||জেনারেল রাইটিং:-বাবাকে ছারা রমজান মাস||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে জেনারেল রাইটিং:-বাবাকে ছারা রমজান মাস আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু পোস্ট নিয়ে আসার।তো আজকে যে বিষয় নিয়ে পোস্ট শেয়ার করব সেটা আপনারা হয়তো টাইটেল দেখেই বুঝতে পারছেন। আসলে হট করেই কিন্তু আমার বাবার কথা মনে পড়লো এবং আর আগের স্মৃতিগুলো মনে পড়লো। তাই আপনাদের মাঝে কিছু কথা বললে হয়তো হালকা লাগবে।আসলে আমার বাংলা ব্লগ এটা হচ্ছে আমার একটা পরিবারের মতো।তাই আমার যত দুঃখ কষ্ট আনন্দ যা আছে আমি সবগুলা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি।
আসলে আমি ছোট থেকে বড় হয়েছি, আমি বলতে গেলে আমার বাবার আদরের বড় হয়েছি।কারণ আমি যখন ছোট ছিলাম তখনই কিন্তু আমার মা মারা যায়।তখন ঠিক একটা কিছু বুঝতাম না।তাই বলতে গেলে আমার বাবার প্রতি আমার অনেক মায়া এবং বাবার প্রতি আমার অনেক ভালোবাসা ছিলো।তো আজকে যখন হুট করেই বাবার কথা মনে পরলো, তখন একটু খুব খারাপ লাগলো।কারণ আমি জিনিসটা ভাবতেই আমার কেমন জানি লাগতেছে।যদি আগে স্মৃতিগুলো মনে পড়ে তখন একটু ভালোই লাগে। আবার যখন ভাবি যে আমার সঙ্গে আমার বাবা নেই এবং সারা জীবন বাবাকে আর দেখতে পাবো না।তখন কিন্তু আমাকে অনেক খারাপ লাগে।
তখন এতটাই খারাপ লাগে যা পৃথিবীর কোন কষ্ট তার থেকে বড় হতে পারে না।আমার যখনই বাবার কথা মনে পড়ে তখনই কিন্তু আমার চোখ দিয়ে পানি চলে আসে।আসলে ছোট থেকে মায়ের কোন আদর পায়নি। আমি বাবার আদর পেয়ে বড় হয়েছি।আজ এই বয়সে এসে বাবাকে হারিয়ে ফেলেছি।এখন মৃত্যু তো সবার নিশ্চিত। এখানে কারো কিছু করার নাই। তবে যখনই ভাবি যে আমার সঙ্গে আমার বাবা নেই, তখনই কিন্তু পৃথিবীর যত কষ্ট আছে এই কষ্টটি যেন দিলে আঘাত করে।যারা বাবাকে হারিয়ে ফেলছে তারাই কিন্তু বুঝে যে বাবা না থাকাটা কেমন।বাবা হচ্ছে সন্তানের বট গাছ।এই বট গাছ হারিয়ে গেলে পৃথিবীর কোন জিনিস আর ভালো লাগে না।
যাই হোক আমাদের এই পৃথিবীতে যাদের বাবা-মা আছে তারা সবাই চেষ্টা করবো তাদেরকে সম্মান দিয়ে চলার।এবং সব সময় তাদের সাথে ভালো ব্যবহার করার।কারন একবার যদি বাবা-মা আমাদের কথায় আঘাত পায় সেটা কিন্তু সৃষ্টিকর্তা ও মেনে নিতে পারে না। বলতে গেলে বাবা-মা আমাদের সব কিছু। যাই হোক এই পবিত্র রমজান মাস চলছে।হুট করে এই রমজান মাসে আমার বাবার কথা মনে পড়ে।কারণ বাবার সঙ্গে অনেক রমজান মাস কাটিয়েছি। এবং যে রমজান মাস এবার কাটাচ্ছি সেটা অনেক তফাৎ।কারণ বাবার সঙ্গে যখন গ্রামে থাকতাম তখন আমাদের মসজিদে ইফতার দিতো। সবাই মিলে ইফতার করতাম।কিন্তু আমি মাঝে মাঝে যাই আবার যাই না।
তো যেইদিন যাইতাম না ঐদিন কিন্তু আমার বাবা আমার জন্য নিজের খাওয়া বাদ দিয়ে আমার জন্য খেজুর নিয়ে আসতো।আসলে তখন কিন্তু অনেক কম টাকায় অনেক কিছু পাওয়া যেতো। তো এইভাবে যেদিন যাইতাম না ঐদিন আমার বাবা আমার জন্য খেজুর নিয়ে আসতো।তো হুট করি যখন ঐ কথা আমার মনে পড়লো আজকে।তো ইফতার করতে তখন আমার কাছে খুব খারাপ লাগলো।আর আস্তে করে চোখ দিয়ে পানি বের হলো।তখনই ভাবলাম যে আজ যদি বাবা থাকতো, একসঙ্গে ইফতার করতাম। খেজুর আরো অনেক খাইতাম কিন্তু আফসোস সেই বাবার সঙ্গে আর ইফতার করতে পারলাম না।
