||নাটক রিভিউ:-আলাদীনের প্রদীপে যেভাবে দৈত্য এলো||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ:-আলাদীনের প্রদীপ যেভাবে দৈত্য এলো আমি প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে নাটক রিভিউ শেয়ার করি।সময় পেলে এইরকম বাংলা রোমান্টিক নাটক গুলো আমি দেখি।তবে এই নাটকে যারা অভিনয় করছে,মানে পার্থ শেখে এর অভিনয় খুবই কম দেখি।যাইহোক হুট ইউটিউবে ঢুকে এই নাটকটি ডাউনলোড দিয়ে দেখি।তো দেখলাম তা ভালোই ছিলো নাটক টি।এই জন্য ভাবলাম আপনাদের মাঝে নাটকের রিভিউ টি শেয়ার করি।আসলে আমার কাছে যেই নাটক টি ভালো লাগে আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করি।যাতে করে আপনাদের কাছে ভালো লাগে। যাইহোক দেরি না করে শুরু করা যাক।
নাটকের নাম | আলাদীনের প্রদীপে যে ভাবে দৈত্য এলো |
---|---|
অভিনয় | পার্থ শেখ,মারিয়া শান্ত,আরো অনেকে |
পরিচালক | আদনান সৈকত |
মুক্তির তারিখ | ১৩ ডিসেম্বর ২০২৪ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
দৈর্ঘ | ৫১.৫৩ |
নাটকের শুরুতে নায়ক তার বাসা থেকে বাইরে চাকরি নেওয়ার জন্য একটি বাসা খুঁজে।তো খোঁজাখুঁজি করার পর সে একটি বাসা খুঁজে পায়।তো যখন তাকে একটি রুম দেওয়া হলো এবং রুমের ভেতরের ঢুকে অনেক কাপড়-চোপড় এলোমেলো হয়েছিলো।তো সে পুরো ঘরটি ঠিক করতে গিয়ে হুট করে একটি আলাদিদের প্রদীপ পেয়ে যায়। এখন প্রদীপ কে পাওয়ার পরে সে ভাবতেছে,প্রদীপ ঘোসলে নাকি মনের আশা পূরন হয়।তো সেম কাহিনী করল প্রদীপে টাস করার পরে তার সামনে সুন্দর একটি মেয়ে উপস্থিত হলো।এবং হুট করেই সেই মেয়েকে দেখে সে অবাক হয়ে পড়লো।
তো এইভাবে প্রদীপ থেকে যখন মেয়েটি বের হলো সব সময় তাকে টাস করে তার সামনে নিয়ে এলো।এবং তার সাথে সুন্দর একটি সম্পর্ক শুরু হলো।তাকে একদিন ডাক দিয়ে বলল যে দেখেন আমার পার্মানেন্ট একটা চাকরির দরকার।তো সে বলল যে একটা চাকরি আছে এবং সব কিছুই আপনার জন্য ভালো।তো পরের দিন থেকে নায়ক চাকরিতে জয়েন করে এবং সবাইকে মিষ্টি খাওয়ায়।তো হুট করে একদিন ওই মেয়েটি বাসা থেকে বের হয় এবং বাসার একটি লোক তাকে দেখতে পায়।তাকে দেখতে পাওয়ার সাথে সাথে তার পিছু করলো এবং হুট করে দেখে সে উধাও হয়ে গেলো।লোকটি কিন্তু ওই সময় অনেক ভয় পেয়েছে।যাইহোক পরের দিন যখন নায় বাসায় ফিরল তাকে ঐ লোকটি বললো যে আপনার রুমে কোন মেয়ে মানুষ উঠছে কিনা?তখন সে বলে কোন মেয়ে মানুষ নেই।
তো সে যে বাসার বাইরে গেছিলো তাকে রুমে ঢুকে নায়ক তাকে অনেক বকাবকি করলো। তো যাই হোক পরের দিন নায়ক তার মন ছটফট করে।মানে তাকে সে ভালোবেসে ফেলছে।তো দৈত্য টি একটু টাচ দেওয়ার পরে মেয়েটি তার সামনে চলে আসলো।এবং তাকে ভয় ভয় করে তার ভালোবাসার কথা জানিয়ে দিলো।কিন্তু সেই রিলেশন এর প্রস্তাবটি মেয়েটি মেনে নিলো না।কারণ তাদের এটা কোন নিয়ম না যে পৃথিবীর কোন মানুষের সঙ্গে রিলেশন করা।যাইহোক তার কথাটি ঘুরিয়ে দিলো সে।তো পরে বললো আমাকে যাইতে হবে সেই জগতে। তো যাওয়ার সময় তাকে একটি ওষুধ দেওয়া হয়েছিল।বলছিল যে কোনদিন যদি পৃথিবীতে সমস্যা হয় তাহলে ওষুধ টি খাবেন সঙ্গে সঙ্গে আপনি প্রদীপের জগতে চলে আসবেন।এই কথাটি বলে সে সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে চলে গেলো।
