কাতারে হয়তো অনেক কিছু বিধি-নিষেধ করা ছিল। অনেক কিছুই করতে মানা করা হয়েছিল। এই যেমন মদ চলবে না, মেয়েরা ছোট ছোট জামাকাপড় পড়তে পারবে না এগুলো ঠিকই।কিন্তু তারপরেও কাতার এত সুন্দর এবং এলাহী অ্যারেঞ্জমেন্ট করেছিল তা সত্যিই দেখার মত। প্রত্যেকের চেয়ারে আলাদা করে গিফট পাউচ রাখা, মেসিকে খুবই সুন্দর একটা জ্যাকেট গিফট করা, যেটা এর আগে কোথায় দেখা যায়নি। পুরো স্টেডিয়ামের বাজির সজ্জা এবং বাকি সাজসজ্জা সবটাই হাই লেভেলের ছিল। আর খেলার ক্ষেত্রেও এই বিশ্বকাপের খেলা সকলে মনে রাখবে।কারণ টানটান উত্তেজনা ছিল শুরুর থেকেই।