প্রকৃতির মাঝে ঘোরাঘুরির মূহুর্ত
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
প্রকৃতির মাঝে ঘোরাঘুরির মূহুর্ত
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ঘোরাঘুরির পোস্ট নিয়ে। ঘুরতে আমরা সবাই অনেক পছন্দ করি। আর সেই ঘুরা যদি প্রকৃতির মাঝে হয় তাহলে তো কথায় নেই। আসলে এখন চলছে রমজান মাস। আর রমজান তেমন ঘোরাঘুরি করার সুযোগ হয় ন।আসলে বাইরে তেমন যাওয়া হয় না। আসলে কোথাও গেলে পিছুটান থাকলে, আমি মনে করি না যাওয়ায় উত্তম। তবে কয়েক দিন আগে দুপুরের দিকে এক জায়গায় একটা কাজে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে। আসলে সেখানে গিয়েছিলাম সেখানে প্রকৃতির মাঝে কিছু সময় হারিয়ে গিয়েছিলাম। আসলে প্রকৃতি সব সময় আমার কাছে ভালো লাগে। আর বিশেষ করে মন খারাপের সময় প্রকৃতির মাঝে কিছু সময় থাকলে মন এমনিতেই ভালো হয়ে যায়।সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। আসলে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে সত্যি অনেক ভালো লাগে। যাইহোক তাহলে চলুন দেখে আসি প্রকৃতির মাঝে কিভাবে কাটিয়েছি।
আসলে আমাদের মাঠে এখন চৈত্রালী রয়েছে। তবে অনেক জায়গায় এই ফসল গুলো কেটেছে। আমরা প্রথমে মাঠে গিয়ে চৈত্রালীর মাঝে ছিলাম। আসলে এই জমি গুলোতে এখন অন্য ফসল বুনবে।তাই কৃষকেরা লাঙল দিয়ে এভাবে চাষ করে রেখেছে। তবে এটা দেখতে সুন্দর অনেক কিন্তু এর মাধ্যমে হাঁটতে গিয়ে আমার মেয়ে দুই বার পরে গিয়েছে। তারপরেও বাচ্চারা প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পেয়েছে।
তারপর কিছু দূর যেতেই দেখলাম জমিতে ফসল তোলে পানি দিয়ে ভিজিয়ে রেখেছে। এখন জমিতে সেচ দিয়ে আবার অন্য ফসল বুনবে।আসলে ছোটবেলা যখন এমন মাঠ ভিজানো দেখতাম তখন অনেকেই চলে যেত মাঠে পাখি মারতে।তাই অনেক দিন পরে মাঠ এভাবে ভিজানো দেখে মন ভরে গেল। আসলে দীর্ঘ দিন পরে কিছু দেখলে সত্যি অনেক ভালো লাগে।
তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের জমিতে।আসলে আমাদের জমি গুলোতে ধান লাগিয়েছে।আসলে এই ধান গুলো আমাদের কৃষকদের সারাবছর এর খাবার। আর এমন ধান ঘরে তুলতে পারে শুধু কৃষকেরা। সত্যি নিজের জমির ধান খাওয়ার মজাই আলাদা। আর এই ধান গুলো হচ্ছে বাসমতী ধান। আর আমরা সারাবছর এই বাসমতী ধান গুলো খেয়ে থাকি।আমি অনেক দিন পরে এভাবে ছোট ধানের গাছের ফটোগ্রাফি দেখলাম। আর এগুলো দেখে অনেক ভালো লেগেছিল।
তারপর চলে আসলাম গম দেখার জন্য।আসলে গম প্রায় কাটার যোগ্য হয়েছে। তবে বর্তমান আর কেউ গম কাটে না সব গম মেশিন দিয়ে কাটে।আসলে বর্তমান ডিজিটাল দেখে সব কিছু ডিজিটাল। আর এই গম গুলো খেতে অনেক ভালো লাগে। হয়তো কয়েক দিনের মধ্যে গম কাটা লাগবে। তারপর মাঠ ভরা রয়েছে পিঁয়াজ। অনেকে পিয়াজ তুলছে।তবে এই পিঁয়াজ গুলো বেশি দিন ঘরে রাখা যায় না। তবে এগুলো খেতে বেশি ভালো লাগে।
তারপর মাঠের পাশে এভাবে ছাগল দেখে অনেক ভালো লেগেছে। তাই আমি কিছু ছাগলের ফটোগ্রাফি করে নিয়েছি। তবে আমার মেয়ে ছাগল আনার জন্য অস্হির হয়ে পড়েছে। সে বলেছে মাঠে অনেক ছাগল একটা নিয়ে নেই। সত্যি ছাগল গুলো দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। যাইহোক বেশ ভালো একটা সময় কাটিয়েছি প্রকৃতির মাঝে। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1904184604397121896?t=afN7JMi51lOMTIeD5jNKsw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MimiRimi1683671/status/1904180996976611493?t=CWrjL4NauyJpTW2cG-q9nQ&s
https://x.com/MimiRimi1683671/status/1904076732237328776?t=S8aEdBJSiA2fKBYl5RrLFw&s=19
বাচ্চাদের নিয়ে কাজে গিয়ে খুব সুন্দর মুহুর্ত কাটিয়েছেন।সবুজ প্রকৃতির মাঝে সময় কাটাতে পারলে মনটা ভীষণ ফুরফুরে লাগে।কিন্তু সময় হয়ে উঠে না সব সময়।আপনার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো।অনেক ধন্যবাদ আপু সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।