জেনারেল রাইটিং :-জোর যার মূল্লুক তার

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

1000031962.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা জেনারেল রাইটিং নিয়ে। সত্যি পৃথিবীতে যার জোর আছে তার সব কিছুই আছে।আসলে আমাদের সমাজে দুর্বলের উপর সবলরা সবসময় অত্যাচার করে। এমনি এক অত্যাচারি মানুষ আছে আমাদের পাশে।আসলে এর প্রভাব আমাদের ওপর ও পড়ে।তবে যারা কাছে থাকে তাদের ওপর একটু বেশি পড়ে। আসলে দূর্বলেরা সব সময় অবহেলিত। সত্যি বলতে এরা অর্থের কাছে সব সময় হেরে যায়। তাহলে তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

আমার এক প্রতিবেশী। তারা বাড়িতে দুই ভাই থাকে,আর ভাই বোন বাইরে থাকে। এক ভাই একটু ভালো আর এক ভাই মোটামুটি । যাইহোক বাড়িতে অনেক কিছু আছে তবে অন্য ভাইয়েরা তেমন আসে না। কিন্তু যে ভাই একটু ভালো তার বউয়ের অত্যাচার ভয়ংকর। আসলে ছোট জনের বউকে বাড়ির কোন কিছু ধরতে দেয় না।অথচ বাড়িতে তাদের সমান ভাগ রয়েছে। আর সব সময় জোর করে হলেও ছোট জনের গুলো নিয়ে যায়।এভাবে চলছে তাদের জীবন। তবে ছোট ভাই বড় ভাইকে কিছু বলে না তবে রাগে।আর এভাবে সব সময় মেনে নেওয়া কষ্টকর।আসলে মানুষ বলে না দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন কিছু করার থাকে না।

আসলে এমন অত্যাচার দেখতে দেখতে এমন আর ছোট ভাইয়ের বউ সহ্য করে না। সহ্য করে না ঠিক কিন্তু তাদের সাথে পারে ও না।তারা সব সময় সব কিছু জোর করে।তবে শুধু তার ছোট ভাইয়ের বউ নয়। তার অত্যাচার থেকে আশেপাশের লোকজন ও রেহায় পায় না।সে মানুষকে বিপদের সময় টাকা ধার দিলে, পরবর্তীতে কোন কারণে সে যদি তার কথা না শোনে তাহলে ঝামেলার শেষ থাকে। আর সে তাদের দিয়ে সব সময় ফ্রি কাজ করায়। যদিও মানুষ তাকে অনেক ভয় পায়। তবে তাকে কেউ ভালো বলে না। আবার তার থেকে রক্ষা ও পাচ্ছে না। শুধু মাত্র একজন মানুষের জন্য পুরো এলাকার মানুষ অত্যাচারিত হয়।তাই আমাদের সবার উচিত যেন মানুষ আমাদের দেখে ভয় না পায়। আসলে যাদের আশেপাশে এমন মানুষ আছে তাদের কোন শান্তি নেই। তবে আমাদের সবার উচিত যতটা সম্ভব তাদের থেকে দূরে থাকে। তবে দূরে থাকতে চাইলেও পারা যায় না কিন্তু চেষ্টা করব আরকি।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 2 days ago 

1000031963.jpg

 yesterday 

আপু এ ধরনের লোক গুলো কম বেশি সব জায়গাতে আছে। বাড়ি থেকে শুরু করে এই লোকগুলো গ্রামের মানুষের সাথে বাজে ব্যবহার করে এবং ঝগড়া করে। সত্যি বলতে এই লোকদের দেখলে মানুষ এমনিতে ভয় পাই। বাস্তব একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 yesterday 

একজন মানুষ আপু তাহলে বাড়ি থেকে শুরু করে এলাকার মানুষকে অতিষ্ট করে তুলেছে। আর এসব মানুষগুলো একজন দুইজন হলেই যথেষ্ট। আর এক বাড়িতে থেকে বাড়ির লোক কেও অতিষ্ঠ করে। তবে এটি ঠিক আপু এই লোকদের থেকে দূরে থাকা উত্তম। আর এইসব লোকগুলো যখন বিপদে পড়ে তখন সুন্দর সুন্দর কথা বলে টাকা এবং অন্যান্য জিনিস ধার নেই। পরে তাদের কথা হয় আকাশ ছোঁয়া বিপদ কেটে গেলে।