You are viewing a single comment's thread from:
RE: তিনটে ভালো অভ্যাস, যা আপনার জীবনে সুখ-শান্তি আনতে সক্ষম।। নভেম্বর-০৭/১১/২০২২।।
তিনটে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রথমটা লাস্ট কবে হয়েছে মনে নেই। কারণ একটাই যে ব্যক্তিগত জীবন এতটাই তছনছ হয়ে আছে যে আর ঠিক না হওয়া পর্যন্ত জানি না কখন ঘুম আসবে আর কখন উঠব ঘুম থেকে।দ্বিতীয়টা শীতের ২-৩ মাস হয়ে ওঠে না। তবে জিম থেকে ফিরে ম্যান্ডেট যে ভালো করে স্নান করি। আর তৃতীয় টা অনুভব করতে পেরে মেশা বন্ধ করে দিয়েছি সবার সাথে। 😃 বন্ধু তালিকা ভীষণ সংক্ষিপ্ত।
শীত, গ্রীষ্ম, বর্ষা সে যেরকমই হোক না কেন, আমি একদিনও স্নান না করে থাকতে পারি না। আর আমার বন্ধুর তালিকাও খুব সংক্ষিপ্ত। কিন্তু যারা রয়েছে তারা খুবই কাছের এবং বিশ্বস্ত। যাদের সাথে সমস্ত মনের কথা শেয়ার করা যায়।
আপনার জীবনে অনেক সমস্যা আছে এই নিয়ে বোধহয় এর আগেও একবার শুনেছিলাম এই কথা। আশা করছি আপনার সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। আর নিজেকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করুন। পজিটিভ চিন্তা করুন। দেখবেন সবকিছু দূর হয়ে গেছে।
ধন্যবাদ। পরিস্থিতি সব সময় পজেটিভ থাকতে দেয় না। আমিও কোনদিন স্নান বাদ দি না। তবে রাতে শীতে স্নান হয় না। বরং বিকেলে হয় সেটা জিম থেকে এসে।
শীতে হালকা গরম জলে স্নান😁