//নাটক রিভিউ:-তাহার নামটি মায়া//
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ:-তাহার নামটি মায়া তো আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে নাটকের রিভিউ শেয়ার করার। সময় পেলে বাংলা নাটক গুলো দেখি।তবে ইয়াশ রোহানের নাটক গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে যখন ইয়াশ রোহানের সাথে তটিনী থাকে তাদের দুইজনের অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এই নাটকটিও আমার কাছে ভীষণ ভালো লেগেছে।পুরো রোমান্টিক একটি নাটক। আসলে ভালোলাগা টা খুবই অদ্ভুত। কেমন করে বা কখন আসে এটা বলাই মুশকিল, আর কার প্রতি আসবে এটাও কেউ জানে না। যেমন টা এই নাটকে হয়েছে।যাইহোক দেরি না করে শুরু করা যাক।
নাটকের নাম | তাহার নামটি মায়া |
---|---|
অভিনয় | ইয়াশ রোহান ও তটিনী,আরো অনেকে |
পরিচালক | রাফাত মজুমদার রিঙ্কু |
মুক্তির তারিখ | ০৪ অক্টোবর ২০২৪ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
দৈর্ঘ | ৪৫:৫৩ |
নাটকের শুরুতেই নায়ক কে তার মা বলে গ্রামের বাড়িতে যাবো,আমার এক বান্ধবীর মেয়ের বিয়ে। তো বলল আমি গ্রামে যেতে পারব না গ্রামের পরিবেশ আমাকে ভালো লাগেনা।তারপরে তার মা অনেক কথা বলবা এবং অনেক কষ্ট করে রাজি করালো গ্রামে বাড়িতে যাওয়ার জন্য।তো পরের দিন তারা বাসা থেকে বের হলো এবং নদী পার হয়ে গ্রামের বাড়িতে পৌঁছে গেলো।সেখানে উপস্থিত হতে না হতে নায়ক এবং নায়িকার সঙ্গে দেখা হয়। তাও আবার রং মেলার মধ্যে।তবে এখানে কিন্তু নায়িকা অন্ধ ছিলো, কিন্তু নায়ক বুঝতে পারতো না যে সে অন্ধ।তো ভুল করেই কিন্তু নায়িকা রং দিয়ে ফেলে এবং তার সঙ্গে নায়ক রং মেলায় জড়িত হলো।তো ঠিক পরের দিন নায়িকা রুমে ঢুকে দেখে যে তার রুমে কে যেনো বসে আছেন।কিন্তু এটা নায়ক জানতো না যে এটা তার রুম এবং সে অন্ধ।একটু পরে জানতে পারে এবং তাকে সরি বললো,এবং তার কাছে ক্ষমা চাইলো ওই দিনের রং মিশিয়ে দেওয়ার জন্য।
তারপর বিয়ের আগের দিন তারা অনেক আনন্দ করবে এই জন্য তারা একটা আয়োজন করছে গান, কবিতা এবং আবৃত্তির আয়োজন।তো সেখানে নায়িকাকে বলা হয়েছে যে তুমি গান বলবে তোমার গান আমরা শুনবো।তো সেখানে কিন্তু নায়ক উপস্থিত ছিলো, এবং তার গলায় গান শুনে সে কিন্তু অনেক মুগ্ধ হয়ে যায়।তখন আস্তে আস্তে কিন্তু তার প্রতি আরো একটি মায়া লাগা শুরু হয়।তো একদিন নায়ক বাইরে ঘুরতে যাবে এই জন্য কোন চিনা পরিচিত লোক খুঁজে পাচ্ছে না।তখন তাকে বলা হলো তুমি আমার মেয়ের সঙ্গে পুরো গ্রাম ঘুরে আসো।তার পর তারা বাইরে রওনা দিলো।
তো তার সাথে বাইরে ঘোরাঘুরি এটা তার কাছে ভীষণ ভালো লেগেছে। কারণ প্রিয় মানুষকে নিয়ে বাইরে ঘোরাঘুরি কার না ভালো লাগে। তো তার সাথে যে একটি সময় অতিবাহিত করতেছে।এটার প্রতি তার মায়াটি আরো বাড়তে থাকলো।মানে আস্তে আস্তে তার প্রতি ভালোবাসা ভালোলাগা শুরু হলো।কিন্তু তাকে সে জানতে দিতো না যে, তাকে অনেক ভালো বাসে।তো এই ভাবে তারা ঘোরাঘুরি করার পর বাসায় আসলো।এবং পরের দিন তার বড় বোনের বিয়ে হলো।তো তার বড় বোনকে বিদায় দিতে গিয়ে নায়িকা কান্না করছিল। আর সেই দৃশ্য দেখে নায়ক কিন্তু অনেক কষ্ট, এবং তার প্রতি আরো বেশি ভালো লাগা শুরু হলো।
