গরম পড়তে না পড়তে ভাই দেখছি জাতীয় পানীয় নিয়ে হাজির হয়ে গেছেন। আমাদের এখানে অনেকেই আছে যারা দোকানে দাঁড়িয়ে আখের রস খেতে পছন্দ করে না। কারণ একই কাঁচের গ্লাসে সবাই মিলে খাওয়া আর কোন রকমে সেই জল দিয়ে গ্লাস গুলোকে ধুয়ে ফেলা বিষয়টা ভীষণ আনহাইজেনিক। সাথে অত মাছি উড়ে বেড়ায়। আমার যদি কখনো আখের রস খেতে ইচ্ছে করে, এভাবেই বোতলে ভরে এনে খাই।অন্তত তুলনামূলক একটু হাইজেনিক খাবার খাওয়া যাবে।আর সত্যি বলতে এই গরমে আখের রস শরীরের পক্ষে ভীষণ ভালো।