স্টিমের দাম কমায় অনেকেরই ভীষণ সমস্যা হয়েছে। আমি তো আসার পর থেকে এখনও কোন টাকা পয়সার মুখ দেখতে পেলাম না। 😃আমআর ল্যাপটপটা যখন কিনেছিলাম ৫৫০০০ পড়েছিলো ২০২০ তে। আপনার এখানে দাম শুনে আমারই চোখ উল্টে গেলো। অন্ততঃ বন্ধুর সাথে যাওয়ায় আপনারও দাম টাম জানা হয়ে গেলো।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন একদম। জানিনা এর শেষ কোথায়। আপাতত মার্কেট টা একটু ভালো হওয়ার অপেক্ষায় আছি।