জীবনের শেষ পর্যায়ে

signpost-5274077_1920.jpg

Source

আমাদের এই পৃথিবীতে জীবন অনেকটাই স্বল্প সময়ের জন্য। অনেক দেশে গড় আয়ু রয়েছে ৭০ বছর অনেক দেশে আবার ৮০ বছর রয়েছে। তারপরও আমাদের দেশ বিবেচনা করে ৬৫ থেকে ৭০ বছর একটা মানুষ গড়ে বেঁচে থাকতে পারেন। এই অল্প সময়ের মধ্যে আমরা কত কিছুই না চিন্তাভাবনা করি, কত কিছুই না পাওয়ার চেষ্টা করি। কিন্তু জীবনের শেষ পর্যায়ে গিয়ে সব কিছু হিসাব নাকি অনেকটাই জটিল হয়ে যায়।

আমি মাঝে মাঝেই ভাবি, আজ থেকে হয়তো ৪০ বছর পরে যখন কোন হাসপাতালেরর বেডে মৃত্যুর জন্য অপেক্ষা করবো। তখন বসে বসে আমি কি চিন্তা করব? যদিও এসব কিছুই মহান সৃষ্টিকর্তার হাতেই নির্ভরশীল। তারপরও এই বিষয়গুলো মাঝে মাঝে আমাকে ভাবায়। এই যে সারা জীবন এত কষ্ট করে নিজের পরিবার এবং নিজের ইচ্ছাগুলো পূরণ করলাম কিন্তু দিন শেষে আমার প্রাপ্য কি? এই বিষয়গুলো যদি একটু কল্পনা করি তাহলেই মনে হয় এই সবকিছুর কোন মানেই নেই, শুধুমাত্র অতীতের কিছু ভালো স্মৃতি ছাড়া।

তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি অন্যের জন্য নিজের কোন কিছু সেক্রিফাইস করাটা এটা আসলেই বোকামি। মানুষ এসব কিছু ভুলে যায়, ভুলে যায় বর্তমান এবং অতীতের বিষয়গুলো। শুধুমাত্র সবাই নিজের স্বার্থ দেখে এবং নিজের স্বার্থপরতার সাথে সামিল রেখেই তারা জীবনের পথে এগিয়ে যায়। তাইতো নিজের ছোট ছোট স্বপ্নগুলো বাস্তবায়ন করার চেষ্টা করুন, না হলে হয়তো শেষ বয়সে গিয়ে হিসাব মেলাতে পারবেন না। জীবনের আপনার প্রাপ্তি কতটুকু আর হারানো সম্পদ কতটুকু। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

ABB.gif

Sort:  
 2 days ago 

আসলে জীবন সত্যিই খুব ছোট, তাই নিজের স্বপ্নগুলো পূরণ করাই শ্রেয়। অন্যের জন্য সব ত্যাগ করলে শেষে আফসোস থেকেই যাবে। ভালো স্মৃতিই একমাত্র সঙ্গী হয় জীবনের শেষ পর্যায়ে। তাই নিজের সুখকেও গুরুত্ব দিতে হবে।ধন্যবাদ বাস্তবতা তুলে ধরার জন্য।