এইরকম বাবার সঙ্গে কাটানো হাজারো স্মৃতি রয়েছে।তবে যখন স্মৃতি গুলো মনে পড়ে তখনই কিন্তু আমার খুব খারাপ লাগে।হয়তো বাবা যখন ছিল তখন সেই রকম বুঝতাম না। আজ যখন পাশে বাবাকে না দেখ তখনই বুঝতে পারলাম বাবা কি জিনিস। মনে হয় বাবার কি লাগবে,আমি কঠোর পরিশ্রম করেও বাবার সেই ইচ্ছে পূরন করবো।কিন্তু দেখেন বাবার জন্য কিছুই করতে পারলাম না।এক মাত্র বাবার জন্য দোয়া ছারা কিছুই নেই। বাবা এমন একটা জিনিস যা সবাই বুঝে না। যাইহোক আপনারা চেষ্টা করবেন যাদের বাবা-মা আছে তাদের কে কোনকরম কষ্ট না দিতে।একবার হারিয়ে গেলে সেটা হাজার চেষ্টা করলেও ফেরত পাওয়া যাবে না।
আমি যে আপনাদের মাঝে পোস্টটা শেয়ার করলাম।লিখতে লিখতে চোখ দিয়ে পানি বের হয়েছে।আপনারা সবাই দোয়া করবেন যেনো ওপারে সৃষ্টিকর্তা আমার বাবা-মাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।এই রমজান মাস টিতে প্রতি টা দিনে আমার বাবার কথা মনে পড়ে।যাইহোক আজকের মতো এখানেই বিদায় নিলাম। আর পরিশেষে সবার কাছে একটাই চাওয়া। আপনারা সবাই আমার বাবা-মার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
![]() |
---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
---|
আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাবার স্মৃতি এবং তার প্রতি ভালোবাসা আপনার লেখায় স্পষ্ট। রমজান মাসে বাবার অভাব অনুভব করা সত্যিই কঠিন। আল্লাহ আপনার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। যারা বাবা-মা পায়, তাদের উচিত তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রাখা।
ধন্যবাদ ভাই, দোয়া করবেন আমার ববা মায়ের জন্য।
বাবা না থাকার বেদনা সত্যিই কষ্টদায়ক, বিশেষ করে রমজানের মতো পবিত্র মাসে। আল্লাহ আপনাকে ধৈর্য্য দান করুন এবং আপনার বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।আল্লাহ তাঁর আত্মাকে শান্তি দিন।
আমিন,দোয়া করবেন ভাই।
এটি একটি সত্যিই হৃদয়স্পর্শী এবং আবেগপ্রবণ লেখা। বাবা-মা হারানোর যন্ত্রণা শব্দে প্রকাশ করা সম্ভব নয়, তবে আপনার স্মৃতিগুলো আমাদেরও মর্মাহত করেছে। রমজান মাসে বাবা-মায়ের সাথে কাটানো সেই বিশেষ মুহূর্তগুলো চিরকাল মনে থাকবে। আপনার মতো যারা বাবা-মাকে হারিয়েছে, তারা সত্যিই বুঝতে পারে তাদের মূল্য। আল্লাহ আপনার বাবা-মাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আপনার সকল ভালোবাসা ও দোয়ায় সবার পাশে রইলো ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
আপনার মা-বাবা দু'জন ই নেই জেনে ভীষন খারাপ লাগলো।যার মা-বাবা নেই সেই ই বোঝে মা-বাবা হারানোর ব্যথা।দোয়া করি আপনার মা-বাবার জন্য আল্লাহ তাদের দুজনকে বেহেশত নসীব করুন,আমিন।রমজান মাসে বাবাকে নিয়ে স্মৃতি রোমন্থন করলেন।আপনার মতো আমারও বাবাকে নিয়ে কাটানো শেষ রমজান খুব বেশী কষ্ট দেয়।মনে হলে চোখ ভিজে যায়।আল্লাহ সব মা-বাবা হারা সন্তানদের মনে প্রশান্তি দান করুন।
জি আপু সেই স্মৃতি গুলো মনে পড়লে চোখ দিয়ে পানি চলে আসে। দোয়া করবেন আমার বাবা মায়ের জন্য।
আপনার বাবা-মা দুজনেই নেই শুনে খুব কষ্ট পেলাম৷ আসলে আমাদের জীবনে আমাদের বাবা মায়ের মতো কেউ ভালোবাসে না৷ তারা যেভাবে আমাদেরকে আগলে রাখে সেই আগলে রাখার বিষয়টিও আমাদের সাথে কেউই করতে পারে না৷ কারণ মা বাবার মতো কেউই আমাদের আগলে রাখতে পারেনা৷ আর এক্ষেত্রে আপনি আজকের এই রোজার মাসে উনাদেরকে ছাড়া সময় পার করছেন যা খুবই কষ্টের একটা বিষয় আপনার জন্য৷ যাই হোক দোয়া করি যেন ওনারা বেহেস্তে থাকেন এবং আপনিও যেন খুব ভালো থাকেন৷