শুভ রাখী পূর্ণিমা

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

ফটোগ্রাফার: @pujaghosh
ডিভাইস: realme 8i
লোকেশন: বারাসাত


রাখি বন্ধন হলো একটি পবিত্র উৎসব। যা ভাই-বোনেদের সম্পর্ককে রাখির সুতোর সাথে সাথে আরো দৃঢ় করে। বছরে তো কত উৎসবই পালন করা হয় তার মধ্যে থেকে ভাই বোনেদের জন্য তো একটা আলাদা দিন থাকা উচিত, সেটি হল আজকের এই শুভদিন। যদিও আমার নিজের একমাত্র দাদা বাড়ীতে থাকে না, সে কাজের সূত্রে মুম্বাইতে থাকে। তাই গত ৩-৪ বছর আর আমি কাউকে রাখি পড়ায় না। এই দিনে তার কথা আমার খুব মনে পড়ে। এদিকে তারও আমার কথা খুব মনে পড়ে।


প্রতিবছরের মতো এই বছরেও রাত ১২ টা তেই তার সাথে আমার কথা হয়ে গেছে। আর গতকাল আমার পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, সেটা শুনেও দাদা অনেক খুশি হয়েছে। তাই দাদা আমাকে বললো, "তোর তো দুটো গিফট পাওনা হয়েছে কি কি নিবি?"আমি অনেক ভেবে চিন্তে বললাম বাড়ী আসার সময় ওখান থেকে একটা ভালো পারফিউম আগের বারের মতো আর একটা ভালো ঘড়ি নিয়ে আসিস। তখন বললো, ঠিক আছে যাওয়ার সময় নিয়ে যাবো। আমি তো গিফট পেয়ে খুব খুশি হয়ে গেলাম।


এইদিকে আবার সকালে ঘুম থেকে উঠেই দেখলাম দাদা তার সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় আমাদের ৩-৪ বছর আগের রাখি পড়ানোর ছবি পোস্ট করেছে ,যা দেখে আমি খুব খুশি হয়ে গেলাম । এইদিকে আবার আমার আর এক দাদা( পিসির ছেলে ) ঘুম থেকে ওঠার আগেই মটন নিয়ে এসে হাজির, আমার পরীক্ষার ভালো ফলাফল আর রাখী উপলক্ষে । আমি তো আজ সকাল থেকে খুব খুশি, আজ ৩-৪ বছর পর আবার রাখী পড়াবো। তবে আমার এই দাদার সাথে সাথে যদি আর এক দাদাও থাকতো বেশি ভালো লাগতো ।


তারপর সকালে বাজারে গিয়ে খুব সুন্দর একটা ফুলের রাখী কিনে নিয়ে এসে স্নান করে দাদার হাতে পড়িয়ে দিলাম , সে তো খুব খুশি। আমিও খুব খুশি। সে আমাকে খুব ভালো একটা ব্র্যান্ডের পারফিউম গিফট করেছে, আর বললো আরও একটা ভালো গিফট পাওনা থাকলো পরীক্ষার ফলাফল এর জন্য। তারপর দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করলাম দুই ভাই বোনে। তারপর আবার সন্ধ্যায় একটু বেরোনোর প্রোগ্রাম ছিল।


সব মিলিয়ে আমার আজকের দিনটা বেশ কয়েক বছর পর আবারও খুব ভালো কাটলো। প্রতি বছর আমি যেনো খুব আনন্দের সহিত আমার দুই দাদাকে রাখি পড়াতে পারি।আর রাখির বন্ধনের মতো আমাদের ভাই বোনেরাও যেনো এক সুতোয় বাঁধা থাকতে পারি। পৃথিবীর সকল ভাই বোনেরা ভালো থাকুক এই কামনা করি।


আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

দিদি বেশ ভালো লাগলো রাখি বন্ধনের দিনে আপনাদের ভাই বোনের গল্প শুনি। আজকের দিনে পরিবারের সাথে বেশ ভালো সময় কাটিয়েছেন। সব মিলিয়ে আপনার জন্য একটি অসাধারণ দিন ছিল । রাখি বন্ধন এর শুভেচ্ছা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও রাখী বন্ধনের শুভেচ্ছা আপু। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। প্রত্যেক বছরের মত এবারও আপনার দাদার সাথে কথা হয়েছে রাত বারোটার পর জেনে বেশ ভালো লাগলো। আপনার পরীক্ষার রেজাল্ট বেশ ভালো হয়েছে শুনে আপনার দাদা বেশ খুশি হয়েছিল জানতে পারলাম। দাদার কাছে আপনি দুটো গিফট চেয়েছেন পারফিউমা ও ঘড়ি আসলে বোনদের জন্য দাদারা সব সময় গিফট দিতেই ভালোবাসে আমি মনে করি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাই, পোষ্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।