ক্লে দিয়ে ফুল তৈরি

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

ক্লে দিয়ে ফুল তৈরি

1000029860.jpg

1000029861.jpg

1000029860.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ডাই পোস্ট নিয়ে। নতুন নতুন ডাই তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে ক্লের তৈরি জিনিস গুলো একটু বেশি ভালো লাগে। আসলে ক্লের তৈরি জিনিস গুলো দেখতে ও তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে বর্তমান সময়ের অভাবে তেমন বসা হয়। আর এগুলো তৈরি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। যাইহোক পোস্ট এর ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে ডাই তৈরি করার চেষ্টা করি। আজ ক্লে দিয়ে ফুল তৈরি করেছি।সত্যি ক্লের তৈরি ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে। তৈরির পরে চোখ মুখ দেওয়াতে একটু বেশি ভালো লেগেছিল।

1000029821.jpg

বিভিন্ন ধরনের ক্লে

1000029823.jpg

1000029825.jpg
প্রথমে আমি গোলাপি রঙের ক্লে নিয়েছি। তারপর কিছু ক্লে বের করে এভাবে করে নিয়েছি।

1000029826.jpg

1000029827.jpg
এখন কমলা রঙের ক্লে নিয়েছি। তারপর চিত্রের মতো করে এভাবে লম্বা করে নিয়েছি।

1000029828.jpg

1000029830.jpg
এখন ক্লের চাকু দিয়ে এভাবে কেটে নিয়েছি।তারপর চিত্রের মতো করে গোল করে নিয়েছি।

1000029831.jpg

1000029833.jpg

এখন ক্লে গুলো এভাবে ফুলের চারপাশে দিয়ে লাগিয়ে পুরো ফুল তৈরি করে নিয়েছি।

1000029839.jpg
এখন কাল ক্লে নিয়ে এভাবে চোখ ও মুখ বানিয়ে নিয়েছি।

1000029842.jpg

1000029843.jpg

এখন চোখ ও মুখ ফুলের সাথে লাগিয়ে দিয়েছি।

1000029850.jpg

1000029847.jpg

1000029851.jpg

1000029860.jpg

এখন বেগুনি রঙের ক্লে নিয়ে এভাবে টপ বানিয়ে ফুলটি বসিয়ে দিয়েছি। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ক্লে দিয়ে ফুল তৈরি।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 last month 

ক্লে দিয়ে বেশ সুন্দর একটি ফুল আপনি তৈরি করেছেন। স্মাইলি মুখমণ্ডলের কারণে দেখতে অনেক সুন্দর এবং কিউট লাগছে। বেশ ভালো লাগলো এত সুন্দর একটি ক্লে দিয়ে তৈরি ফুল দেখে ধন্যবাদ।

 last month 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 last month 

ক্লে দিয়ে ফুল তৈরির পদ্ধতি চমৎকারভাবে উপস্থাপন করেছেন। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপনাকে আপু।

 last month 

1000029863.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

ক্লে দিয়ে ভীষণ সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা ফুলটি দেখতে দারুন হয়েছে। খুবই নিখুঁতভাবে ফুল টি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 last month 

ক্লে দিয়ে চমৎকার ধরনের ফুল বানিয়েছেন। কয়েকটি কালার একত্রিত করে এই ফুলটি বানানোর জন্য দেখতে কিন্তু দারুন দেখাচ্ছে। আপনার ক্রিয়েটিভ কাজ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 last month 

ক্লে দিয়ে এখন বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায়। খুব সুন্দর ফুল তৈরি করেছেন। মুখের সেপ দেওয়ায় দেখতে খুব কিউট লাগছে। খুব সুন্দর নিখুঁতভাবে তৈরি করেছেন যা দেখে ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি ফুল তৈরি করার জন্য।

 last month 

ক্লে দিয়ে কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি প্লে দিয়ে কি চমৎকার ফুল তৈরি করেছেন। আবার ফুলের মধ্যে চমৎকার চোখ মুখও দিলেন। শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।