||নাটক রিভিউ:-রুপকথার মত||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ:-রুপকথার মত আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন পোস্ট নিয়ে আসার।তো প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে নাটক রিভিউ আপনাদের মাঝে শেয়ার করার।আসলে বাংলা এইরকম রোমান্টিক নাটক গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।আর আমি বেশির ভাগ মুশফিক আর ফারহানের নাটক অনেক দেখি।বলতে গেলে ফারহানের ভক্ত আমি এবং তার অভিনয় গুলো আমার কাছে বেশি ভালো লাগে।তো আজকে যে নাটক টি শেয়ার করব এই নাটকটা আমার কাছে অনেক ভালো লাগছিল যার কারণে আপনাদের মাঝে শেয়ার করা।আশা করছি আমার নাটকের রিভিউ পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।তাহলে দেরি না করে শুরু করা যাক।
নাটকের নাম | রুপকথার মতো |
---|---|
অভিনয় | মুশফিক আর ফারহান,স্পর্শিয়া,আরো অনেকে |
পরিচালক | রুবেল আনুশ |
মুক্তির তারিখ | ১০ই জুন ২০২৫ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
দৈর্ঘ | ৩৯:১৯ |
নাটকের শুরুতেই নায়িকা তার খালার বাসায় বড় হন।কারণ নায়িকার বাবা মা বেঁচে নেই, এইজন্য সে ছোট থেকে তার খালার বাসায় বড় হয়।তো তাদের ফ্যামিলিতে তার খালাতো এক বড় ভাই ছিল সে কিন্তু বাইরের দেশে থাকে।বলতে সে জেলে থাকে।তো তার মা তার বাড়ি ফেরার জন্য অপেক্ষা করে।এবং এখানে একটা সিস্টেম ছিল যে ওখান থেকে চিঠি আসতো।তো এইভাবে অনেক কয়দিন যাওয়ার পরে হঠাৎ করে একটি চিঠি তাদের বাসায় চলে আসে।তো চিঠিতে লেখা ছিল যে, আমার এক ফ্রেন্ড বাসায় যাবে এবং সবকিছু দায়িত্ব আমার ফ্রেন্ড নিবে।তো সেই অনুযায়ী পরের দিন নায়ক তাদের বাসায় চলে আসে।এবং নায়িকা ও নায়ক তাদের ফাস্ট দেখাতেই অনেক পছন্দ হয় তাদের।
তো তাদের বাসায় এসে মুশফিক তাদের পুরো ফ্যামিলি দেখার শুরু করলো।তবে নায়িকা তাদের বাসায় বসে দর্জিগিরি করতো।"কাপর সেলাই করতো" এবং এই কাপড় গুলো সেলাই হয়ে গেলে সে হেঁটে হেঁটে ডেলিভারি দিতো।তো একদিন মুশফিক তার সঙ্গে হেঁটে হেঁটে ডেলিভারি দিতে গিয়েছে।তো যেতে গিয়ে দেখতেছে অনেক গুলো ছেলে তাকে ডিস্টার্ব করে।তারপর দেখতেছে অনেক গুলো বাসায় ডেলিভারি করতে হয় যেটা তার কাছে কষ্ট মনে হলো।তো পরের দিন বাসায় এসে মুশফিক তার জন্য এটি একটি বাইক কিনে নিয়ে আসলো।তো বাইকটি কিন্তু সে নিতে চাইল না। পরে অনেক জোর করে তাকে বাইকটি দেওয়া হলো। এবং সে কিন্তু বাইক চালাতে পারতো না মুশফিক তাকে বাইক চালানো শিখিয়ে দিলো।
তো এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে মুশফিকের কাছে তার বন্ধুর একটি চিঠি চলে আসে।তো সেখানে লেখা ছিল যে তার খালাতো বোনের সহিসালামতে বিয়ে দেওয়া।তো মুশফিক সেই অনুযায়ী তার খালার সাথে কথা বললো।এবং এটাও বলল যে যদি ওর কারো পছন্দ থাকে বা যদি কোন বিয়ে ঠিক করা থাকে সেখান থেকেই বিয়ে দেওয়া হবে।তো তার ফ্রেন্ডের মা বলল যে একটা বিয়ে ঠিক করা আছে।কিন্তু আমার ছেলে বাসায় না থাকার কারণে বিয়েটা দেওয়া হচ্ছে না।মুশফিক বলল যে এখন আর কোন চিন্তা নেই,আমি আছি তার বিয়ে ধুমধাম করে দিয়ে দিবো।তো বিয়ে ঠিক করা হলো এবং এনগেজমেন্টও ঠিক করলো।তো এনগেজমেন্ট করার পরে হুট করেই নায়িকা বলে দিল আমি এই বিয়ে করবো না।সঙ্গে সঙ্গে পুরো বিয়ে টি ভেঙ্গে যায়।