তো বিয়ের পরের দিন নায়ক যখন বাসায় যাবে তার আগের দিন হুট করে রাতে নায়িকাকে নায়ক বলল আমি তোমাকে ভালোবাসি।কিন্তু এটা নায়িকা মানতে পারলো না এবং তাকে বলল আমি এটা কোনভাবে মেনে নিতে পারবো না। কারণ আপনার সাথে আমার এটা মানায় না কখনো।তো পরের দিন নায়ক যখন বাসায় যায়, যখন নৌকায় উঠবে তখনই তার মাকে বলে আমি যাব না, আমি মায়াকে ভালোবাসি আর মায়াকে বিয়ে করে বাসায় যাবো,মানে নায়িকার কথা বলতেছি।তো তার মা বললো ঠিক আছে,আমি তোর খালার সাথে কথা বলি।তো তার পর তাদের ভালোবাসা পূর্নতা পাইলো এবং তার মাও রাজি হলো।তো নাটক টি এখানেই শেষ হয়।
আসলে ইয়াশ রোহানের নাটক আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে তার নাটক গুলো যদি রোমান্টিক হয় তাহলে আরো বেশি ভালো লাগে। যেমন এখানে,কেমন করে একটি অন্ধ মেয়ের মায়ায় পরলো বুঝা মুশকিল। ভালোবাসা ভালো লাগা এগুলো যখন তখন হতে পারে। তবে এখানে তাদের ভালোবাসা টি পূর্নতা পেয়েছে এটাই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মেয়ে অন্ধ তার পরেও নায়িকার প্রতি তার অন্য একটি মায়া রয়েছে। যাইহোক নাটক টি যারা দেখেন নাই দেখে নিবেন।আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে।তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
![]() |
---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
---|
আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Polashislam681/status/1893010309490844045?t=D-1MhJYJs9CPR07R-dr55w&s=19
নাটক আমি আগে একটু বেশি দেখে থাকতাম। তবে এখন আর খুব একটা নাটক দেখা হয় না। আমি মুভি দেখতে একটু বেশি ভালোবাসি। আর তাই সময় পেলে মুভি বেশি দেখা হয়। কিন্তু মাঝেমধ্যে আবার নাটকও দেখার জন্য চেষ্টা করি। সুন্দর সুন্দর এবং শিক্ষনীয় নাটকগুলো আমার অনেক বেশি পছন্দের। আপনি যে নাটকের রিভিউ করেছেন, এটা যদিও দেখি নিই। তবে রিভিউটা পড়ে অনেক ভালো লাগলো।
ভালোবাসা মানে না কোনো বাধা হোক সেটা অন্ধ কিংবা ভালো। আজকে আপনার রিভিউ করা তাহার নামটি মায়া নাটকে চমৎকার ভাবে এই বিষয়টিকে ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে নায়ক নায়িকা অন্ধ হওয়ার পরেও তার প্রেমে মশগুল হয়েছিলো। যাই হোক পুরো নাটক খুবই ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
নাটকটা অনেক আগে দেখা হয়েছে। নাটকের নামটা যেমন সুন্দর নাটকের গল্পটাও খুব সুন্দর। এই নাটকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। গল্পটা সত্যিই দারুন ছিল। শেষে হ্যাপি ইন্ডিং ছিল। আপনি পুরো রিভিউটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
এই নাটকটা যখন প্রথম মুক্তি পেয়েছিল, তখন আমি নাটকটা দেখেছিলাম। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল নাটকটা দেখতে। নায়িকা অন্ধ হলেও নায়ক তাকে অনেক ভালোবেসে ছিল। আমার অনেক ভালো লাগে এরকম নাটক গুলো দেখতে। আজ আপনি খুব সুন্দর করে নাটকটার রিভিউ শেয়ার করলেন। ধন্যবাদ কাহিনীটা রিভিউর মাধ্যমে উপস্থাপন করার জন্য।