আমরা শৈশবে কাটিয়েছি। আর শৈশবের বন্ধুগুলো সব থেকে বেশি সুন্দর হয়। আমি আজকে শৈশবের এক হারিয়ে যাওয়া বন্ধুকে নিয়ে একটি কবিতা লিখেছি।আমার লেখা সেই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আমার স্বরচিত কবিতাটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
হারিয়ে যাওয়া বন্ধু
পৃথিবী ঘেরা কত মানুষ, কত হৃদয়
কিন্তু বন্ধু কজন হয়?
বন্ধু একটি ছোট্ট শব্দ
অর্থ আবার বৃহৎ।
বন্ধু মানে, দুটি মনের
একই হাঁটার পথ,
বন্ধু মানে, হাজার কঠিন,
সহজ করে বলা।
বন্ধু মানে, না চাওয়াতেই
অনেক কিছু পাওয়া।
বন্ধু মানে, অহেতুক পাগলামি আর
সীমাহীন অধিকার
একটুখানি অভিমান আর
অহেতুক আবদার।
বন্ধু মানে, হরেক নামে
আদর করে ডাকা।
একটুখানি দুষ্টুমি আর
অনেক রকম মজা।
কাছে থাকলে ঝগড়া,
দূরে গেলে মিস।
অকাজ করলে সরি না বলে
"তোরই তো দোষ"
বন্ধু মানে অন্যরকম
দায়িত্বে ভরা মন
বন্ধু এক অছিন্ন বাঁধন।
ছোটবেলার বন্ধুগুলো,
এই রকমই হয়।
বড় হয়ে হঠাৎ করেই,
তারা হারিয়ে যায়।
বন্ধু তুমি কোথায় আছো?
জানিনা তো আমি।
বন্ধু তুমি আমার কাছে ,
আজো অনেক দামি।
আমার মনের বেস্ট ফ্রেন্ড নামক জায়গাটা,
আজও তোমারই জন্য।
বন্ধু তোমায় রাখবো মনে,
আজীবন এমন করে।
কবিতার সারমর্ম
পোস্টের বিবরণ
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
লোকেশন: কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


আমি ম্যান্ডেটরি টাস্ক কমপ্লিট করার পরে স্ক্রিনশট নিয়েছি।
আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার কবিতার মধ্যে আমি যেন অন্যরকম অনুভূতি খুঁজে পেলাম এবং খুঁজে পেয়েছি আমার হাই স্কুল লাইফের অনেক অনুভূতি। যখন বেশ অনেক বান্ধবীরা মিলে আনন্দের সাথে চলতাম। এত সুন্দর কবিতাটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বন্ধুর শব্দের বিশালতা আসলে সংকীর্ণ ভাষায় প্রকাশ করা খুবই জটিল। বন্ধু মানে একজন মানুষকে ভালো লাগা,সুখ-দুঃখের সাথি অনেক কিছু। এমন বন্ধু জীবনে থাকা মানে অনেক ভালো লাগা। আবার হারিয়ে গেলে অনেক খারাপ লাগে। অনেক সুন্দর একটি কবিতা লিখলেন অনেক ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু বন্ধু জীবনে থাকলে অনেক ভালো লাগে আবার হারিয়ে গেলে অনেক খারাপ লাগে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার কবিতা আবৃত্তি করে মুগ্ধ হলাম। অনেক সুন্দর ভাবে আপনি কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন। মাঝেমধ্যে মনের ভাব প্রকাশ করতে কবিতা লেখাকে আমি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মনে করি। ঠিক তেমনি আপনার লেখা কবিতা মন ছুয়ে যাওয়ার মত ছিল।
আবার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলেন জেন ভালো লাগলো। অবশ্যই ভাই মনের ভাব প্রকাশ করতে কবিতা সেরা মাধ্যম। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হারিয়ে যাওয়া বন্ধু নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল। আপনি খুবই সুন্দর ভাবে ছন্দে মিলিয়ে লিখেছেন।
হুম ভাই চেষ্টা করেছি। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে আমার। কারণ কবিতাটি ছন্দ এবং সুন্দর ভাষায় লিখেছেন তাই ভালো লাগলো।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ছোটকাল থেকে কবিতা লিখতে আমিও পছন্দ করতাম। আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।হারিয়ে যাওয়া বন্ধু কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। প্রত্যেক মানুষের জীবনে বন্ধুত্ব অপরিসীম। আর কিছু কিছু বন্ধু আছে রক্তের সম্পর্ক চেয়ে ও বেশি। সুন্দর এবং চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনিও ছোটবেলা থেকেই কবিতা লিখতে পছন্দ করেন জেনে ভালো লাগলো। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বন্ধু মানে দুই মানুষ কিন্তু এক অভিন্ন হৃদয়। হ্যা বন্ধুগুলো হয়তো একসময় যোগাযোগ কমিয়ে দেয় নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তবে বহু বছর পরে দেখা হলেও সেই পুরানো অনূভুতি টা কিন্তু আবার ফিরে আসে আপু। চমৎকার লিখেছেন আপনি। বেশ ভালো লাগল আপনার কবিতা টা। ধন্যবাদ আপনাকে।।
বন্ধু মানেই জীবনের সেরা মুহূর্ত। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হারিয়ে যাওয়া বন্ধু নিয়ে অনেক দারুন একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি কিন্তু ও অনেক সুন্দর করে কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।
আমার কবিতার প্রতিটি লাইন আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুকরিয়া আপু।