কেনাকাটা করার মূহুর্ত
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
কেনাকাটা করার মূহুর্ত
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা কেনাকাটা পোস্ট নিয়ে। কিনতে আমরা সবাই অনেক পছন্দ করি। তবে বর্তমান জিনিস পত্রের যেহারে দাম তাতে পছন্দের জিনিস কেনা সত্যি মুশকিল। অনেক দিন হলো নিজের জন্য তেমন কিছু কেনাকাটা করিনি।আসলে বাচ্চাদের জন্য তো সব সময় কিনতেই হয়।যাইহোক কয়েক দিন আগে গিয়েছিলাম বাচ্চাদের জন্য কেনাকাটা করতে। তারপর তাদের কেনা শেষ হলে একটু সময় ছিল তাই ভাবলাম নিজের জন্য কিছু কিনি।আসলে কিনতে গেলে সময় ও টাকা দুটিই প্রয়োজন। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
যেহেতু বাচ্চাদের মেইন কিছু কেনা হয়ে গিয়েছে তাই ভাবলাম নিজের জন্য একটা থ্রি পিস কিনি।আসলে বর্তমান মনে হয় কাপড়ের দাম একটু বেশি বেড়ে গিয়েছে। আসলে থান কাপড় ১২০ এর নিচে নেই বলেই চলে। তাই ভাবলাম ১০০০ এর মধ্যে একটা থ্রি পিস নেব।আসলে পছন্দের জিনিস হলে আর টাকার জন্য পড়ে থাকে না।যাইহোক আমরা যখন থ্রি পিস এর দোকানে গিয়েছিলাম তখন দেখলাম পুরো দোকান ফাঁকা। আসলে তেমন ভীর ছিল না।তারপর কয়েকটি দোকান ঘুরে একটা থ্রি পিস কিনলাম। আসলে থ্রি পিস এক সাথে অনেক গুলো কিনলে ভালো হয়। যাতে এক সাথে পছন্দের করা যায়। যাইহোক দামের মধ্যে বেশ ভালোই একটা থ্রি পিস কিনলাম। তারপর চলে গেলাম বাচ্চাদের জন্য স্যান্ডেল কেনার জন্য।
তারপর চলে গেলাম বাচ্চাদের জন্য জুতা স্যান্ডেল কেনার জন্য। আসলে বাচ্চাদের স্যান্ডেল মাঝে মাঝে কিনতে হয়। এখন সামনে ঈদ রয়েছে। তাই ভেবেছিলাম বাচ্চাদের একটু কমের মধ্যে কেনার জন্য। আসলে তারা সব সময় চায়না স্যান্ডেল পরে আর চায়না স্যান্ডেল গুলোর দাম সব সময় বেশি থাকে। তখন কি করবো ভাবছি। আসলে তাদের ঈদের সময় নতুন জিনিস না দিয়ে পারা যায় না। তাই বড় মেয়ের জন্য একটা স্লিপার কিনলাম ৬০০ টাকা দিয়ে। আর ছোট জনের জন্য ১২ ০০ টাকা দিয়ে একটা চায়না স্যান্ডেল কিনলাম। আসলে জামার থেকে স্যান্ডেল এর দাম অনেক বেশি। যাইহোক সহজেই দুই বোনের জন্য স্যান্ডেল কিনতে পেরেছি এটাই অনেক।
তারপর বাচ্চাদের জন্য কিছু কসমেটিকস কিনলাম। আসলে এই টুকিটাকি জিনিস গুলো কিনতে অনেক সময় লেগে যায়। আর এগুলো সব সময় কিনা যায় না।যাইহোক প্রয়োজনীয় জিনিস কিছু কিনলাম।
তারপর চলে গিয়েছিলাম বাচ্চাদের জন্য কিছু খাবার কেনার জন্য। তারপর তাদের জন্য কিছু খাবার কিনেছি।যাইহোক বেশ ভালোই কেনাকাটা করেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1888591553272397881?t=R6rhTgvBocrpAa8uZv7Snw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