তো বিয়ে ভেঙে যাওয়ার পরের দিনে তার ফ্রেন্ড বাসায় চলে আসে। তো বাসায় আসার পথে অনেক গুলো ছেলে তাকে আজেবাজে কথাবার্তা শোনায়।যে কথা গুলো বলা হয়েছে সেখানে দেখতেছে মুশফিকের এখানে অনেক গুলো দোষ।তো বাসায় এসে না এসেই মুশফিকের উপর বেয়াদবি শুরু হলো।কিন্তু সেখানে মুশফিক চুপ করেছিল এবং তার ফ্রেন্ডের কথা শুনলো।তার ফ্রেন্ড বলতেছে আমি তোকে বাসায় পাঠিয়েছি যাতে করে আমার বোনটার সুন্দর ভাবে বিয়ে হয়।এভাবে তাকে অনেক গুলো কথাবার্তা শোনালো।পরে ভাত খেতে খেতেই তার মা বলল যে ছেলেটি একেবারে ভালো,সে কিন্তু কোন ধরনের দোষ করে নাই।ও নিজে থেকে বিয়ে ঠিক করছে,কিন্তু তোর বোন না করে দিয়েছে। পরে যখন সবকিছু ক্লিয়ার হলো এবং তার বোনকে জিজ্ঞেস করলো,বলে যে আমি ওকে পছন্দ করি কিন্তু ও এখনো জানে না।তো তার ভাই বলল যে আমি নিজে থেকে তোদের দুজনের বিয়ে দিবো।তো পরের দিন সকালে গিয়ে দেখে মুশকিল বাসা থেকে চলে গেছে।নাটক টি এখানেই শেষ হয়ে যায়।
নাটকটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।কারন মুশফিকের অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে।তবে এই নাটকটি থেকে একটা শিক্ষা হলো যে,কেউ উপকার করলে সেটার মর্জাদা দিতে হয়। আর কাউকে বিনাদোষে কোন কিছু বলা ঠিক না।যদি সে দোষ করে তাহলে তার পুরো কাহিনী টির খবর নিতে হবে।দেখতে হবে এখানে কার দোষ।কারণ হুঠ করেই একটা ছেলেকে দোষ দিলে সে তো বাসা থেকে চলে যাবেই। তো সেম এই কাহিনী টি এই নাটকের মধ্যে হয়েছে। তাকে না বুঝে সে অনেক কিছু কথা বলছে।যার কারনে শেষ পর্যন্ত তাদের মিলন হলো না।তো আপনারা যারা এই নাটকটি এখনো দেখেন নাই দেখে নিবেন।আশা করছি সবার কাছে ভালো লাগবে।আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
---|
আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
https://x.com/Polashislam681/status/1933453970519044113?t=DfwQkjsOlmvASl1wnkfevg&s=19
https://x.com/Polashislam681/status/1933453079577559219?t=hgPDWyWd9pamsJ0IY1LAtg&s=19
https://x.com/Polashislam681/status/1933450152553165016?t=LWMPXKcFuP9bt2m4xgQ0Jg&s=19
https://x.com/Polashislam681/status/1933449339944514008?t=bBMDjuwLfL22JcCbDSmTng&s=19
https://x.com/Polashislam681/status/1933447976736993736?t=DTr5Cr0QHK8Pe6p7Y0OmLw&s=19
আমি যখনই সময় পাই তখনই নাটক দেখার জন্য চেষ্টা করি। এরকম নাটক গুলোতে আমার কাছে সব সময় ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন। যে নাটকের কাহিনী আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি ভাবছি সময় পেলে নাটকটা দেখব।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
এরকম সুন্দর সুন্দর নাটকগুলোর রিভিউ যত পড়ি ততই খুব ভালো লাগে। আপনার শেয়ার করা এই নাটকটির রিভিউ পোস্ট পড়তে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। নাটক রিভিউর মাধ্যমে সহজে নাটকের সম্পূর্ণ কাহিনী জেনে নেওয়া যায়, এই বিষয়টা আমার কাছে বেশি ভালো লাগে। এই কাহিনীটাকে আপনি আজকে এত সুন্দর করে সবার মাঝে উপস্থাপন করেছেন, সবাই রিভিউ পড়লে আর নাটকটা দেখা লাগবেনা।
ধন্যবাদ ভাই সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ফারহানের নাটক গুলো অনেক সুন্দর হয়৷ আর আমি ফারহান এর নাটক গুলো দেখার চেষ্টা করে থাকি৷ তবে এখন সময় না থাকার কারণে কোন নাটকই দেখা হয় না৷ তাই চেষ্টা করি নাটকের রিভিউ গুলো দেখার৷ আজকে যেভাবে আপনি এত সুন্দর একটি নাটকে রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগছে৷ একই সাথে এখানে এই নাটকের রিভিউ শেয়ার করার মধ্য দিয়ে নাটক সম্পর্কে আপনি সবকিছু খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই সব সময় সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
ভাইয়া আজ আপনি অনেক সুন্দর একটা নাটক রিভিউ শেয়ার করেছেন। ফারহানের নাটক গুলা দেখতে আমি সব সময় অনেক বেশি পছন্দ করি। আপনি সম্পূর্ণ নাটকটি অনেক সুন্দর করে রিভিউ করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি নাটক শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।