তো পরের দিন থেকেই তার অফিস থেকে ঝামেলা শুরু হলো এবং অফিসের যে ম্যানেজার ছিল সে নাকি পালিয়ে গেছে।সঙ্গে সঙ্গে ফোন দিয়ে শুনে যে কোম্পানির অনেক বড় ক্ষতি হয়েছে এবং সেই কোম্পানির নামে মামলা হয়েছে।তো এইদিকে পরের দিন তার বাসায় ডিবি পুলিশ উপস্থিত হয়ে।এখন পুলিশের আওয়াজ পেয়ে সে তো সঙ্গে সঙ্গে ভয় পেলো এবং দরজা বন্ধ করে চুপ করে বসে আছে। যখন পুলিশ দরজা ভেঙে ঢুকতে চাইলো সে সাথে সাথে তার দেওয়া ওষুধ টি খেয়ে ফেললো।তো ওষুধ টি খাওয়ার পরে সে ওই জগতে চলে গেলো।এবং সেখানে গিয়ে শুনলো যে তার সঙ্গে যার পরিচয় ছিলো ও নাকি পৃথিবীতে চলে গেছে।এ খবরটি শুনে নায়ক কান্না শুরু করলো।তার পর নাটক টি এখানেই শেষ হয়।
তো বন্ধুরা এই ছিল আজকে আমার নাটক রিভিউ। নাটকটি আমার কাছে সব মিলিয়ে অনেক সুন্দর লাগছে। তো আপনারা যারা নাটক টি এখনো দেখেন নাই দেখে নিবেন।আশা করছি ভালো লাগবে।পুরো নাটকের কাহিনী ওই দৈত্য নিয়ে ছিলো।কিন্তু নায়ক তার আশায় ওষুধ টি খেয়ে সেই জগতে গেলো কিন্তু তাকে পাইলো না,এটাই হচ্ছে আফসোস। যাইহোক মনে হচ্ছে নাটকের দ্বিতীয় পর্ব বের হবে।তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
You can also vote for @bangla.witness witnesses
|
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি ভাই খুবই ভালো লাগলো নাটকটির রিভিউ পড়ে। আগামীতে সময় পেলে অবশ্যই নাটকটি আমি দেখে নিবো। দারুন একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
নাটকের নামটা শুনেই বোঝা যাচ্ছে নাটকটা খুব সুন্দর হবে। নাটকের গল্পটা আসলেই দারুন। আপনার কাছে রিভিউ দেখে ভালো লাগলো। নাটকটা দেখা হয়নি। তবে আপনার রিভিউ এর মাধ্যমে জানতে পারলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা নাটক রিভিউ শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।
অনেক সুন্দর একটা নাটকের রিভিউ সবার মাঝে আপনি শেয়ার করেছেন। আমার কাছে নাটকের রিভিউ পড়তে অনেক ভালো লেগেছে। নাটকটা সত্যি খুব সুন্দর ছিল। নাটকটা যদিও দেখা হয়নি কিন্তু রিভিউ পড়ে ভালো লেগেছে। আমি তো ভাবছি সময় পেলে এই নাটকটা দেখব।
ধন্যবাদ আপু সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
পুরো কাহিনীটাকে সংক্ষেপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এই সুন্দর নাটকটির রিভিউ। এই নায়ক নায়িকা আমার অনেক পছন্দের। তাদের অভিনয় আমার কাছে অনেক ভালো লাগে। অনেক আগে থেকেই আমি তাদের নাটক দেখি। তাদের দুজনের অভিনয় অনেক সুন্দর হয়। এ নাটকের মধ্যেও অনেক সুন্দর অভিনয় করেছে তারা। রিভিউটা সুন্দরভাবে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইজান এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।