একটা মানুষ এভাবে অসুস্থ হয়ে গেলে কতটা খারাপ লাগে একমাত্র তার কাছের লোক গুলোই বুঝতে পারবে।আর তার উপরে যেহেতু আপনার প্রতি ওনার যথেষ্ট অবদান ছিল, ওই কারণেই আপনি আরো ভেঙে পড়েছেন।আসলে এমনটাই হয় অনেক ক্ষেত্রে।যে আমরা দেখা করবো,কথা বলবো কথা দিয়েও সময়ের জন্য কুলিয়ে উঠতে পারি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করব খুব তাড়াতাড়ি যেন উনি সুস্থ হয়ে ওঠেন। কিডনির সমস্যা গুরুতর সমস্যা।ভালো জায়গায় চিকিৎসা না হলে বিপদ। তাই ভালো জায়গায় যদি চিকিৎসা করে উনি সুস্থ হয়ে ওঠেন, তবে আশা করি আপনি আবার ওনার সাথে দেখা করতে পারেন।