কেনাকাটা করার এত সুন্দর একটা মুহূর্ত আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লেগেছে। মাঝেমধ্যে এভাবে কেনাকাটা করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বেশ ভালোই কেনাকাটা করেছেন দেখছি। বাচ্চাদের জন্য ও কেনাকাটা করেছেন দেখে ভালো লাগলো। খুব সুন্দর লেগেছে আমার কাছে পুরো মুহূর্তটা।
আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
আপনার এই কেনাকাটার মুহূর্তটা সত্যিই অনেক মিষ্টি এবং অনুপ্রেরণাদায়ক।কখনও কখনও ছোট ছোট কেনাকাটাও খুব আনন্দ দেয়, আর আপনি যেভাবে বাচ্চাদের জন্যও কিছু কিনেছেন, তাতে সত্যিই অনেক ভালো লাগছে। এমন মুহূর্তগুলো সত্যিই মন ভালো করে দেয়, যেখানে পরিবারের জন্য সময় দিয়ে কিছু শখও পূরণ করা যায়। আপনার এই মুহূর্তটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
খুবই সুন্দর করে আপনি আজকে আপনার কেনাকাটা করার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। আর আমার কাছে পুরো পোস্টটা পড়তে অনেক ভালো লেগেছে। কেনাকাটা করতে আমরা সবাই খুব ভালোবাসি। আপনি তো দেখছি অনেক কিছুই কেনাকাটা করেছেন। আপনার কেনাকাটা করার পুরো মুহূর্তটা অনেক সুন্দর ছিল।
ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
আমার ক্ষেত্রেও বেশিরভাগ সময় এরকম হয়, জামার থেকে জুতার দাম বেশি হয়ে যায়। যাই হোক আপনার মেয়েদের জন্য জামা জুতা কিনেছেন দেখে ভালো লাগলো। এরপর আবার তাদের জন্য কসমেটিক্স এবং শেষে খাবারের জিনিস কিনেছেন। টুকটাক করে অনেক কেনাকাটা হয়েছে দেখছি। ভালো লাগলো আপনাদের শপিংয়ের মুহূর্ত গুলো দেখে। ধন্যবাদ আপু।
জি আপু অনেক কিছু কেনাকাটা করেছি, ধন্যবাদ আপনাকে।
আপনি কেনাকাটার সুন্দর কিছু মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। খুব সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে দেখানোর চেষ্টা করেছেন। ফটোর পাশাপাশি বর্ণনা করেছেন তাই অনেক কিছু জানতে পারলাম।
সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপু আপনি কেনাকাটা করার দারুন মূহুর্ত অতিবাহিত করেছেন। তবে আপনার ছোট মেয়ের জন্য চায়না হিল একটু বেশি দাম হয়ে গেছে। তবে এগুলোর দাম অন্য জুতার ছাড়া অনেক বেশি। এছাড়াও আপনি অনেক কেনাকাটা করেছেন খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর মুহূর্তের শেয়ার করার জন্য।
আসলে আপু এই স্যান্ডেল গুলো এমনি দাম আমি বেশির ভাগ এগুলোই কিনি,ধন্যবাদ আপনাকে।
আপনার কেনাকাটার সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। সত্যিই, কেনাকাটা করতে সবাই ভালোবাসে, আর পরিবারের জন্য কিছু কেনাকাটা করলে আনন্দ আরও বেড়ে যায়। আপনি যেভাবে বাচ্চাদের জন্যও কেনাকাটা করেছেন, তা দেখে খুব ভালো লাগলো। ছোট ছোট জিনিসও যে অনেক আনন্দ দিতে পারে, তা আপনার এই পোস্ট থেকেই বোঝা যায়। আপনার এই সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আবারও ধন্যবাদ!
জি আপু কেনাকাটা করতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।